ভালোবাসা দিবসে বাজারে এসেছে ফয়সাল রাব্বিকীনের কথা ও আয়োজনে ভালোবাসার গানের অ্যালবাম 'লাভ ডুয়েটস'। এই অ্যালবামের আয়োজক, সুরকার, কম্পোজার ও গায়কদের নিয়ে সম্প্রতি আনন্দবিনোদন আয়োজন করেছিল এক আড্ডার। সেখানে তারা বলেছেন তাদের গানের নানা গল্প ও ভাবনা নিয়ে। সেই আলাপচারিতার
উল্লে¬খযোগ্য অংশ
নিয়ে লিখেছেন
খালেদ আহমেদ
ও ছবি তুলেছেন
আশীষ সেনগুপ্ত
স্বপ্নকে বুকে লালন করে সবাই কাজ করেন নিজের গণ্ডিতে। ভালো কাজের মাধ্যমে অনেকেই পান প্রশংসা। কেউ কেউ সেই প্রশংসাকে পুঁজি করে আরও সামনে এগিয়ে যান, আবার কেউ হয়তো নিজের অর্জিত জায়গা থেকে ছিটকে পড়েন। এবারের ভালোবাসা দিবসে প্রকাশ হয়েছে ফয়সাল রাব্বিকীনের কথা ও আয়োজনে ভালোবাসার গানের অ্যালবাম 'লাভ ডুয়েটস'। ভালোবাসার গানের পাঁচজন এই আড্ডায় অংশ নিয়েছিলেন। তারা হলেন গীতিকার ও আয়োজক ফয়সাল রাব্বিকীন, গায়ক ও কম্পোজার মাহমুদ সানী, গায়ক ও সুরকার বেলাল খান, সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী নির্ঝর ও পূজা। আড্ডার শুরুতে জানতে চাওয়া হয়েছিল নতুন কোনো গান নিয়ে স্বপ্নটা কেমন থাকে? জবাবে ফয়সাল রাব্বিকীন বললেন, 'যখন কোনো নতুন গান মাথায় আসে অবশ্যই তা নিয়ে একটা স্বপ্ন তৈরি হয়। গানটি লিখে ফেলার পর সেটা নিয়ে শুরু হয় আরেকটি স্বপ্নের যাত্রা। কাকে দিয়ে সুর করাব, কাকে দিয়ে সংগীতায়োজন করাব এবং কাকে দিয়ে গানটি গাওয়ানো হবে। যখন সবগুলো ধাপ সম্পন্ন হয় এবং গানটি শ্রোতাদের কাছে পৌঁছায়, তখন অন্যরকম একটি ভালোলাগা কাজ করে। সব মিলিয়ে একটা সুখের অনুভূতি বলা যায়।' তার কথা শেষ হতেই কম্পোজার মাহমুদ সানী বলেন, 'কোনো গানের সংগীতায়োজন নিয়ে আগে একটা দিন ভাবি। তারপর কাজ শুরু করি।' এবার মুখ খুললেন সুরকার বেলাল খান। তিনি বলেন, 'গানের কথা অনুযায়ী সুর করা হয়। কাজটি যে খুব সহজ, তা কিন্তু নয়। তবে গানের ভাবনার ভেতর একবার ঢুকতে পারলে সুরটা যেন আপনাআপনি হয়ে যায়।' কণ্ঠশিল্পী নির্ঝর বলেন, 'নতুন কোনো গান গাওয়ার আগে কিছুটা উদ্বিগ্ন থাকি। সুর ও কম্পোজিশন ভালো হলে গায়কীটাও ভালো হয়।' তার মুখের কথা কেড়ে নিয়ে পূজা বলেন, 'নির্ঝর আপুর সাথে আমিও একমত। নতুন কোনো গান গাওয়ার আগে মনের ভেতর একটা ফিল তৈরি হয়।' গীতিকার হিসেবে ভালোবাসার গানের ভাবনা সম্পর্কে ফয়সাল রাব্বিকীন বলেন, 'ভালোবাসা দিবসকে উপলক্ষ করেই অ্যালবামটি পরিকল্পনা করেছিলাম। যে কারণে ৯টি গানের প্রতিটি গানই রোমান্টিক। নিজের ভাবনাগুলোকেই তুলে ধরার চেষ্টা করেছি।' কম্পোজার হিসেবে ভালোবাসার গানের ভাবনা সম্পর্কে মাহমুদ সানী বলেন, 'আমি সাধারণত ভালোবাসার গানই বেশি করি। ভালোবাসার দিবসে প্রকাশ পাওয়া এই অ্যালবামের গানগুলো করতে পেরে আমি আনন্দিত।' ভালোবাসার গানের ভাবনা নিয়ে সুরকার বেলাল খান বলেন, 'লাভ ডুয়েট' অ্যালবামের সবগুলো গান ভালোবাসাকেন্দ্রিক। এতে ফয়সাল ভাইয়ের লিরিক্সেও তার প্রতিফলন রয়েছে। ভালোবাসা দিবসের এ অ্যালবামের গানগুলোতে ভালোবাসার অন্য রকম ছোঁয়া আছে বলে এগুলো সবার ভালো লাগবে।' এবার বলার পালা নির্ঝরের। ভালোবাসার গানের ভাবনা নিয়ে তিনি বলেন, 'ভালোবাসার গান গাওয়াটা অনেক কঠিন মনে হয় আমার কাছে। তবে ভালোবাসার যে ফিল আছে সেটা যদি প্রকাশ করা যায় গানের মাধ্যমে তাহলে অনেক ভালো কিছু আশা করা যায়। সেটা হতে পারে বাবা-মায়ের সাথে, হতে পারে বন্ধুর সাথে, মনের মানুষের সাথে।' ভালোবাসার গানের ভাবনা নিয়ে পূজা বলেন, 'এই অ্যালবামটি ভালোবাসা দিবসে প্রকাশিত হয়েছে। তাই, এর বেশিরভাগ গানই ভালোবাসা নির্ভর। ভালোবাসার গান সম্পর্কে যেটা বলব, একটি গান যখন লেখা ও সুর করা হয়, একজন গীতিকারের ভাবনা, সুরকারের সুরের আবেগ, শিল্পীর গায়কী সবকিছুর বহিঃপ্রকাশ ঘটে সম্পূর্ণ গানের মাধ্যমে।' অ্যালবামের গানগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে ফয়সাল বলেন, 'এই অ্যালবামের গানের প্রথম বৈশিষ্ট্য হলো কথা, সুর, সংগীতায়োজন ও গায়কীর দিক দিয়ে প্রতিটি গানই বেশ ব্যতিক্রমধর্মী। অ্যালবামের প্রায় সব শিল্পীই প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়ে গান করেছেন এই অ্যালবামে।' গানগুলোর সংগীতায়োজন সম্পর্কে মাহমুদ সানী বলেন, 'এই অ্যালবামের গানগুলো সংগীতায়োজনে নতুন চমক আছে। যা শ্রোতাদের কাছে ভালো লাগবে।' গানের সুরের নতুনত্ব সম্পর্কে বেলাল খান বলেন, 'আমার ও পূজার গাওয়া 'তোমার ছোঁয়া' গানটি শুনলে সবাই বুঝতে পারবে, এটি টেকনো রিদম বেইজড মেলোডি একটি গান। যা শ্রোতাদের ভালো লাগবে।' এই প্রথমবারের মতো কোনো অ্যালবাম আয়োজন করেছেন ফয়সাল রাব্বিকীন। তার কাছে 'লাভ ডুয়েটস' অ্যালবাম সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, 'এই প্রজন্মের ১৫জন জনপ্রিয় শিল্পী এতে গান গেয়েছেন। তারা হলেন—ইবরার টিপু, নির্ঝর, মাহমুদ সানী, পূজা, বেলাল খান, কাজী শুভ, নাওমী, প্রিয়াংকা, আর্নিক, পুলক, শশী, চম্পা বণিক, চৈতি মুত্সদ্দি, রাজু ও ফাজবির তাজ। মোট নয়টি ভালোবাসার গান দিয়ে সাজানো হয়েছে এই অ্যালবামে। গানগুলো হলো—'তোমার ছোঁয়া', 'হূদয় জানে', 'সারাটি জনম', 'তোমার মাঝে', 'দেখছি তোমায়', 'মন বলে', 'আমার ভুবন' ও 'হূদয়ে সারাক্ষণ'। এতে বেলাল খান ও কাজী শুভ দুটি গানের সুর করেছেন। বাকি গানগুলোর সুর ও সংগীতায়োজন করেছেন ইবরার টিপু, মাহমুদ সানী, সজীব দাশ, তানভীর তারেক, রাকিব মোসাব্বির, মুশফিক লিটু ও অয়ন চাকলাদার।' ফয়সাল রাব্বিকীন আরও বলেন, 'বেশ সময় নিয়ে আসলে অ্যালবামের পরিকল্পনা ও সে অনুযায়ী কাজ করেছি। ভালোবাসা দিবস বলে সব গানই রোমান্টিক। তবে একাধিক সুর ও সংগীতায়োজক গানগুলো করেছেন। তাই প্রতিটি গানেই ভিন্নতার ছোঁয়া আছে। অনেক পরিশ্রমের ফসল এই অ্যালবাম। গানগুলো শ্রোতাদের ভালো লাগলেই আমাদের সবার পরিশ্রম সার্থক হবে।'