বাংলাদেশসহ বিশ্বজুড়ে ট্যুরিজম খাতে বিপুলসংখ্যক দক্ষ লোক দরকার। বেকারত্বের দাপট বাড়লেও ক্রমবর্ধমান চাহিদার বিপরীতে এই সেক্টরে জনবল সেভাবে নেই। ফলে ট্যুরিজম খাতে এখনই ক্যারিয়ার গড়ে তোলার আদর্শ সময় মনে করে বিপুল সংখ্যক শিক্ষার্থীরা এ বিষয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করছে। প্রায়ই দেখা যায়, এসএসসি এবং এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর ভর্তিযুদ্ধে নামতে হয় শিক্ষার্থীদের। আবার গতানুগতিক শিক্ষাপ্রতিষ্ঠানে ৪ বছরে ৮-১৫ লক্ষ টাকা ব্যয়ে পড়াশোনা করেও ক্যারিয়ার নিয়ে চিন্তিত থাকতে হচ্ছে। আবার বিদেশে গিয়ে সমাদৃত ডিগ্রি অর্জন করাও একটি খরচ সাপেক্ষ বিষয়। তাই আজকাল কারিগরি ও ভিন্নধর্মী শিক্ষার প্রতি মানুষের আগ্রহ দিন দিন বেড়ে চলেছে। কারণ এসব ভিন্নমাত্রার পেশায় সফলতার সম্ভাবনা অনেক বেশি। সফল ক্যারিয়ার গড়তে সবার জন্য অ্যাভিয়েশন সংশ্লিষ্ট অ্যাভিয়েশন অপারেশন হতে পারে সময়োপযোগী একটি পড়াশোনার বিষয়। এটি হচ্ছে ক্যারিয়ার ভিত্তিক বিশেষ প্রফেশনাল কোর্স। এই ডিগ্রি অর্জন করে একজন শিক্ষার্থী নিজেকে বিশ্বব্যাপী দ্রুত সফল ক্যারিয়ারিস্ট হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে। অ্যাভিয়েশন অপারেশন ম্যানেজমেন্ট হচ্ছে ব্যবস্থাপনা নিয়ে স্পেশালাইজড কোর্স, যেখানে এয়ারলাইন্সের ব্যবস্থাপনার বিভিন্ন দিক যেমন—এয়ারলাইন্স কার্গো ম্যানেজমেন্ট, মার্কেটিং ও সেলস, এয়ারলাইন্স পলিসি ও আইন-কানুন সংক্রান্ত বিষয় পড়ানো হয়। এটি একটি দ্রুত ক্রমবর্ধমান গ্লোবাল ক্যারিয়ারভিত্তিক কোর্স। এর শিক্ষাব্যয় খুবই কম। এদেশে কোর্সটি পরিচালনাকারী অন্যতম একটি প্রতিষ্ঠান কলেজ অব অ্যাভিয়েশন টেকনোলজি, যাদের ঠিকানা :সেক্টর-১১, রোড-২, বাড়ি-১৪, উত্তরা, ঢাকা। ফোন :৮৯৯১৩৭১। এই কোর্সে ১৮টি বিষয় পড়ানো হয়। এটি একটি প্রফেশনাল শিক্ষামূলক কোর্স, যা মূলত এসএসসি বা 'ও' লেভেল পাসকৃত শিক্ষার্থীদের জন্য বেশি কার্যকরী। যেকোনো বিভাগ থেকে যেকোনো সালে পাসকৃত শিক্ষার্থীরা এখানে পড়তে পারবে। এ ছাড়া গ্র্যাজুয়েটদের জন্য এটি একটি কার্যকরী কোর্স। যুক্তরাষ্ট্রের এডেক্সেল বোর্ডের আওতায় শিক্ষার্থী এই ডিগ্রি সম্পন্ন করে বিশ্বজুড়ে চাকরির সুযোগ নিতে পারে। বিশ্বজুড়ে এসব নির্বাহীদের চাহিদা এতটাই বেশি যে পাস করার পূর্বেই এ বিষয়ের শিক্ষার্থীদের চাকরি হয়ে যায়। অ্যাভিয়েশন অপারেশন কোয়ালিফাইড শিক্ষার্থীরা ইংল্যান্ড, আমেরিকা, কানাডা প্রভৃতি দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ব্যাচেলর প্রোগ্রামে ভর্তি হতে পারে। শুধু তাই নয়, এখান থেকে স্বল্পমেয়াদি এই কোর্স শেষ করে শিক্ষার্থীরা চাইলেই ইংল্যান্ডের কভেন্টি, কিংসস্টোন, স্যালফোর্ড, ক্রেইনফিল্ড প্রভৃতি বিশ্ববিদ্যালয়সহ বিশ্বের যেকোনো দেশের এডেক্সেল অনুমোদিত অনেক ইউনিভার্সিটিতে সহজে চূড়ান্ত বর্ষে ভর্তি হতে পারে।