ইতালির গোলরক্ষক জিয়ানলুইজি বুফন জানিয়েছেন, ব্রাজিলের বিপক্ষে আজ বৃহস্পতিবার যখন প্রীতি ম্যাচ খেলবে তার দল সেই সময়ে তাদের অন্যতম লক্ষ্য থাকবে কনফেডারেশন কাপে খেলা।
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের সাথে নিরপেক্ষ ভেন্যু জেনেভায় অনুষ্ঠিত লড়াইটিকে গুরুত্বের সাথে দেখছেন জুভেন্তাসের এই গোলরক্ষক। তাছাড়া আগামী মঙ্গলবার বিশ্বকাপ ২০১৪'র বাছাইয়ে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি মুখোমুখি হবে মাল্টার। সব মিলিয়ে ইতালির জন্য গুরুত্বপূর্ণ দুটি ম্যাচই।
চলতি বছরের জুনে পরবর্তী বিশ্বকাপের আয়োজক ব্রাজিলেই বসছে কনফেডারেশন কাপের আসর। কনফেডারেশন কাপে স্বাগতিক ব্রাজিল ও ইতালি একই গ্রুপে রয়েছে। তাই হয়তো বুফনের এই বাড়তি সতর্কতা। ইতালির কোচ সিজার প্রানেডেল্লির পরিচালনা দক্ষতায় নবজীবন পেয়েছে ইতালি। আজ তিনি দারুণ ফর্মে থাকা তোরিনোর মিডফিল্ডার অ্যালেসসিও সেরসির অভিষেক করাতে পারেন। ইতালি গত বছর ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্পেনের কাছে বাজেভাবে হেরেছিল। নইলে টুর্নামেন্টটিতে ভাল খেলেছিলো আজ্জুরিরা। এই ম্যাচের জন্য কোচ এছাড়াও দলে রেখেছেন জেনোয়ার ডিফেন্ডার লুকা অ্যানটোনেল্লিকে। তিন বছর পর জাতীয় দলে ডাক পেলেন এই ফুটবলার। এসি মিলানের স্ট্রাইকার মারিও বালোতেল্লি এবং তার সতীর্থ স্টিফেন এল শারাউইকে প্রথম একাদশে দেখা যেতে পারে আজ। বালোতেল্লির সময়টা ভাল যাচ্ছে। জানুয়ারিতে ম্যানচেস্টার সিটি থেকে মিলানে এসে তিনি ছয় ম্যাচে সাত গোল করেছেন।
ক্লাব পর্যায়ে জুভেন্তাসের গোলরক্ষক বুফন। তিনিসহ এই ২৭ খেলোয়াড়ের দলটিতে অভিজ্ঞ কয়েকজন খেলোয়াড় রয়েছেন। দলটির মধ্যে আটজন হলেন জুভেন্তাসের খেলোয়াড়। গত মাসে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রীতি ম্যাচে ১-১ গোলে ড্র করেছিল ইতালি। সে ম্যাচে যোগ করা সময়ে গোল করে ম্যাচে সমতা এনেছিলেন প্যারিস সেন্ট জার্মেইনের মিডফিল্ডার মার্কো ভেরেত্তি। তাকে অবশ্য বাদ দেয়া হয়েছে। বুফন এ ম্যাচের প্রসঙ্গে বলেন, 'প্রীতি ম্যাচটি হতে পারে আমাদের জন্য ভাল পরীক্ষা। কনফেডারেশন কাপের প্রস্তুতি নেয়ার জন্য আমাদের হাতে তিন মাস সময় রয়েছে। আমরা এই ম্যাচটি জিততে চাই।' দ্বিতীয় দফায় ব্রাজিলের কোচ হয়েছেন লুইজ ফিলিপ স্কলারি। ২০১৪ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ব্রাজিলে। নিজেদের মাঠে বিশ্বকাপ ধরে রাখতে চাইবে স্বাগতিকরা। যদিও ফেরাটা মধুর হয়নি স্কলারির।
ওয়েম্বলিতে তার নেতৃত্বে ব্রাজিল স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ২-১ গোলে হেরে যায়। আজ তিনি ভাল ফলাফল চাইবেন নিশ্চয়। রোনালদিনহো স্কলারির ভবিষ্যত্ পরিকল্পনায় থাকতে পারেন। তবে তিনি তাকিয়ে থাকবেন স্ট্রাইকার নেইমার ও হাল্কের দিকে। ব্রাজিলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা বেশিরভাগ ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেন। মিডফিল্ডার রামিরেজ, অস্কার এবং সেন্টার ব্যাক ডেভিড লুইজ চেলসিতে খেলেন এবং গোলরক্ষক জুলিও সিজার রয়েছেন কুইন্স পার্ক রেঞ্জার্সে। উরুর মাংশপেশিতে ইনজুরিগ্রস্ত রামিরেজ আজ খেলতে না পারলেও আগামী সোমবার রাশিয়ার ম্যাচে ফিরতে পারেন।
সামনের দুই ম্যাচে ইতালির দলটিকে অনুপ্রাণিত করতে পারেন রোমার আইকন খেলোয়াড় ফ্রান্সেসকো টট্টি। সিরিএ তে ৩৬ বছর বয়সী এই খেলোয়াড় ভাল খেলছেন। -এএফপি