The Daily Ittefaq
ঢাকা, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০১৪, ২৯ ফাল্গুন ১৪২০, ১১ জমা. আউয়াল ১৪৩৫
সর্বশেষ সংবাদ বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে কাল বিএনপির বিক্ষোভ | টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বধোন করলেন প্রধানমন্ত্রী | ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ | বিদ্যুতের দাম বাড়ল ৬.৬৯ শতাংশ, ১ মার্চ থেকে কার্যকর | রাজধানীতে ছয় তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে | আদালত অবমাননা : প্রথম আলোর সম্পাদক-প্রকাশক খালাস | খন্দকার মোশাররফ সরকারের চক্রান্তের শিকার : রিজভী

নারী দিবসে সাংবাদিক মাহমুদা চৌধুরীকে সম্মাননা জানালো কলমিলতা ট্রাস্ট

সারাদেশ বিনোদন ডেস্ক

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কলমিলতা ট্রাস্ট 'গণসংযোগ ও সৃজনশীলতায় নারী' শীর্ষক আলোচনা সভার আয়োজন করে। উক্ত সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও চলচ্চিত্র সমালোচক মাহমুদা চৌধুরী, নাট্যকার ও পরিচালক মামুনুর রশীদ, শিল্পী তরুণ ঘোষ এবং শিল্পী ইসরাত জাহান কাকন। অনুষ্ঠানে গণসংযোগ ও সৃজনশীলতায় অদম্য ভূমিকা রাখায় সাংবাদিক মাহমুদা চৌধুরীকে সম্মাননা জানানো হয়।

সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী যেমন নারী, শিশু, প্রবীণ ও প্রতিবন্ধীদের শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও সংস্কৃতির উন্নয়নে কর্মরত কলমিলতা ট্রাস্টের উদ্যোগে এবং মনোভূমি আর্ট স্পেস ও সোর্স-এর সার্বিক সহযোগিতায় গত ৮ মার্চ বিকাল ৫টায় কলমিলতা ট্রাস্ট সাহেরা ট্রপিক্যাল সেন্টার, ২১৮, এলিফ্যান্ট রোড, ঢাকায় এক আলোচনা সভার আয়োজন করা হয়।

সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন স্থানে কর্মরত নারীবৃন্দ উপস্থিত থেকে তাদের ভূমিকা, অধিকার ও করণীয়সমূহ মিডিয়ার মাধ্যমে সমাজের বিভিন্ন মহলে তুলে ধরেন।

font
অনলাইন জরিপ
আজকের প্রশ্ন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ বলেছেন, 'ইঁদুর স্বভাবের কিছু নেতার কারণে সংসদ নির্বাচন প্রতিহতের আন্দোলন ঢাকায় সফল হয়নি।' আপনিও কি তাই মনে করেন?
9 + 9 =  
ফলাফল
আজকের নামাজের সময়সূচী
আগষ্ট - ২
ফজর৪:০৫
যোহর১২:০৫
আসর৪:৪২
মাগরিব৬:৪৪
এশা৮:০৪
সূর্যোদয় - ৫:২৮সূর্যাস্ত - ০৬:৩৯
archive
বছর : মাস :
The Daily Ittefaq
ভারপ্রাপ্ত সম্পাদক: তাসমিমা হোসেন। উপদেষ্টা সম্পাদক হাবিবুর রহমান মিলন। ইত্তেফাক গ্রুপ অব পাবলিকেশন্স লিঃ-এর পক্ষে তারিন হোসেন কর্তৃক ৪০, কাওরান বাজার, ঢাকা-১২১৫ থেকে প্রকাশিত ও মুহিবুল আহসান কর্তৃক নিউ নেশন প্রিন্টিং প্রেস, কাজলারপাড়, ডেমরা রোড, ঢাকা-১২৩২ থেকে মুদ্রিত। কাওরান বাজার ফোন: পিএবিএক্স: ৭১২২৬৬০, ৮১৮৯৯৬০, বার্ত ফ্যাক্স: ৮১৮৯০১৭-৮, মফস্বল ফ্যাক্স : ৮১৮৯৩৮৪, বিজ্ঞাপন-ফোন: ৮১৮৯৯৭১, ৭১২২৬৬৪ ফ্যাক্স: ৮১৮৯৯৭২, e-mail: [email protected], সার্কুলেশন ফ্যাক্স: ৮১৮৯৯৭৩। www.ittefaq.com.bd, e-mail: [email protected]
Copyright The Daily Ittefaq © 2014 Developed By :