বাংলাদেশ এবং ওমান আজ এশিয়ান গেমস হকির বাছাইয়ের ফাইনালে মুখোমুখি হবে। দক্ষিণ কোরিয়ার ইনচিয়নে অনুষ্ঠেয় এশিয়ান গেমস হকির চূড়ান্ত পর্বে খেলা আগেই নিশ্চিত বাংলাদেশ গতকাল স্থান নির্ধারণী ম্যাচে পেনাল্টি শুটআউটে ৩-০ গোলে শ্রীলংকাকে হারিয়ে বাছাইয়ের ফাইনালে ওঠে।
এখন স্বাগতিকদের লক্ষ্য এতে চ্যাম্পিয়ন হওয়া। আজ বিকাল সোয়া ৩টায় ফাইনাল খেলা সম্প্রচার করবে এটিএনবাংলা।
মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলাটি নির্ধারিত সময়ে ২-২ গোলে অমীমাংসিত থাকে। শুটআউটে বাংলাদেশকে জয় এনে দেন গোলকিপার অসীম গোপ। তিনি শ্রীলংকান খেলোয়াড়দের গোল করার কোনো সুযোগই দেননি। ২০০৫ সালে শুরু হওয়া আন্তর্জাতিক হকির নিয়মে শুটআউট পদ্ধতি এবারই প্রথম বাংলাদেশে প্রয়োগ করা হলো।
হকি দর্শকরা দেখলেন নতুন নিয়মে কিভাবে শুটআউটের মাধ্যমে গোল করতে হয়। ২৫ গজের সার্কেলের লাইন থেকে বল নিয়ে গোলকিপারকে কাটিয়ে গোল করতে হবে। এর জন্য সময় দেয়া থাকবে ৮ সেকেন্ড। পালাক্রমে শুটআউট হলে বাংলাদেশের সাব্বির রানা, কৃষ্ণা শ্রীলংকান গোলকিপারকে কাটিয়ে গোল করেন। কৌশিক শ্রীলংকান গোলকিপার পরাবধকে কাটিয়ে ফাঁকা পোস্টে মারার আগে গ্যালারি শো করতে গিয়ে গোল করতে পারেননি। সারোয়ার এসে তৃতীয় গোল করেন।
শ্রীলংকান খেলোয়াড়রা একটি গোলও করতে পারেননি। বল আটকে দিয়েছেন বাংলাদেশের গোলকিপার অসীম। শ্রীলংকাকে হার মানতে হয় বাংলাদেশের গোলরক্ষকের কাছে। শ্রীলংকার ফাইনালের স্বপ্ন ভেঙ্গে দিয়ে অসীম হন ম্যাচ সেরা। শুটআউটে এতো ভালো খেলা প্রসঙ্গে অসীম গোপ বলেন, 'আমার সামনে কোনো অপশন ছিল না। বল ঠেকাতে হবে। এটাই ছিল লক্ষ্য। জীবনে প্রথম বার ম্যাচ সেরা পুরস্কার পেয়ে ভালোই লাগছে।'
স্বাগতিকরাও শ্রীলংকার বিরুদ্ধে নির্ধারিত সময়ে প্রত্যাশিত খেলা খেলতে পারেনি। তাদের খেলা দেখতে স্টেডিয়ামে আসা দর্শকরা হতাশ হয়েছেন। আগের তিন ম্যাচে বাংলাদেশের চয়ন, কৃষ্ণা, সারোয়ার, শিটুল, বেলাল, মিমো, তাপসরা ভালো খেলেছেন। কিন্তু কাল তারা যে খেলাটা খেলেছেন, ম্যাচ শেষে জয়ের আনন্দের পাশাপাশি অশনি সংকেতও ছিল। কোরিয়ায় বড় দলের বিরুদ্ধে এই খেলোয়াড়রা লেজেগোবরে করে ফেলেন কিনা এমন আতঙ্ক রয়েছে। বাজে খেলার কারণ ব্যাখ্যা না করলেও দলের পাকিস্তানী কোচ নাভিদ আলম এর ব্যাখ্যায় বলেন, 'ফরোয়ার্ড লাইনে কেউ গোল করতে পারলে ম্যাচটার অবস্থা এমন হতো না।'
খেলার ২১ মিনিটে বাংলাদেশ ০-১ গোলে পিছিয়ে থাকার পর ৪৩ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে মিমো গোল করে সমতা আনেন ১-১। ৬১ মিনিটে জাতীয় দলে নতুন সুযোগ পাওয়া খেলোয়াড় রকি দলকে এগিয়ে দিয়ে ম্যাচ জয়ের স্বপ্ন দেখান বাংলাদেশকে ২-১। কিন্তু ভাগ্যে না থাকলে যা হয়। ম্যাচ শেষ হওয়ার সাত মিনিট আগে শ্রীলংকার আক্রমণ ঠেকাতে পারেনি বাংলাদেশ। তাতে পেনাল্টি স্ট্রোক পায় শ্রীলংকা। আর তা থেকে গোল করে হার বাঁচিয়ে ম্যাচটা ড্র করান লাহিরু গিয়ান ২-২।
ওমানের বিরুদ্ধে ম্যাচ জয়ের ব্যাপারে কোচ নাভিদ আলম জানিয়েছেন 'ডু অর ডাই' ম্যাচ হবে আজ। বাংলাদেশের বিরুদ্ধে ইরান ১০ বার খেলেছে। তাতে বাংলাদেশ পাঁচবার জিতেছে, তিনটি হয়েছে ড্র। এছাড়া দুটিতে পরাস্ত হয় বাংলাদেশ দল। গতকাল হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত অন্যান্য ম্যাচে চায়নীজ তাইপে ৬-২ গোলে হংকং চায়নাকে, ইরান ৭-১ গোলে কাতারকে, ওমান ৪-০ গোলে সিঙ্গাপুরকে হারায়।