আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হতে সরকার নিজেদের পছন্দমত নির্বাচনী আসন পুনর্নির্ধারণের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আমাদের কাছে খবর আছে-সীমানা পুনর্নির্ধারণে সরকার নির্বাচন কমিশনের ওপর প্রভাব খাটাচ্ছে। ৮৭টি নির্বাচনী আসনের মধ্যে ১৭টি আগের অবস্থানে রাখার জন্য সরকার কমিশনকে চাপ দিচ্ছে। এ ব্যাপারে সতর্ক থাকার জন্য তিনি নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান। গতকাল বৃহস্পতিবার বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের যৌথসভা শেষে সাংবাদিক সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
উল্লেখ্য, গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন করে আইন-শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্রবাহিনীকে অন্তর্ভুক্তির জন্য বুধবার নির্বাচন কমিশনকে চিঠি দেয় বিএনপি। তবে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে গত নভেম্বর-ডিসেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসি সংলাপের আয়োজন করলেও বিএনপি তাতে অংশ নেয়নি। গত ১১ মার্চ নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে আটক করা ১৫১ জন নেতা-কর্মীকে রিমান্ডে নেয়ার সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, সরকার অন্যায়ভাবে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ভাংচুর করে নেতাদের গ্রেফতার করেছে। তাদের জামিন পর্যন্ত দেয়া হয়নি। ১৫১ জন নেতা-কর্মীকে ডান্ডাবেড়ি পরিয়ে আদালতে নেয়া হয়েছে। বিএনপি এর নিন্দা জানায়।
ঝিনাইদহের মহেশপুরে পুলিশের গুলিতে দু'জনের নিহতের ঘটনাসহ সমপ্রতি বিভিন্ন স্থানে 'গণহত্যার' ঘটনাবলী প্রকাশের জন্য গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, বিরোধী দল করলে কিংবা ভিন্নমত পোষণ করলে যদি পুলিশ গুলি করে মারে, তাহলে এদেশে বসবাস করাই কঠিন হয়ে পড়বে।
স্বাধীনতা দিবস উপলক্ষে দু'দিনের কর্মসূচি
আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দু'দিনের কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। কর্মসূচির মধ্যে রয়েছে- ২৫ মার্চ বিকালে রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে আলোচনা সভা এবং পরদিন ভোরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন ও সকাল ৮টায় শেরেবাংলা নগরে মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ। গতকাল নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বিএনপির যৌথসভায় এই কর্মসূচি নির্ধারণ করা হয়।
যৌথসভা ও সাংবাদিক সম্মেলনে বিএনপি নেতা শামসুজ্জামান দুদু, সালাহউদ্দিন আহমেদ, বরকতউল্লাহ বুলু, ফজলুল হক মিলন, খায়রুল কবীর খোকন, আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহিন, হাবিবুল ইসলাম হাবিব, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নুরী আরা সাফা ও শিরিন সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।