জ্যোতিভূষণ বিশ্বাস প্রভাষক, পদার্থবিজ্ঞান রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পদার্থবিজ্ঞান দ্বিতীয়পত্রে মোট অধ্যায় আছে ১৫টি। এটিকে প্রথমে তিনটি ভাগে ভাগ করবে। প্রথম অংশ- বিদ্যুত্ ও চৌম্বক বিজ্ঞান এর মধ্যে অধ্যায় আছে (১-৬), দ্বিতীয় অংশ আলোক বিজ্ঞান এর মধ্যে অধ্যায় আছে (৭-১১), তৃতীয় অংশ আধুনিক পদার্থবিজ্ঞান এর মধ্যে অধ্যায় আছে (১২-১৫)। সৃজনশীল প্রশ্নে মোট নম্বর ৪০, প্রশ্ন থাকবে ৬টি, উত্তর করতে হবে ৪টির (৪–১০=৪০)। প্রতিটি অংশ থেকেই সৃজনশীল প্রশ্ন থাকবে। তাই প্রতিটি অংশ থেকে কমপক্ষে ২টি করে সৃজনশীল প্রশ্ন থাকবে। তাই কখনও কখনও ভাববে না যে প্রথম থেকে ১০টি অধ্যায় পড়লেই ৪টি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে পারবে। সৃজনশীল প্রশ্নের গ ও ঘ অংশে সাধারণত গাণিতিক টার্ম বেশি থাকবে, তাই এগুলো সাবধানে সমাধান করবে। যেখানে যে এককগুলো প্রযোজ্য সেখানে সে এককগুলো লিখবে। দ্বিতীয় পত্রে বিদ্যুত্ ও আলোক বিজ্ঞানে তীর চিহ্নগুলো অবশ্যই দিবে এটা যেন ভুল না হয়। আর নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তর করতে গেলে সঠিক উত্তরটি বিবেচনা করবে, প্রয়োজনে বার বার পড়বে। মূল বইয়ের মধ্যে বিভিন্ন সূত্র ও ধ্রুবকগুলো মুখস্থ করে নিবে এবং গাণিতিক প্রশ্নের উত্তরগুলো সমাধান করার চেষ্টা করবে। সাফল্য ও ব্যর্থতা—দুটোই তোমার হাতে, যত সুন্দর ও ধৈর্যসহকারে পড়বে ততই সফলতা বয়ে আনবে, আর না পড়লে ব্যর্থতা তোমারই। ভাল ফলাফলের পূর্বশর্ত হলো ভালো লেখাপড়া। পদার্থবিজ্ঞান দ্বিতীয়পত্রের চিত্রগুলো খুব সুন্দরভাবে উপস্থাপন করবে।