বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে প্রথম দল হিসেবে নিজেদের শিরোপা ধরে রাখার পথে আরো একধাপ এগিয়ে গিয়েছে। বায়ার্নের মতোই কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। দিয়েগো কোস্তা জোড়া গোল করেন। এ নিয়ে চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের প্রতিটি খেলাতেই গোল করলেন স্ট্রাইকারটি।
বায়ার্ন এদিন নিজেদের মাঠে ইংলিশ ক্লাব আর্সেনালের সাথে শেষ ১৬'র ফিরতি লেগের লড়াইয়ে ১-১ গোলে ড্র করেও দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে শেষ আট নিশ্চিত করে। গতবছরও এই পর্বে আর্সেনালের বিরুদ্ধে জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছিল বায়ার্ন। যদিও স্বাগতিক দলের ডাচ উইঙ্গার আরিয়েন রবেনকে নিয়ে আর্সেনালের কোচ আর্সেন ওয়েঙ্গার অসন্তুষ্টি প্রকাশ করায় বায়ার্নের এই জয় কিছুটা হলেও ম্লান হয়ে গেছে। আর্সেনাল কোচ ওয়েঙ্গার বলেছেন রবেন এ ম্যাচেও দ্বিতীয়ার্ধে পেনাল্টি বক্সের মধ্যে পড়ে গেলে রেফারী তাকে ওঠার নির্দেশ দেয়। প্রথম লেগে এই একই কাজ করে রবেন পেনাল্টি আদায় করেছিল বলে ফরাসি এই কোচ সে সময়েও তার সমালোচনায় মুখর হয়েছিলেন। এমনকি ঐ ঘটনায় পেনাল্টির পাশাপাশি আর্সেনালের গোলরক্ষককে লাল কার্ড পেয়ে মাঠ ছেড়ে বাইরে চলে যেতে হয়েছিল।
বার্সেলোনা কোচ হিসেবে দুইবার চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা পাওয়া বায়ার্ন কোচ পেপ গার্দিওলা তার প্রতিপক্ষের এই মন্তব্যে অনেকটা অসন্তুষ্ট হয়ে বলেছেন, মূল বিষয় হচ্ছে সেরা দলই দুই লেগ মিলিয়ে জয়ী হয়েছে।
মিউনিখে বাস্টিয়ান শুয়েইনস্টেইগার ৫৫ মিনিটে গোল করে বায়ার্নকে এগিয়ে দেন। গত বছরের অক্টোবরের পর এটাই ছিল তার প্রথম গোল। কিন্তু এই অগ্রগামিতা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বর্তমান চ্যাম্পিয়নরা। দুই মিনিট পরই সাবেক দলের বিপক্ষে লুকাস পোডলস্কি গোল করে সমতা ফেরান। যদিও স্বাগতিকরা জয়ের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি। কেননা থমাস মুলারের পেনাল্টি আর্সেনাল গোলরক্ষক লুকাস ফ্যাবিনিয়াস্কি রক্ষা করলে জয় বঞ্চিত হয় বায়ার্ন।
গানার্সদের জন্য হারের পাশাপাশি বড় দু:সংবাদ বয়ে আনেন জার্মান জাতীয় দলের খেলোয়াড় মেসুত ওজিল। কোচ আর্সেন তাকে বিরতি সময়ে তুলে নেন। জানা গেছে ইংলিশ ক্লাবটির ইতিহাসে রেকর্ড ট্রান্সফার ফিতে যোগ দেয়া খেলোয়াড়টিকে কয়েক সপ্তাহ খেলার বাইরে কাটাতে হবে।
অ্যাটলেটিকো এবারের মৌসুমে স্পেনে এবং ইউরোপীয় পর্যায়ে সবাইকে তাক লাগিয়ে তর তর করে এগিয়ে যাচ্ছে। দলটি ১৯৯৭ সালের পর এই প্রথমবারের মত চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছালো। নিজেদের মাঠ ভিসেন্টে ক্যালডেরোনে দিয়েগো কোস্তার জোড়া গোলে ৪-১ গোলে ইতালির এসি মিলানকে বিধ্বস্ত করে অ্যাটলেটিকো। দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে এগিয়ে থেকে কোয়ার্টার ফাইনালে উঠেছে কোচ দিয়েগো সিমিওনের স্প্যানিশ দলটি। নাপোলি এবং জুভেন্টাস গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়ায় এখন আর প্রতিযোগিতায় ইতালির আর কোন দল থাকলো না।
অ্যাটলেটিকোর কোচ দিয়েগো সিমিওনে বলেছেন, তিনি তার দল নিয়ে দারুণ গর্বিত। তিনি মনে করেন 'আন্ডারডগ' হিসেবে অ্যাটলেটিকো প্রত্যাশার চাইতেও অনেক ভাল খেলেছে। দীর্ঘদিন পরে এটা ক্লাবের জন্য অত্যন্ত ভাল একটি মুহূর্ত। কিন্তু এখনো দল নক আউট পর্বের একেবারে শুরুর দিকে রয়েছে। তাই এগিয়ে যেতে হলে নিজেদের এই সাফল্য ধরে রাখতে হবে। তাছাড়া কোয়ার্টার ফাইনাল হবে কঠিন এবং ভয়ঙ্কর। কেননা বিশ্বের আটটি সেরা দল খেলবে এই পর্বে।
মাদ্রিদে অনুষ্ঠিত খেলাটি অবশ্য একপেশেই হয়েছে। তিন মিনিটের মধ্যেই কোস্তার গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। যদিও ২৭ মিনিটে রিয়াল মাদ্রিদের সাবেক তারকা কাকা সমতা ফেরান। চ্যাম্পিয়ন্স লিগে কাকার এটি ৩০তম গোল। ব্রাজিলীয়দের মধ্যে ইউরোপীয় ক্লাব ফুটবলের সর্বোচ্চ এই আসরে কাকাই হলেন সর্বাধিক গোলদাতা।
কিন্তু তুরস্কের মিডফিল্ডার আরডা টুরিন ৪০ মিনিটে গোল করে স্বাগতিকদের আবারো এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে ৭১ মিনিটে রাওল গার্সিয়া এবং ৮৫ মিনিটে কোস্তা নিজের দ্বিতীয় গোল করলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে অ্যাটলেটিকো। বাসস/এএফপি