প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ব্যবসায় নীতি ও প্রয়োগ বিষয় পূর্বে লেটার মার্ক বা ৮০ নম্বরের উপরে পাওয়া কিছুটা দুস্কর হলেও বর্তমানে সৃজনশীলতার বদৌলতে এই বিষয়ে খুব সহজেই ৮০ নম্বরের উপরে বা A+ পাওয়া সম্ভব। তবে অবশ্যই উত্তরের ধারাবাহিকতা দিকে নজর রাখতে হবে। উত্তরের ধারাবাহিকতা বলতে অনুধাবন স্তরের দুটি প্যারা ,প্রয়োগ স্তরের তিনটি প্যারা এবং উচ্চতর দক্ষতা স্তরের ৪টি প্যারা পর পর ধারাবাহিক ভাবে লিখতে হবে। যদিও প্যারা করা বাধ্যতামূলক করা হয়নি তবুও ছাত্র-ছাত্রীরা তাদের পুরো নম্বর পাওয়ার সুবিধার্থে অবশ্যই প্যারা করে লিখতে হবে। আর জ্ঞানমূলক প্রশ্নের উত্তর অবশ্যই এক কথায় বা এক প্যারায় সংক্ষেপে লিখতে হবে। অর্থাত্, 'নতুবা' 'যেহেত'ু 'সেহেত'ু এইসব শব্দ জ্ঞানমূলক উত্তরে ব্যবহার করা যাবে না। দৃশ্যকল্পের গ এবং ঘ নং প্রশ্নের উত্তর পুরোপুরি উদ্দীপক নির্ভর। তাই গ ও ঘ নং প্রশ্নের জ্ঞানমূলক উত্তর সঠিকভাবে বের করতে পারলে অনায়াসে তোমরা বাকী স্তরগুলো উপস্থাপন করতে পারবে। তবে এর জন্য তোমাদেরকে পাঠ্যবইয়ের প্রতি অধ্যায়ের অতি প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক উত্তরসমূহ বের করে ভালোভাবে পড়ে নিতে হবে। কারণ জ্ঞানমূলক উত্তরের বিভিন্ন উপাদান দিয়ে কল্পিত দৃশ্যকল্প তৈরী করা হয়। যা থেকে আবার তোমাদেরকে উত্তর বের করতে বলা হয়। যা মূলত জ্ঞানমূলক উত্তর। কারণ উদ্দীপক তৈরীর সময় মৌলিক তথ্যবহুল ও গ্রহনযোগ্য জ্ঞানমূলক প্রশ্ন দিয়ে উদ্দীপক তৈরী করা হয়। বাকী স্তরগুলোর উত্তর শিক্ষকের শ্রেণিকক্ষের পর্যালোচনা, তোমাদের পঠিত জ্ঞান এবং বাস্তবতার আলোকে উপস্থাপন করলেই চলবে।
উদ্দীপকের প্রশ্নের প্রয়োগ স্তরে অর্থাত্ গ নং প্রশ্নে সরাসরি জ্ঞানমূলক উত্তর চাওয়া হলেও উচ্চতর দক্ষতা স্তরে অর্থ্যাত্ ঘ নং প্রশ্নে প্রায় ক্ষেত্রে সরাসরি জ্ঞানমূলক উত্তর চাওয়া হয় না। তাই এই ক্ষেত্রে দৃশ্যকল্পের আলোকে জ্ঞানমূলক উত্তর সৃষ্টি করে নিতে হয়। যেমন ঘ নং প্রশ্নে প্রায় বলা হয় .......এটি মূল্যায়ন কর, যুক্তি উপস্থাপন কর, এটি যৌক্তিক না অযৌক্তিক, এটি কি ইতিবাচক না নেতিবাচক, হ্যাঁ অথবা না এই ধরনের প্রশ্নের উত্তর চাওয়া হয়। এখানে কিন্তু সরাসরি কোন জ্ঞানমূলক উত্তর আসে না। যেমন এটি যৌক্তিক বা এটি অযৌক্তিক,এটি ইতিবাচক বা এটি নেতিবাচক এভাবে জ্ঞানমূলক উত্তর দেওয়া ঠিক হবে না। এইসব শব্দগুলোর বিপরীতে নিশ্চয় কোন না কোন যুক্তি রয়েছে। আর এই সব যুক্তিগুলো সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করাটাই হলো জ্ঞানমূলক উত্তর। তাই হ্যাঁ বা না এই ধরনের জ্ঞানমূলকের স্তরের উত্তর না দেওয়াই ভালো। তাছাড়া এভাবে উত্তর দেওয়া হলে পরবর্তিতে বাকী স্তর গুলোর উত্তর সাজানো অপরিপক্ক হয়। আর বহুনির্বাচনি প্রশ্নের উত্তরের জন্য পাঠ্যবইয়ের প্রতিটি অধ্যায় ভালোভাবে মনোযোগ দিয়ে পড়তে হবে। যা তোমরা অনেক আগেই শেষ করেছ। বহুনির্বাচনিতে সাধারণ বহু নির্বাচনি প্রশ্নে জ্ঞান স্তরের প্রশ্ন থাকে বেশি। যার সংখ্যা মোট বহুনির্বাচনি সংখ্যার ৪০% যা তোমরা সহজেই উত্তর দিতে পারবে। বহুপদি সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নগুলো তুলনামূলক কঠিন। কারণ এখানে এক বা একাধিক সঠিক উত্তর থাকবে। তাই এই অংশের প্রতি একটু বেশি নজর দিতে হবে। অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নে একটি উদ্দীপক দেওয়া থাকবে। এখানে অনুধাবন প্রয়োগ ও উচ্চতর দক্ষতা স্তরের প্রশ্ন থেকে যে কোন দুটি প্রশ্ন থাকবে। যা সৃজনশীল অংশের মতই উত্তর বের করতে হবে।