বানারীপাড়া সংবাদদাতা বানারীপাড়ায় 'নারীর প্রতি পারিবারিক নির্যাতন ও সহিংসতা আর নয়, আমরা ঐক্যবদ্ধ এই আমাদের দৃঢ় প্রত্যয়' প্রতিপাদ্য বিষয় নিয়ে তৃণমূল নারীনেত্রী নেটওয়ার্কের নবম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার উত্তর উপজেলা পরিষদ মিলনায়তনে নাগরিক উদ্যোগ আয়োজিত তৃণমূল নারীনেত্রী নেটওয়ার্কের সভাপতি সুরাইয়া সিমুর সভাপতিত্বে ও নারীনেত্রী মেরিনা পারভীনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ এ.জেড মোরশেদ আলী।
কুমিল্লা মেডিক্যাল কলেজে ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ
কুমিল্লা প্রতিনিধি কুমিল্লা মেডিক্যাল কলেজে ছাত্র কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহের উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. মোসলেহ উদ্দিন আহমেদ। গতকাল বুধবার সকালে কলেজ ক্যাম্পাসে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উক্ত কর্মসূচির প্রধান সমন্বয়ক ডা. মহসিনুজ্জামান চৌধুরী, জেলা বিএমএর সভাপতি ডা. গোলাম মহিউদ্দিন দীপু, জেলা স্বাচিপের সভাপতি ডা. মো. শহীদুল্লাহ।
আদমদীঘিতে মত্স্য ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন
আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা বগুড়ার আদমদীঘি উপজেলা ক্ষুদ্র মত্স্য ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন গত সোমবার অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় রফিকুল ইসলাম পুনরায় সভাপতি ও ক্যাশিয়ার পদে ফেরদৌস আলী নির্বাচিত হন। এছাড়া সদস্যদের গোপন ভোটের মাধ্যমে সাধারণ সম্পাদক পদে কোরবান আলী নির্বাচিত হয়েছেন।
মাগুরায় বিএনপির সাংবাদিক সম্মেলন
মাগুরা প্রতিনিধি মাগুরা জেলা বিএনপির উদ্যোগে গত মঙ্গলবার জেলা বিএনপি'র ইসলামপুর পাড়া কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জেলা বিএনপির সভাপতি কবীর মুরাদ, সম্পাদক আলী আহম্মদ, শ্রমিক দলের সভাপতি ইমদাদুর রহমানসহ ৩১ বিএনপি নেতাকর্মীর নামে পুলিশের দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাড. আহম্মদ হোসেন।
গৌরনদীতে দলিল লেখকদের সমাবেশ
গৌরনদী (বরিশাল) সংবাদদাতা দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকীকরণের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করাসহ ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ দলিল লেখক সমিতির আহবানে গত মঙ্গলবার দ্বিতীয় দফায় দুই ঘণ্টা কর্মবিরতি পালন করে সমাবেশ করে গৌরনদী উপজেলা দলিল লেখক সমিতি।
গাজীপুরে অপহূত স্কুল ছাত্রী কটিয়াদীতে উদ্ধার
কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা কিশোরগঞ্জের কটিয়াদী থানা পুলিশ মঙ্গলবার উপজেলার মসূয়া থেকে অপহূত স্কুল ছাত্রীকে উদ্ধার করেছে। ঘটনার সহিত জড়িত এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করে। পুলিশ জানায়, গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রীকে গত ১৭ মার্চ সকালে স্কুলের যাওয়ার পথে একদল দুর্বৃত্ত অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এ ব্যাপারে স্কুল ছাত্রীর পিতা মফিজ উদ্দিনের অভিযোগের ভিত্তিতে কটিয়াদী থানার এসআই মতিউর রহমান গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে স্কুল ছাত্রীকে উদ্ধার করে।
হরতালের ফাঁদে লালপুরের দেড় হাজার শিক্ষক
লালপুর (নাটোর) সংবাদদাতা বিরোধী দলের হরতালের ফাঁদে পড়ে এক সপ্তাহ ধরে ফেব্রুয়ারি মাসের বেতন তুলতে পারেননি লালপুর উপজেলার বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসার প্রায় দেড় হাজার শিক্ষক।
শিক্ষকরা জানান, ১২ মার্চ গত মাসের বেতন বিল জমা দেয়ার শেষ দিন ছিল। ঐ দিন হরতালের কারণে এমপিও সিট নির্ধারিত সোনালী ব্যাংকে আসেনি।
ফরিদপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
ফরিদপুর প্রতিনিধি ৩৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে মঙ্গলবার থেকে ফরিদপুরে তিনদিনের বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে। মঙ্গলবার বিকেলে ফরিদপুর জিলা স্কুল চত্বরে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক মইনউদ্দিন আহ্মদ। ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের সহযোগী অধ্যাপক জিএম আক্কাচ হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন পুলিশ সুপার জামিল হাসান, ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক কাজী জায়নুল আবেদীন প্রমুখ।
চাটখিল ছাত্রলীগের কমিটি
চাটখিল ও সোনাইমুড়ী (নোয়াখালী) সংবাদদাতা সোমবার সন্ধ্যায় উপজেলা ছাত্রলীগের আহবায়ক সালাহ্ উদ্দিন সুমনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের আহবায়ক বেলায়েত হোসেন, যুগ্ম আহবায়ক নওশাদুল করিম, ইমরুল চৌধুরী রাসেল, সভায় সর্ব সম্মতিক্রমে ৩নং পরকোট ইউনিয়নে সাব্বির হোসেন মুনাজ সভাপতি, কামরুল হাসান রুবেল সাধারণ সম্পাদক, রাকিব হোসেন মুন্নাকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
নাঙ্গলকোটে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা নাঙ্গলকোট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা গত মঙ্গলবার বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। বিদ্যালয পরিচালনা কমিটির সভাপতি এ কে এম মনিরুজ্জামান খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইদুল আরীফ।
মিয়ানমারে পাচারকালে ১০ লক্ষাধিক টাকার ওষুধ উদ্ধার
উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা উখিয়ার পালংখালী ইউনিয়নের ধামনখালী সীমান্ত দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় বিজিবি'র সদস্যরা ধাওয়া করে প্রায় ১০ লক্ষাধিক টাকার জীবন রক্ষাকারী ওষুধ উদ্ধার করেছে। এব্যাপারে সীমান্তের ২ জন চোরাচালানিকে আসামীকে উখিয়া থানায় একটি মামলা দায়েরকরা হয়েছে।
ফরিদপুরে বিএনপির মানববন্ধন
ফরিদপুর প্রতিনিধি ফরিদপুর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েলসহ কেন্দ্রীয় সকল নেতাকে অবিলম্বে মুক্তি দেয়ার দাবিতে শহরের মুজিব সড়কের প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি।
সৈয়দপুরের ক্ষুদ্র গার্মেন্টস মালিকদের নির্বাচন কাল
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা নীলফামারী জেলার বাণিজ্যিক শহর সৈয়দপুরে গড়ে ওঠা রপ্তানিমুখী ক্ষুদ্র গার্মেন্টস মালিক সমিতির নির্বাচন আগামীকাল ২২ মার্চ। এরমধ্যে সভাপতি পদে আকতার হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
বড়াইগ্রামে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী
বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা নাটোরের বড়াইগ্রাম মহিলা কলেজে গতকাল বুধবার জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। কলেজ পরিচালনা কমিটির সভাপতি রঞ্জিত্ কুমার কুণ্ডুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস।
মোরেলগঞ্জে যাত্রীবাহী বাস খাদে
মারেলগঞ্জ সংবাদদাতা বাগেরহাটের মোরেলগঞ্জ আঞ্চলিক মহাসড়কে গতকাল বুধবার সকালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রাবাহী বাস (খুলনা-ব-১০৩৮) খাদে পড়ে এক মুক্তিযোদ্ধা নিহত ও আহত হয়েছে কমপক্ষে ২৫ জন। নিহত মুক্তিযোদ্ধা আমিনুল ইসলামের (৫৮) বাড়ি রামচন্দ্রপুর ইউনিয়নের কচুবুনিয়া গ্রামের মৃত হাসেম আলীর পুত্র। তিনি হাসেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক।
লোহাগড়ায় ফেনসিডিলসহ ড্রাইভার আটক
লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা লোহাগড়ার কালনা ফেরিঘাটে ফেনসিডিলসহ ঈগল পরিবহনের ড্রাইভারকে আটক করেছে পুলিশ। জানা গেছে, গত মঙ্গলবার রাতে উপজেলার কালনা ঘাট এলাকায় অভিযান চালিয়ে লোহাগড়া থানার এসআই নয়ন পাটোয়ারীর নেতৃত্বে একদল পুলিশ নড়াইল-ঢাকাগামী ঈগল পরিবহনের চেয়ার কোস (ঢাকা মেট্রো ব ১৪-৬৫১৬) তল্লাশি করে ড্রাইভারের সিটের নিচ থেকে ১১৯ বোতল ফেনসিডিলসহ উপজেলার বাগডাংগা গ্রামে গোবিন্দ পোদ্দারের ছেলে ড্রাইভার মিলন পোদ্দারকে (৩৫) আটক করেছে।
কাপাসিয়ায় সেলাই মেশিন ও ঋণ বিতরণ
কাপাসিয়া সংবাদদাতা গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দুঃস্থদের মাঝে ১০টি সেলাই মেশিন ও নগদ ৩ লক্ষ টাকার ঋণ বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকালে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় জাতীয় সংসদ সদস্য সিমিন হোসেন রিমি প্রধান অতিথি ছিলেন।
মনোহরগঞ্জে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া গ্রামে পানিতে ডুবে দুই মেয়ে শিশুর মৃত্যু হয়েছে। জানা যায়, মঙ্গলবার মাদ্রাসা ছুটির পর বাড়ির পুকুর পাড়ে খেলতে গিয়ে তারা পানিতে পড়ে। অনেক খোঁজাখুঁজি করে তাদের না পাওয়া গেলে কিছুক্ষণ পর ঐ বাড়ির এক মহিলা একটি শিশুকে পুকুরে ভাসতে দেখলে তার চিত্কারে বাড়ির সবাই ছুটে এসে ভাসমান শিশুটিকে মৃত উদ্ধার করে এবং অপর শিশুকে অনেক খুঁজাখুঁজির পর পুকুরের তলদেশ থেকে উদ্ধার করে। নিহতরা হল উপজেলার নাথেরপেটুয়া গ্রামের মনির হোসেনের মেয়ে আঁখি আক্তার (৬) এবং একই বাড়ির মনির হোসেনের মেয়ে মুন্নি আক্তার (৬)।
পঞ্চগড়ে চাকরি নিয়মিতকরণের দাবিতে মানববন্ধন
পঞ্চগড় প্রতিনিধি পঞ্চগড়ে গণপূর্ত অধিদপ্তরের ৩০-৩২ বছর যাবত্ কর্মরত কার্যভিত্তিক কর্মচারীদের চাকরি নিয়মিতকরণের দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। গতকাল বুধবার সকাল ১১টায় গণপূর্ত অফিসের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করে। এ সময় পঞ্চগড় গণপূর্ত বিভাগের কর্মচারী ইউনিয়নের সভাপতি তজমল হক ও সাধারণ সম্পাদক রুস্তম আলী অবিলম্বে কার্যভিত্তিক কর্মচারীদের চাকরি নিয়মিতকরণের দাবি জানান।
মাধবপুরের সুরমাতে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত
মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা মাধবপুর উপজেলার উত্তর সুরমা মাঠে গতকাল সবজি ফসলে ডলোচুন প্রভাব শীর্ষক টমেটো চাষ প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মানিক করের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা কৃষি কর্মকর্তা আতিকুল হক। অন্যান্যের মধ্যে ডলোচুন প্রকল্পের মনিটরিং কর্মকর্তা ইমরান আহম্মেদ, সাংবাদিক শংকর পাল সুমন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ব্রজবাশী দেবনাথ,সাফাজ উদ্দিন, শিল্পী রানীনাথ, কৃষক অপু নাল ও রাসেল মিয়া প্রমুখ বক্তব্য রাখেন ।
ধামরাইয়ে অর্পিত সম্পত্তি উদ্ধার
ধামরাই সংবাদদাতা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলামের নির্দেশে ধামরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আলমগীর হোসেনের সহযোগিতায় সহকারী কমিশনার (ভূমি) রেহানা আক্তারের তত্ত্বাবধানে কাননগোর উপস্থিতিতে সার্ভেয়ার সরদার মো. জাহাঙ্গীর হোসেন গত ১৯ মার্চ ধামরাই থানা সংলগ্ন এলাকা এবং ধামরাই দক্ষিণপাড়া এলাকার মূল্যবান অর্পিত সম্পত্তি অবৈধ দখলমুক্ত করতে সক্ষম হয়েছেন বলে জানা গেছে।
আদিতমারীতে গ্রামীণ পণ্য প্রদর্শনী মেলা
আদিতমারী (লালমনিরহাট) সংবাদদাতা পিএফপি সিঁড়ি প্রকল্প ফেজ-২ এর ৩ দিনব্যাপী গ্রামীণ পণ্য প্রদর্শনী গত মঙ্গলবার উদ্বোধন করা হয়েছে। লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের গোবরধন স্পার বাঁধ এলাকায় অনুষ্ঠিত এ প্রদর্শনী মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মহিষখোচা ইউপি চেয়ারম্যান মোছাদ্দেক হোসেন চৌধুরী।
কারারচর মৌলভী তোফাজ্জল হোসেন উচ্চ বিদ্যালয়ে কর্মশালা
নরসিংদী প্রতিনিধি দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রদত্ত বিভিন্ন সুযোগ-সুবিধা এবং একীভূত শিক্ষা কার্যক্রম সর্ম্পকে এন জি ও এবং একীভূত শিক্ষার সাথে সম্পৃত্ত বিভিন্ন প্রতিনিধিদের সাথে এ্যাসিস্ট্যান্স ফর ব্লাইন্ড চিলড্রেন (এবিসি)'র আয়োজনে সাইটসেভার্স এর সহায়তায় শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নে অবস্থিত কারারচর মৌলভী তোফাজ্জল হোসেন উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এক কর্মশালা ১৯ মার্চ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান ভূঞা'র সভাপতিত্বে করেন।
নেত্রকোনার আটপাড়ায় আওয়ামী লীগের সম্মেলন
মদন (নেত্রকোনা) সংবাদদাতা সোমবার বিকেলে জেলার আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের বাউশা উচ্চ বিদ্যালয়ের মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ভোটারদের ভোটে সভাপতি মো. কফিল উদ্দিন ও সাধারণ সম্পাদক পদে মোঃ আরাধন মিয়া নির্বাচিত হন।
বানারীপাড়া সংবাদদাতা বানারীপাড়ার গাভা মাধ্যমিক বিদ্যালয়ের ১১৪তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় বিদ্যালয় মাঠে ম্যানেজিং কমিটির সভাপতি শহিদুল ইসলাম ও সহকারী শিক্ষক কে এম শফিকুল আলম জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোঃ মনিরুল ইসলাম মনি।