শেখ জামাল ধানমন্ডি ক্লাব আইএফএ শিল্ড ফুটবলের ফাইনালে কোলকাতার মোহামেডান ক্লাবের সাথে লড়াইয়ে নামার আগে বাংলাদেশের ক্লাবটির সভাপতি মঞ্জুর কাদের সাফল্যের জন্য খেলোয়াড়দের চাঙ্গা রাখছেন। আগামীকাল শনিবার বিবেকানন্দ যুবভারতী স্টেডিয়ামে অনুষ্ঠেয় খেলাটির প্রাক্কালে তিনি খেলোয়াড়দের বলেছেন, 'তোমরাই পারো দেশের মানুষের স্বপ্ন পূরণ করতে। তোমরাই দেশের জন্য কিছু করতে পারো।'
বাংলাদেশের দলটি ফাইনালের জন্য প্রস্তুতি নিচ্ছে। গতকাল তারা হালকা অনুশীলন করে। তবে খেলোয়াড়রা যাতে মানসিকভাবে চাঙ্গা থাকতে পারেন সেজন্য ক্লাব সভাপতি সর্বক্ষণ দলের খেলোয়াড়দের সাথে সময় দিচ্ছেন। তিনি এখন খেলোয়াড়দের ছাড়া অন্য কিছু ভাবছেন না বলেই জানান। মঞ্জুর কাদের গতকাল সন্ধ্যায় টেলিফোনে জানান, জীবনে পরিবারকে অনেক সময় দিয়েছি। এখন খেলোয়াড়দের পাশে থাকাটা জরুরি।
মামুনুল ইসলাম, সনি নরদে, ওয়েডন, গোলকিপার জিয়া, সোহেল রানা, নাসিরদের মানিসক অবস্থা এখন কেমন জানতে চাইলে তিনি বলেন, 'ওদের এখন মানসিক শান্তি দরকার। সব কিছু টাকা দিয়ে হয় না। খেলোয়াড়দেরকে সময় দিতে হচ্ছে। সব সময় হাসি-খুশি রাখার চেষ্টা করছি। একই সাথে খেলাটা যেন না ভুলে যায় সেদিকেও খেয়াল রাখছি আমরা।' তিনি আরো বলেন, 'খেলোয়াড়দের মানসিক প্রশান্তির জন্য আমি নিজে তাদের সাথে গল্প করছি। খাওয়া-দাওয়া করছি। কখন কি লাগবে তা জানার জন্য চেষ্ট করছি। আমি আর এখন ক্লাব সভাপতি নই। আমি এখন বল বয়, শ্যাডো ম্যানেজার।'
কলকাতা মোহামডানের কাছে শেখ জামাল প্রতিযোগিতার শুরুতে 'বি' গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে হেরে গিয়েছিল। প্রথমার্ধে সনি নরদের গোলে এগিয়ে গিয়েও দ্বিতীয়ার্ধে দুই গোল হজম করে শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে হেরে যায়। এরপর বাংলাদেশের ফেডারেশন কাপ চ্যাম্পিয়নরা ঘুরে দাঁড়িয়ে গ্রুপের অপর দুই ম্যাচে একে একে ইউনাইটেড সিকিমকে ৩-১ এবং মোহনবাগানকে ১-০ গোলে হারায়। সেমিফাইনালে তো ভারতের জায়ান্ট ক্লাব ইস্টবেঙ্গলকে ৩-০ গোলে হারিয়ে দেশের ফুটবলামোদীদের আনন্দে ভাসিয়ে দেয় শেখ জামাল। প্রায় ১০ কোটি টাকার বাজেট নিয়ে গড়া দলটি এখন কলকাতায় শেষ রণের অপেক্ষায়।
ফাইনালের প্রতিপক্ষ কলকাতা মোহামেডান সম্পর্কে মঞ্জুর কাদের বলেন, 'আমার খেলোয়াড়রা আত্মবিশ্বাসি। গ্রুপ ম্যাচে হেরে গিয়ে তারা হতাশ হয়ে গিয়েছিল। এখন সেটা নেই। তাদের মনোবল বাড়ানোর চেষ্টা করছি। গত চারটি ম্যাচ কেমন খেলেছে। সেটা দেশের মানুষ টিভিতে দেখেছেন। আমার মনে হয়, আমার সাথে দেশের মানুষরাও একমত হবেন যে, পেছনের ম্যাচগুলোর খেলা চোখে ভাসালে পরিষ্কার হয়ে যাবে। ফাইনাল আমরাই জিতব। আমরা বেটার দল। এটা আমি আমার খেলোয়াড়রা বিশ্বাস করে।'