চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবারে শেয়ারবাজারে বড় ধরনের দরপতন হলেও গতকাল সোমবার বাজার কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। গতকাল দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড সূচক বেড়েছে ১২৮ পয়েন্ট (৩ দশমিক ৪১ শতাংশ)। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) বেশিরভাগ কোম্পানির দাম বেড়েছে।
তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই'র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ১২৮ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৮৯৪ পয়েন্টে দাঁড়িয়েছে। আর সাধারণ মূল্যসূচক বেড়েছে ১৩৩ পয়েন্ট। ডিএসই-৩০ মূল্যসূচক ৪৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪১০ পয়েন্টে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ২৭৩ কোটি ১৫ লাখ ৫১ হাজার ৬৪৪ টাকা। যা আগের দিনের চেয়ে ১০ কোটি ২৬ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ২৬৯ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৪৪টির, কমেছে ১৯টির এবং অপরিবর্তীত রয়েছে ৬টি কোম্পানির শেয়ারের। আর এদিন ডিএসইতে হাত বদল হয়েছে ৫ কোটি ৮৬ লাখ ৯৪ হাজার ১৯টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।
গতকাল সিএসই'র সার্বিক মূল্যসূচক ৩৪৬ পয়েন্ট বেড়ে ১২ হাজার ১৯০ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসই-৩০ মূল্যসূচক বেড়েছে ২৯৬ পয়েন্ট। আর লেনদেন হয়েছে ৪১ কোটি ৫৩ লাখ ১৬ হাজার ২২৩ টাকা। লেনদেনকৃত ১৬৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪২টির, কমেছে ১৭টির আর অপরিবর্তীত ছিল ৪টি কোম্পানির শেয়ারের দর। গতকাল পুঁজিবাজার সমন্বয় কমিটির সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদের নেতৃত্বে ৯ সদস্যের প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমানের সাথে তার এক বৈঠক করেন। বৈঠকশেষে এসকে সূর চৌধুরী বলেন, সমন্বয় কমিটির দাবির প্রেক্ষিতে স্টক ডিলারদের লোনসীমা ১ কোটি টাকার পরিবর্তে ২০ কোটি টাকা করা যায় কিনা তা যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেয়া হবে। এছাড়া মার্জিন লোনের টাকা মার্চেন্ট ব্যাংকের ইক্যুইটিতে রূপান্তরের প্রস্তাবও যাচাই বাছাই করা হবে। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক সব সময়ই পুঁজিবাজারের উন্নয়নে সহায়ক ভূমিকা রাখছে। বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর এস কে সুর চৌধুরী, ডিএসই প্রেসিডেন্ট মোঃ রকিবুর রহমান, সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট আহমেদ রশিদ লালী, আইসিবি'র ব্যবস্থাপনা পরিচালক ফায়েকুজ্জামান, অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান নূরুল আমিন এবং বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) প্রেসিডেন্ট মো. এ. হাফিজ।
পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের লঙ্কাবাংলা ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১২ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ দশমিক ৭৭ টাকা আর শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ৩৪ দশমিক ১৮ টাকা। ডিএসই আরও জানিয়েছে, সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আইন ভঙ্গ করে অস্বাভাবিকভাবে প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন করায় ফিডালিটি এসেটকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আইন অমান্য করে আনোয়ার গ্যালভানাইজিংয়ের শেয়ারে লোন সুবিধা দেয়ায় মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজকে জরিমানা করা হয় ১ লাখ টাকা। এছাড়া শ্যামল ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেড, সিএসই'র সদস্য মোনা ফাইন্যান্সিয়াল কনসালটেনসি, সিএসইর সদস্য সালতা ক্যাপিটাল ও গ্লোব সিকিউরিটিজকে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়।