খ—বিভাগ — এখানে ৭টি প্রশ্ন থাকবে যে—কোন ৪টি প্রশ্নের উত্তর দিতে হবে। এক্ষেত্রে জাবেদা, রেওয়ামিল, সমন্বয় জাবেদা, ব্যাংক সমন্বয় বিবরণী ও একতরফা দাখিলা পদ্ধতি অধ্যায়গুলো ভালোভাবে আয়ত্ত করতে হবে। প্রতিটি অধ্যায়ের মুল বিষয়গুলো যথাযথভাবে পর্যালোচনা করে যাবে। প্রশ্নে জাবেদার কারণ লেখার কথা উল্লেখ থাকলে কারণ লিখতে হবে, উল্লেখ না থাকলে লেখার প্রয়োজন নাই।
হিসাব বিজ্ঞান (২য়পত্র)
হিসাববিজ্ঞান দ্বিতীয়পত্রের ক্ষেত্রে কোন বিষয়গুলো গুরুত্ব দিতে হবে তা নিম্নে আলোচনা করা হলো।
কোম্পানির চূড়ান্ত হিসাব অঙ্কগুলোর ক্ষেত্রে ঋণপত্রের সুদ, বিনিয়োগের সুদ, মূলধনের সুদ নির্ণয়ের ক্ষেত্রে তারিখের উপর বিশেষ করে দৃষ্টি দিবে। কেননা উল্লেখিত তারিখের ভিন্নতার ক্ষেত্রে সুদের পরিমাণ ভিন্ন হয়ে থাকে। তাছাড়াও নতুন কুঋণ সঞ্চিতি এবং দেনাদার বাট্টা সঞ্চিতি নির্ণয়ের সমন্বয়গুলো বেশি করে অনুশীলন করবে। অন্যদিকে ঘোষণাকৃত লভ্যাংশ নির্ণয়ের ক্ষেত্রে অনাদায়ী তলব রেওয়ামিলে আছে কিনা তা খেয়াল করবে।
কোম্পানির হিসাব শেয়ার ও ঋণপত্র বিলিকরণ অঙ্কগুলো করার ক্ষেত্রে বকেয়া তলব এবং অগ্রিম তলবের অর্থের পরিমাণ নির্ণয়ের সময় শেয়ার সংখ্যার প্রতি নজর রাখবে।
অংশীদারি ব্যবসায়ের হিসাব অঙ্কগুলোর ক্ষেত্রে এই বত্সরের জন্য লাভ লোকসান সমন্বয় হিসাব তৈরীকরণ এবং অংশীদারগণের সমন্বিত মূলধন হিসাব তৈরি করণের অঙ্কগুলো বেশী গুরুত্বপূর্ণ। মনে রাখবে হিসাব বিজ্ঞানের যে কোন অংকের ক্ষেত্রে পূর্ণ নম্বর নিশ্চিত করার ক্ষেত্রে প্রয়োজনীয় কার্যপত্র খুবই গুরুত্বপূর্ণ। হস্তান্তরযোগ্য ঋণ দলিল এবং তথ্যাবলী প্রতিষ্ঠানের হিসাব অঙ্কগুলো সহ সব অঙ্কের ক্ষেত্রেই খাতায় পরিচ্ছন্নতা বজায় রাখবে এবং কাটাকাটি পরিহার করবে।