উত্তর সংশ্লিষ্ট চিত্রটি সঠিকভাবে উপস্থাপন করাটা জরুরি
জীববিজ্ঞান দ্বিতীয়পত্র
অলোক কুমার মিস্ত্রী, প্রভাষক জীববিজ্ঞান বিভাগ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ, পিরোজপুর
প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল রাখতে হবে প্রাণিবিজ্ঞানে উত্তর সংশ্লিষ্ট চিত্রটি সঠিকভাবে উপস্থাপন করাটা অতীব জরুরি। বৈজ্ঞানিক নাম ও নামের নিচে আন্ডারলাইন টানা কিংবা উদ্দীপক বুঝে সঠিক উত্তর উপস্থাপন করা -এ বিষয়গুলো সতর্কতার সঙ্গে বিবেচনায় রাখতে হবে। ছকসহ পার্থক্য, শ্রেণিবিন্যাস ও চিত্রসংবলিত কোষের গঠন ও কাজ উল্লেখপূর্বক প্রশ্ন সঠিকভাবে উপস্থাপন করতে হবে। চিত্র আঁঁকার ক্ষেত্রে অতি যত্নশীল হতে হবে। সেইসাথে প্রাণিবিজ্ঞান বিষয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ অধ্যায়ের দিকে নজর দিতে হবে। মনে রাখতে হবে পরিমিত ও গ্রহণযোগ্য সৃজনশীল ও বহুনির্বাচনী প্রশ্ন অধ্যয়ন করলে সঠিক লক্ষ্যে পৌঁছানো যায়। ২০১৪ সালের এইচএসসি পরীক্ষায় গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো উপস্থাপন করছি। অতীব গুরুত্বপূর্ণ অধ্যায় ২ প্রাণিকোষ, অধ্যায় ৩ গ্যামেটোজেনেসিস, অধ্যায় ৪ জীনতত্ত্ব, অধ্যায় ৭ পরিচ্ছেদ-১,২,৩ (ম্যালেরিয়া পরজীবী, হাইড্রা ও তেলাপোকা), অধ্যায় ৮ পরিচ্ছেদ-২,৩, ৫,৮,৯ (পৌষ্টিকতন্ত্র, রক্ত ও রক্তসংবহনতন্ত্র, রেচনতন্ত্র, মানবদেহের গ্রন্থি ও প্রজননতন্ত্র), অধ্যায় ৯ প্রাণিভূগোল, অধ্যায় ১০ পরিচ্ছেদ-১,২( বাস্তুতন্ত্র ও পরিবেশ বিপর্যয়), অধ্যায় ১১ অর্থনৈতিক প্রাণিবিদ্যা, অধ্যায় ১২ জৈব প্রযুক্তি ও জীন প্রকৌশল ।