বাংলা
খোরশেদ আলম আকন্দ
সিনিয়র সহকারী শিক্ষক (বাংলা)
কানিজ ফাতেমা গার্লস্ স্কুল, মানিকগঞ্জ
এই দেশ এই মানুষ
৬। প্রশ্ন: দেশের সুখ্যাতি হয় কিসে?
উত্তর: কোনো দেশে যদি নানান ধরনের নানান জাতির মানুষ থাকে, তখন সে দেশের সুখ্যাতি হয়।
৭। প্রশ্ন: আমাদের জীবন কীভাবে সার্থক হয়ে উঠবে?
উত্তর: দেশকে ভালোবাসার মধ্য দিয়েই আমাদের জীবন সার্থক হয়ে উঠবে।
৮। প্রশ্ন: মুসলমানদের ধর্মীয় উত্সব কোনগুলো?
উত্তর: মুসলমানদের উল্লেখযোগ্য ধর্মীয় উত্সবগুলো হলো ু ঈদুল ফিতর, ঈদুল আজহা, মহররম, ঈদে মিলাদুন্নবী ইত্যাদি।
৯। প্রশ্ন: 'ইস্টার সানডে' কাদের ধর্মীয় উত্সব?
উত্তর: ইস্টার সানডে খ্রিস্টানদের ধর্মীয় উত্সব।
১০। প্রশ্ন: বাঙালি ছাড়া বাংলাদেশে আর কোন কোন জাতির মানুষ বাস করে?
উত্তর: বাঙালি ছাড়াও বাংলাদেশে চাকমা, গারো, সাঁওতাল, ত্রিপুরা, মুরং, তংচঙ্গা ইত্যাদি জাতির মানুষ বাস করে।
১১। প্রশ্ন: আখাউড়া স্টেশন থেকে সীমান্তের দূরত্ব কত কিলোমিটার?
উত্তর: আখাউড়া স্টেশন থেকে সীমান্তের দূরত্ব চার/পাঁচ কিলোমিটার।
১২। প্রশ্ন: আমাদের খাদ্যের জোগান দেয় কে?
উত্তর: কৃষক আমাদের খাদ্যের জোগান দেয়।
১৩। প্রশ্ন: বৌদ্ধদের ধর্মীয় উত্সব কোনগুলো?
উত্তর:বৌদ্ধদের উল্লেখযোগ্য ধর্মীয় উত্সবগুলো হলো ু বুদ্ধ পূর্ণিমা, মাঘী পূর্ণিমা, আষাঢ়ী পূর্ণিমা ইত্যাদি।
১৪।প্রশ্ন: 'বারো মাসে তেরো পার্বণ'- কাদের ?
উত্তর: 'বারো মাসে তেরো পার্বণ' হিন্দুদের।
১৫। প্রশ্ন: আমাদের সৌভাগ্য কী?
উত্তর: আমরা যে বাংলাদেশে জন্মেছি, এটাই আমাদের সৌভাগ্য।
১৬। প্রশ্ন: আমরা নানা জাতের মানুষ মিলেমিশে কার মতো বসবাস করছি?
উত্তর: আমরা নানা জাতের মানুষ মিলেমিশে বন্ধুর মতো বসবাস করছি।
১৭। প্রশ্ন: খ্রিস্টানদের ধর্মীয় উত্সব কোনগুলো?
উত্তর:খ্রিস্টানদের উল্লেখযোগ্য ধর্মীয় উত্সবগুলো হলো- ইস্টার সানডে, বড় দিন ইত্যাদি।
১৮। প্রশ্ন: আখাউড়া সীমান্তের ওপারে ভারতের কোন রাজ্য অবস্থিত?
উত্তর: আখাউড়া সীমান্তের ওপারে ভারতের ত্রিপুরা রাজ্য অবস্থিত।
১৯। প্রশ্ন: 'বড় দিন' কত তারিখে পালন করা হয় ?
উত্তর: ২৫শে ডিসেম্বর 'বড় দিন' পালন করা হয়।
২০। প্রশ্ন: 'দুর্গা পূজা' কাদের ধর্মীয় উত্সব ?
উত্তর: 'দুর্গা পূজা' হিন্দুদের ধর্মীয় উত্সব।
২১। প্রশ্ন: ভারতের কোন রাজ্যের লোকজন বাংলায় কথা বলে?
উত্তর: ভারতের ত্রিপুরা রাজ্যের লোকজন বাংলায় কথা বলে।
২২। প্রশ্ন: দেশ কার মতো?
উত্তর: দেশ জননীর মতো।
২৩। প্রশ্ন: 'বড় দিন' কাদের ধর্মীয় উত্সব?
উত্তর: 'বড় দিন' খ্রিস্টানদের ধর্মীয় উত্সব।
২৪। প্রশ্ন: ত্রিপুরার লোকজন কোন ভাষায় কথা বলে?
উত্তর: ত্রিপুরার লোকজন বাংলা ভাষায় কথা বলে।
২৫। প্রশ্ন: হিন্দুদের ধর্মীয় উত্সব কোনগুলো?
উত্তর: হিন্দুদের উল্লেখযোগ্য ধর্মীয় উত্সবগুলো হলো- দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা ইত্যাদি।
২৬। প্রশ্ন: বাংলাদেশের জনজীবন কেমন?
উত্তর: বাংলাদেশের জনজীবন ভারি বৈচিত্র্যময়।
২৭। প্রশ্ন: 'বৌদ্ধ পূর্ণিমা' কাদের ধর্মীয় উত্সব ?
উত্তর: 'বৌদ্ধ পূর্ণিমা' বৌদ্ধদের ধর্মীয় উত্সব।
২৮। প্রশ্ন: কী করলে ভালোবাসা জন্মাবে?
উত্তর: মানুষে মানুষে মিলেমিশে থাকলেই ভালোবাসা জন্মাবে।
২৯। প্রশ্ন: স্নেহ মমতা ভালোবাসা দিয়ে কে আমাদের আগলে রাখেন?
উত্তর: স্নেহ মমতা ভালোবাসা দিয়ে মা আমাদের আগলে রাখেন।
৩০। প্রশ্ন: বাংলাদেশে কোন কোন ধমের্র লোক বাস করে?
উত্তর: বাংলাদেশে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ ও জৈন ধর্মের লোক বাস করে।
গণিত
সিএম মিরাজুল ইসলাম
প্রভাষক
ঢাকা রেসিডেনসিয়াল কলেজ ঢাকা
প্রিয় শিক্ষার্থীরা, আজ অনুশীলনী-১ থেকে সমস্যার সমাধান দেয়া হলো
সহজ পদ্ধতিতে গুণফল বের কর:
(ক) ৫৬৭–৯৯
= ৫৬৭ –(১০০–১)
= (৫৬৭–১০০) –(৫৬৭–১)
= ৫৬৭০০–৫৬৭
= ৫৬১৩৩
নির্ণয় গুণফল ৫৬১৩৩।
(খ) ৯৯ – ৯৯০
= (১০০–১) – ৯৯০
= (১০০–৯৯০) – (১–৯৯০)
= ৯৯০০০ – ৯৯০
= ৯৮০১০
নির্ণয় গুণফল ৯৮০১০।
উত্তর: ৯৮০১০।
(গ) ৬২৭৩ – ৯৯৯
= ৬২৭৩ – (১০০০–১)
= (৬২৭৩ –১০০০) – (৬২৭৩–১)
= ৬২৭৩০০০ – ৬২৭৩
= ৬২৬৬৭২৭
নির্ণয় গুণফল ৬২৬৬৭২৭।
উত্তর: ৬২৬৬৭২৭।
(ঘ) ৮৫৯৩ – ৯৯০
= ৮৫৯৩ – (১০০০–১০)
= (৮৫৯৩ –১০০০) – (৮৫৯৩–১০)
= ৮৫৯৩০০০ – ৮৫৯৩০
= ৮৫০৭০৭০
নির্ণয় গুণফল ৮৫০৭০৭০।
উত্তর: ৮৫০৭০৭০।
(ঙ) ৯৯৯৯ – ৬০৭
= (১০০০০ – ১) – ৬০৭
= (১০০০০–৬০৭) – (১–৬০৭)
= ৬০৭০০০০ – ৬০৭
= ৬০৬৯৩৯৩
নির্ণয় গুণফল ৬০৬৯৩৯৩।
উত্তর: ৬০৬৯৩৯৩।
(চ) ৯৯৯৯ – ৪০০
= (১০০০০–১) – (১–৪০০)
= ৪০০০০০০ – ৪০০
= ৩৯৯৯৬০০
নির্ণয় গুণফল ৩৯৯৯৬০০।
উত্তর: ৩৯৯৯৬০০।