কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা গাজীপুরের কালীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে মেলায় অংশগ্রহণকারী শ্রেষ্ঠ নারী উদ্যোক্তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার উপজেলা মহিলা বিষয়ক অফিসার ফারহানা ইয়াসমিনের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল আহ্সান তালুকদার। বক্তব্য রাখেন- উপজেলা প্রকৌশলী মো. আমিনুর রহমান, প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. আবুল কালাম, কৃষি অফিসার মো. জসিম উদ্দিন, মত্স্য অফিসার মুহাম্মদ দেলোয়ার হোসাইন, শিক্ষা অফিসার আবু ইউসুফ খান ও যুব উন্নয়ন অফিসার শেখ নওশের আলী।
খালিয়াজুরিতে এমপি রেবেকা
মমিনকে সংবর্ধনা
খালিয়াজুরি (নেত্রকোনা) প্রতিনিধি জেলার খালিয়াজুরি উপজেলার শালদীঘা গোপাল গোপীনাথ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে গতকাল বুধবার নেত্রকোনা-৪ আসনের এমপি রেবেকা মমিনকে সংবর্ধনা প্রদান ও বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে এ উপলক্ষে সভায় বক্তব্য রাখেন- রেবেকা মমিন এমপি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার রায়, খালিয়াজুরি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান গোলাম কিবরিয়া জব্বার, নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান সামছুজ্জামান তালুকদার সোয়েব, সদর ইউপি চেয়ারম্যান গোলাম আবু ইসহাক, খালিয়াজুরী থানার ওসি আবুল কালাম আজাদ প্রমুখ।
শিক্ষা সপ্তাহ উপলক্ষে
মেহেরপুরে মেলা
মেহেরপুর প্রতিনিধি জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপনে মেহেরপুর শহীদ সামসুজ্জোহা পার্কে শিক্ষা উপকরণ মেলা ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। গতকাল বুধবার এ মেলার উদ্বোধন করেন মেহেরপুর জেলা প্রশাসক মাহমুদ হোসেন। সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস,এম,তৌফিকুজ্জামান। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহমুদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজ্বঃ) হেমায়েত হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানা ও সেভদি চিলড্রেনের এরিয়া ম্যানাজার ফারুক হোসেন। অনুষ্ঠান শেষে সেভদি চিলড্রেনের সহায়তায় বৃত্তিপ্রাপ্তদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার প্রদান করা হয় ।
রাণীশংকৈলের সেলিনা জাহান
লিটা মহিলা এমপি মনোনিত
রাণীশংকৈল (ঠাকুরগাও) সংবাদদাতা ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা পরিষদের পুনঃনির্বাচিত ভাইস চেয়ারম্যান ও মহিলা লীগ সভানেত্রী সেলিনা জাহান লিটা ১০ম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের জন্য আওয়ামী লীগ দলীয় চূড়ান্ত মনোনয়ন লাভ করায় রানীশংকৈলসহ সর্বস্তরের মানুষ তাকে অভিনন্দন জানায়। তিনি ১৯৭০ সালে রাণীশংকৈল পৌর শহরের পার্শ্ববর্তী সন্ধ্যারই গ্রামের এক ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মুক্তিযুদ্ধের সংগঠক, মরহুম আলী আকবর এমপি ও মাতা নূরন নেহার বেগম। তার স্বামী অধ্যাপক আনোয়ারুল ইসলাম বাংলাদেশ বেতার ও বিটিভির গীতিকার এবং দৈনিক ইত্তেফাক, দি নিউ নেশন ও দৈনিক লোকায়ন প্রতিনিধি।
বেগমগঞ্জে দুর্ধর্ষ
সন্ত্রাসী গ্রেফতার
চৌমুহনী(নোয়াখালী)সংবাদদাতা পুলিশ সূত্রে জানা যায়, বেগমগঞ্জ উপজেলার সন্ত্রাসকবলিত পশ্চিমাঞ্চলের দুর্ধর্ষ সন্ত্রাসী, বাসার বাহিনীর সেকেন্ড ইন কমান্ড বিএনপির ক্যাডার এনায়েতনগর গ্রামের নূরুল আমীনে ছেলে বাহার (২৭)কে অস্ত্রসহ বেগমগঞ্জ থানা পুলিশ সোমবার রাতে গ্রেফতার করে। গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জ থানা পুলিশ এনায়েতনগর নড়িয়ার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। একাধিক খুনসহ ১০ মামলার আসামি বিএনপির দুর্ধর্ষ অস্ত্রধারী ক্যাডার বাহার। এ ব্যাপারে বেগমগঞ্জ থানায় মামলা দায়ের হয়।
মহেশপুরে বিনামুল্যে প্রতিবন্ধী
শনাক্তকরণ ক্যাম্প
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা গতকাল বুধবার সকালে মহেশপুর উপজেলা সমাজসেবা অধিদপ্তর ও মানবাধিকার সংগঠন আরডিসির যৌথ উদ্যোগে মহেশপুর পৌরসভার সামনে পৌর এলাকার প্রতিবন্ধীদের নিয়ে এক প্রতিবন্ধী শনাক্তকরণ ক্যাম্প অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা জুলফিকার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত ক্যাম্পে রোগী শনাক্ত করেন মহেশপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্রের মেডিকেল অফিসার ডাঃ আব্দুস সালাম। উক্ত ক্যাম্প উপস্থিত ছিলেন আরডিসির নির্বাহী প্রধান জনাব আব্দুর রহমান, সাংবাদিক আব্দুস সেলিম, মহেশপুর পৌরসভার কাউন্সিলর তোতা মন্ডল রাবেয়া বেগম, সুফিয়া বেগম, হাশেম আলী প্রমুখ।
তৃণমূল পর্যায়ে নারীর ক্ষমতায়নে
ময়মনসিংহে মতবিনিময়
ময়মনসিংহ প্রতিনিধি তৃণমূল পর্যায়ে নারীর ক্ষমতায়নের মাধ্যমে স্থানীয় সরকার শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশ মহিলা পরিষদ মিডিয়া কর্মীদের সাথে মতবিনিময় সভা করেছে। গতকাল বুধবার মতবিনিময় সভায় নারী নেত্রী ফেরদৌস আরা মাহমুদা হেলেন-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাব সম্পাদক আতাউল করিম খোকন, নারী নেত্রী খোজেদা আক্তার নাজমা, জনা গোস্বামী, মনিরা বেগম অনু, সাজেদা বেগম সাজু, ফাহমিদা ইয়াসমীন রুনা, মহিলা কাউন্সিলর খোদেজা আক্তার, মহিলা ইউপি সদস্য রেখা রানী সাহা, সাংবাদিক বাবুল হোসেন, নিয়ামুল কবির সজল প্রমুখ। সভায় নারী ক্ষমতায়নের জন্য স্থানীয় ও জাতীয় পর্যায়ে নারীদের যথাযথ মূল্যায়ন করার দাবি জানানো হয়।
কাহারোলে পাঠাভ্যাস
উন্নয়ন কর্মশালা
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি দিনাজপুরের কাহারোল উপজেলায় গতকাল বুধবার দিনব্যাপী উপজেলা পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় উপজেলার সকল মাধ্যমিক ও মাদ্রাসার প্রধান শিক্ষক, লাইব্রেরিয়ান ও সংগঠকবৃন্দ উপস্থিত ছিলেন। পাঠাভ্যাস কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল ফয়সাল এর সভাপতিত্বে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি সম্পর্কে ধারণা দেন প্রধান অতিথি ড. মোঃ মোজাম্মেল হোসেন চৌধুরী ( ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর, সেকায়েপ প্রকল্প)। পাঠাভ্যাস গড়ে তোলায় শিক্ষকবৃন্দের ভূমিকা সম্পর্কে আলোচনা করেন দিনাজপুর জেলা শিক্ষা অফিসার মোঃ এনায়েত হোসেন প্রমুখ।
বানিয়াচঙ্গের হাওর এলাকায়
ব্র্যাকের সহায়তা কর্মসূচি
হবিগঞ্জ প্রতিনিধি বানিয়াচঙ্গের হাওর এলাকায় ব্র্যাকের মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচির অধীনে ৩১৪৮জন মহিলাকে আইন বিষয়ে সচেতন করা হয়েছে। সমাজের দরিদ্র ও অবহেলিত জনগণের মাঝে নারী নির্যাতন ও সহিংসতা হরাস এবং তাদের সামাজিক ও আইনগত ভাবে সচেতন করার লক্ষ্যে ব্র্যাক সমন্বিত উন্নয়ন কর্মসূচির অধীনে এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। গত এক বছরে উপজেলায় ব্র্যাকের ১০টি আইন সহায়তা কেন্দ্রের মাধ্যমে নারী নির্যাতন সংশি¬ষ্ট পারিবারিক বিষয়ে ৪৪০টি অভিযোগ রেজিস্ট্রি করা হয়। তন্মধ্যে বিকল্প বিরোধ নিস্পত্তির মাধ্যমে ২২৪টি অভিযোগ নিষ্পত্তি করা ছাড়াও ১১ লক্ষ ৯৫ হাজার ৫শ টাকা নগদ আদায় করে ক্ষতিগ্রস্থ পক্ষকে প্রদান করা হয়েছে। নারী নির্যাতন ও পারিবারিক বিষয়ে ১৯জন আইন সেবিকা ৮টি আইন সর্ম্পকে সচেতন করার জন্য গ্রামের নারীদের আইন বিষয়ে মৌলিক ধারণা দিচ্ছেন।
ব্রাহ্মণবাড়িয়ায় পার্থ প্রতিম
মজুমদারকে সম্মাননা প্রদান
মূকাভিনয় শিল্পী পার্থ প্রতিম মজুমদারকে ব্রাহ্মণবাড়িয়ায় সাহিত্য একাডেমী আজীবন সম্মাননা প্রদান করেছে। স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে সম্প্রতি তাঁকে সম্মাননা স্মারক দেন একাডেমীর সভাপতি কবি জয়দুল হোসেন। এসময় উপস্থিত ছিলেন চলচ্চিত্র নির্মাতা জা-নেছার ওসমান, ঢাকা ট্রিবিউনের ব্যবস্থাপক শাহীদান খুরশেদ, গ্রুপ থিয়েটার ফেডারেশনের অনুষ্ঠান সম্পাদক চন্দন রেজা, সাহিত্য একাডেমীর মানবর্দ্ধন পাল, মিজানুর রহমান, কল্লোল রায়, পরিমল ভৌমিক প্রমুথ। সম্মাননা গ্রহণের সময় স্যার পার্থ প্রতিম মজুমদার বলেন, আমি বাংলাদেশের পতাকা বিশ্ব দরবারে বহন করছি। আমি চাই এ প্রজন্মেও সবাই দেশের জন্য কাজ করে যাবে। -প্রেস বিজ্ঞপ্তি
ডিমলায় উপজেলা প্রশাসনের
মতবিনিময় সভা
ডিমলা (নীলফামারী) সংবাদদাতা নীলফামারীর ডিমলায় গতকাল বুধবার উপজেলা পরিষদ হলরুমে সেবাপ্রাপ্তির ক্ষেত্রে সরকারি কর্মকর্তাদের সাথে সিবিও নেত্রীদের মতবিনিময় অনুষ্ঠিত হয়। ডিমলার ৪টি ইউনিয়নের ২৩টি গ্রামে সিবিও সভা প্রধানরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। পল্লীশ্রী রি-কল প্রকল্পের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন সিবিও নেত্রী ফরিদা বেগম। এ সময় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী শ্যামা পদ ঘোষ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বোরহান রশিদ, ডিমলা থানার এসআই শরিফুল ইসলাম, পল্লীশ্রী রি-কল প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী পুরান চন্দ্র বর্মন প্রমুখ।
বিরামপুরে আশার স্বাস্থ্য
সচেতনতামূলক কর্মসূচি
বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা আশা-দিনাজপুর(বিরামপুর) জেলার বিরামপুর-২ ব্রাঞ্চের আওতায় দারিদ্র্যপীড়িত ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠিকে সচেতন করার লক্ষ্যে দেশব্যাপী আলোচনার অংশ হিসেবে সপ্তাহব্যাপী স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি পালিত হয়েছে। এ লক্ষ্যে বিষয়ের উপর আলোচনায় অংশ নেন বিরামপুর আঞ্চলিক ব্যবস্থাপক (আরএম) মোঃ আশরাউল হক, এ.এস.ই রাজকুমার বসাক, বিরামপুর-২ শাখা ব্যবস্থাপক মোঃ মাহফুজ আলী এবং সংশ্লিষ্ট শাখার ঋণ কর্মকর্তা মোঃ আইয়ুব আলী।
নিকলীতে বাল্যবিবাহ
রোধে বিষয়ক কর্মশালা
কিশোরগঞ্জ প্রতিনিধি বেসরকারি উন্নয়ন সংস্থা নারী উদ্যোগ কেন্দ্রের গার্ল পাওয়ার প্রজেক্টের উদ্যোগে ও প্ল্যান বাংলাদেশের সহযোগিতায় বাল্যবিবাহ বন্ধে সুশীল সমাজের ভূমিকা শীর্ষক এক কর্মশালা গতকাল বুধবার অনুষ্ঠিত হয়। ইউএনও মো. হাবীবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. ইকবাল হোসেন। বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার রানী, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা নূরুজ্জামান হাবীব, গার্ল পাওয়ার প্রজেক্টের টেকনিক্যাল অফিসার এফ এম সাইদুর রহমান প্রমুখ।
রানীনগরে স্বাস্থ্যবিষয়ক কর্মশালা
রানীনগর (নওগাঁ) সংবাদদাতা নওগাঁর রানীনগরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বেসরকারি এনজিও সংস্থা আশার স্বাস্থ্য সচেতনতা সপ্তাহ পালিত হয়েছে। গতকাল বুধবার আশার মহিলা সদস্য ও তার আশপাশের মহিলাদের মাঝে হাত ধোয়ার মাধ্যমে রোগ প্রতিরোধ বিষয়ে স্বাস্থ্য সচেতনতা ও নেতৃত্ব বিকাশ/দল উন্নয়ন প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। ভূমিহীন মহিলা সমিতির সদস্যদের মাঝে আলোচনা করেন আশার রানীনগর অঞ্চলের আর.এম.আব্দুল মালেক, আশার রানীনগর ১নং ব্র্যাঞ্চের ম্যানেজার নাহিদ হোসেন, ২নং ব্রাঞ্চের ম্যানেজার জিয়ানুর রহমান, সহকারী ম্যানেজার মনজুর হোসেন প্রমুখ।
পটুয়াখালীতে সুস্থ জীবনব্যবস্থা বিষয়ে সভা
পটুয়াখালী প্রতিনিধি সুস্থ জীবন ব্যবস্থা ও অসংক্রামক রোগবিষয়ক এক এ্যাডভোকেসি সভা গতকাল বুধবার অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডা. মোঃ নওশের আলীর সভাপতিত্বে সভায় 'শরীর সচল ও কর্মক্ষম রাখুন- সুস্থ থাকুন- অসংক্রামক রোগ প্রতিরোধ করুন'— প্রতিপাদ্য বিষয়ে বিস্তারিত আলোচনা করেন আশিক ট্রেড ইন্টারন্যাশনালের প্রতিনিধি বেগ আবদুল আলিম। বক্তব্য রাখেন সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. আবিদা সুলতানা ও সিনিয়র স্বাস্থ্যশিক্ষা কর্মকর্তা মেনহাজউদ্দিন প্রমুখ।
ধামরাইয়ে শিক্ষার্থীদের মাঝে
শিক্ষা উপকরণ বিতরণ
ধামরাই (ঢাকা) সংবাদদাতা গতকাল বুধবার ধামরাই উপজেলার কালামপুরে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত দু'শ' গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে বলে জানা গেছে। কালামপুর ভালুম আতাউর রহমান খান উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ইসলামী ব্যাংক লিঃ-এর আরডিএস প্রকল্পের সদস্যদের সন্তানদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয় বলে জানা যায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ জিয়াবুল আলম, এসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ, কালামপুর শাখা।
বিরামপুরে ল্যাম্বের অগ্রগতি
পর্যালোচনা কর্মশালা
বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা
রিভাইটালাইজেশন অব কমিউনিটি হেলথ কেয়ার ইনিসিয়েটিভস ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় কমিউনিটি ক্লিনিক কার্যক্রমকে অধিকতর বেগবান করার লক্ষ্যে ল্যাম্ব ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরি সহায়তায় কমিউনিটি গ্রুপকে শক্তিশালীকরণ কার্যক্রমের অর্ধ-বার্ষিক অগ্রগতি পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ ওয়াহেদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এসএম মনিরুজ্জামান আল-মাসউদ। বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার আব্দুল মতিন, পলিপ্রয়াগপুর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ফিজুল ও সুলতানা বেগম।
শেরপুরে জাতীয় পুরস্কারপ্রাপ্ত
শিক্ষিকাকে সংবর্ধনা
শেরপুর (বগুড়া) সংবাদদাতা বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি শেরপুর শাখা ও সকল প্রধান শিক্ষকের পক্ষে জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষিকা শাহনাজ বেগমকে সংর্বধনা দেয়া হয়েছে। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মাসুদ রানা, সহকারী শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, মাহবুবুর রহমান, আকতারা বানু খুশি, দুরুল হুদা, আব্দুস সবুর বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি শেরপুর শাখার সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক ছায়েদুজ্জামান প্রমুখ।
হবিগঞ্জে হাই-টেক পার্ক স্থাপন
সংক্রান্ত সেমিনার অনুষ্ঠিত
হবিগঞ্জ প্রতিনিধি হবিগঞ্জে হাই-টেক পার্ক স্থাপন সংক্রান্ত এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ শফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন। বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুলতান আলম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম, সহকারি কমিশনার মেহেদী হাসান, সহকারী কমিশনার শাহরিয়ার জামিল, প্রভাষক হাবিবুর রহমান, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী মমিন ও মোক্তার হোসেন বেনু, মোঃ আবিদউল্লা প্রমুখ।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ বলেছেন, 'ইঁদুর স্বভাবের কিছু নেতার কারণে সংসদ নির্বাচন প্রতিহতের আন্দোলন ঢাকায় সফল হয়নি।' আপনিও কি তাই মনে করেন?