মু খো মু খি
প্রজন্ম চত্বরে এই তারুণ্যের আন্দোলনে শোবিজের প্রায় সকলেই সংহতি প্রকাশ করেছেন। অভিনয়শিল্পী থেকে শুরু করে সংগীতশিল্পীদের সংগঠনগুলো একই সুরে সুর মিলিয়েছেন তরুণদের সাথে। সাম্প্রতিক এই আলোচিত প্রসঙ্গ এবং নিজের কাজের ব্যস্ততা প্রসঙ্গে বিনোদন প্রতিদিন-এর মুখোমুখি হয়েছেন হানিফ সংকেত। সাক্ষাত্কার নিয়েছেন সরলা সৈয়দ
কেমন আছেন?
ভালো নেই।
কেন?
বলতে পারেন প্রায় একমাস ধরেই দেশে এবং বিদেশের হাসপাতালে হাসপাতালেই আছি—আমার এক ভাইকে নিয়ে। তিনি বেশ ক'টি জটিল রোগে ভুগছেন। তার উপর ২ বার ওপেন হার্ট হয়েছে।
এখন কী নিয়ে ব্যস্ত?
ভাইকে নিয়েই ব্যস্ত। যে কারণে ইচ্ছে থাকলেও কিছু করতে পারছি না। সব সময় একটা মানসিক চাপ থাকে। বিদেশে ছিলাম বলে এর মধ্যে দু'টি সিডিউল প্রোগ্রামও করতে পারিনি।
শাহবাগের আন্দোলন সম্পর্কে আপনার কাছ থেকে কিছু জানতে চাচ্ছি?
তরুণদের এই আন্দোলন থেকে আমাদের রাজনীতিবিদদের অনেক কিছুই শেখার আছে। ছোট্ট দুটি শব্দ 'হ্যাঁ' এবং 'না'। আমাদের মহান জাতীয় সংসদেও এই দুটি শব্দ একসঙ্গে সব দল মিলে উচ্চারণ করতে দেখিনি। যেকোনো বড় সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে একদল যদি বলে 'হ্যাঁ' অপর দল থাকে নিশ্চুপ। 'না'- এর বেলাতেও তাই। কিন্তু শাহবাগে ছিল ভিন্ন চিত্র। এখানে যেকোনো সিদ্ধান্তে সবাই সমস্বরে 'হ্যাঁ' এবং সমস্বরে 'না' বলে।
আমরা বিদেশের বিভিন্ন আন্দোলন সংগ্রামে দেখেছি হুইল চেয়ারে বসে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে মিছিলে অংশ নিতে। দেখেছি মায়ের কোলে কিংবা বাবার কাঁধে চড়ে শিশুরাও সেসব আন্দোলনে অংশ নিচ্ছে। সেই একই চিত্র আমরা দেখেছি শাহবাগের প্রজন্ম চত্বরে। এই বিষয়টি আমাদের চিরাচরিত মিছিল সমাবেশের চিত্রে একটি নুতন মাত্রা যোগ করেছে। শাহবাগে তরুণরা যে চেতনার আলো জ্বেলেছে সেই আলোয় উদ্ভাসিত হয়ে সকল অন্ধকার মুছে গিয়ে আলোকিত হোক আমাদের আগামীর বাংলাদেশ—এই কামনা করছি।
আগামী 'ইত্যাদি'র কী অবস্থা?
এখনও কিছু করতে পারিনি। আগামী মাসের ২৯ তারিখ 'ইত্যাদি' প্রচার হবে। যদিও এবার বেশ সময় পেয়েছিলাম কিন্তু ভাইয়ের অসুস্থতার কারণে অনুষ্ঠানের জন্য কিছুই করতে পারিনি। আগামী মাস থেকে 'ইত্যাদি' নিয়ে কাজ করব ভাবছি।
আমাদের সভ্যতা, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন সমৃদ্ধস্থানে 'ইত্যাদি' করছেন দীর্ঘদিন থেকে, এবার কোথায় করবেন?
এখনও ঠিক করিনি। তবে উত্তরবঙ্গে করার ইচ্ছে আছে।
এবার মেলাতে আপনার দুটি বই বেরিয়েছে। বই দুটি সম্পর্কে জানতে চাচ্ছি?
অনন্যা প্রকাশনী থেকে বেরিয়েছে বই দুটি। একটি 'নিয়মিত অনিয়ম'—রাজনীতি, সমাজনীতি, আদর্শবাদের নামে আমাদের এখানে প্রতিনিয়ত লোক হাসানো যে বিনোদনের জন্ম হচ্ছে তাকে উপজীব্য করেই ছোট ছোট কিছু ঘটনা লিখতে চেষ্টা করেছি 'নিয়মিত অনিয়ম' গ্রন্থে। বিভিন্ন সময় লেখাগুলো বিভিন্ন পত্র-পত্রিকায় ছাপা হয়েছে। আর একটি গ্রন্থের নাম 'কষ্ট'। এটি একটি উপন্যাস—বলতে পারেন আমার লেখা প্রথম উপন্যাস। বিনা অপরাধে এক যুবকের কারাভোগ এবং এক যুগ পর কারামুক্তি। কারাগারে থাকা অবস্থায় এবং কারাগার থেকে বেরিয়ে যুবকের বিভিন্ন আবেগ-অনুভূতিই 'কষ্ট'-এর বিষয়বস্তু।