প্রথম পরীক্ষার দিন ১ ঘণ্টা আগে কেন্দ্রে পৌঁছে তোমার সিট খুঁজে নেবে। প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, কালো কলম, স্কেল আনতে ভুলবে না। হাতঘড়িও আনতে হবে। তবে মোবাইল আনা নিষেধ। কোনো বই বা নোটখাতা বা এর অংশ নিয়ে কেন্দ্রে ঢুকবে না।
দেখাদেখি করা, কথা বলা, অন্য কাগজ থেকে দেখে লেখা এসবই নকল করার পর্যায়ে পড়ে। তাই এগুলো থেকে বিরত থাকবে। তা ছাড়া তোমার আশপাশে কোনো কাগজ পেলে তা পরীক্ষা শুরুর আগেই বাইরে ফেলে দেবে।
খাতা হাতে পেয়ে প্রথমেই OMR ফরমটি পূরণ করবে। পরীক্ষার সাল, বোর্ড, পরীক্ষা, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড, ইত্যাদি ১ম অংশের তথ্যগুলো লিখবে ও বৃত্ত ভরাট করবে, ভুল হলে পরিদর্শককে জানাবে।
তোমার উত্তরপত্রে পরিদর্শক স্বাক্ষর করেছেন কি না তা দেখে নাও। তুমিও স্বাক্ষর লিপিতে স্বাক্ষর করবে।
প্রশ্নের মানবণ্টন ও সময় দেখে উত্তর লেখা শুরু করবে। কমন না পড়া প্রশ্নের উত্তর শেষে দেবে।
প্রশ্ন বোঝার ব্যাপারে পরীক্ষককে কিছু জিজ্ঞেস করবে না। এতে পরীক্ষক বিরক্ত হন। তবে অন্য কোন সমস্যা থাকলে তা জানাবে। যেমন- প্রশ্ন বা খাতার পাতা ছেঁড়া, বেঞ্চ নড়ে, কক্ষে আলো কম, বৃষ্টির পানি পড়ে ইত্যাদি। এ ছাড়া তোমার কোনো শারীরিক অসুস্থতা দেখা দিলে সাথে সাথে পরিদর্শককে জানাবে।
অতিরিক্ত খাতা নিলে এর নম্বরটি OMR অংশে ওঠাবে ও বৃত্ত ভরাট করবে। খাতা জমা দেয়ার পূর্বে অবশ্যই খাতা সেলাই করে নেবে। খাতা জমা দেয়ার পূর্বে রিভিশন দেবে। উত্তরপত্র পরিদর্শকের হাতে জমা দেবে।
পরীক্ষার হলে তোমার ভীতি সঞ্চার হতে পারে। কিন্তু লেখা শুরু করলে দেখবে তা কেটে গেছে। এজন্যই বসে থাকা যাবে না। অনবরত লিখতে হবে। পরীক্ষা শুরুর থেকে একঘণ্টা অতিবাহিত না হলে কেউ বাথরুমে যেতে পারবে না। বাথরুমে যেতে হলে কক্ষ পরিদর্শকের অনুমতি নিতে হবে এবং খাতা, প্রশ্নপত্র, কলম সবই বেঞ্চে রেখে যেতে হবে।
প্রশ্ন বিতরণের সময় থেকে দু ঘণ্টা অতিবাহিত না হলে কেউ কেন্দ্র ত্যাগ করতে পারবে না।
শারীরিক অসুস্থতা থাকলে আগেই তা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানাতে হবে।