জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষাবাংলা দ্বিতীয়পত্র
মোস্তাফিজুর রহমান লিটন,সিনিয়র শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূরমোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
অধ্যায় : শব্দ ও পদ
বচন নমুনা প্রশ্ন ও উত্তর
১। বচন অর্থ কী ?
ক) ক্রমের ধারণা খ) গণনার ধারণা
গ) পরিমাণের ধারণা সংখ্যার ধারণা
২। ব্যাকরণে কোন কোন পদের সংক্যাগত ধারণ প্রকাশের উপায়কে বচন বলে ?
বিশেষ্য এবং সর্বনাম পদ
খ) সর্বনাম এবং ক্রিয়া পদ
গ) বিশেষ্য এবং বিশেষণ পদ
ঘ) সর্বনাম এবং বিশেষণ পদ
৩। 'বচন' কয় প্রকার ?
দুই প্রকার খ) তিন প্রকার
গ) চার প্রকার ঘ) পাঁচ প্রকার
৪। যা দিয়ে ব্যকরণে সংখ্যা বোঝায় তাকে কী বলে ?
ক) প্রকতি খ) প্রত্যয়
বচন ঘ) বিভক্তি
৫। 'বচন' ব্যাবরণের কী জাতীয় শব্দ ?
ক) তত্সম খ) দেশি
গ) বিদেশী পারিভাষিক
৬। কোন ক্ষেত্রে ক্রিয়া বিভক্তির পার্থক্য দেখা যায় না ?
বচনভেদে খ) কালভেদে
গ) বাচ্যভেদে ঘ) পুরুষভেদে
৭। বহুবচন করতে কোনটি প্রাণিবাচক এবং অপ্রাণিবাচক শব্দে ব্যবহূত হয় ?
ক) রাজি সকল
গ) মালা ঘ) আবলি
৮। পদের সঙ্গে কোনো কিছুর যোগ না করে একবচন বোঝানো হয়েছে কোন পদে ?
ক) খেলোয়াড় খ) ছাত্র
গ) গাছ সবগুলোই
৯। পদের পূর্বে এক, একটি, একটা, একজন ইত্যাদি শব্দ যোগ করে একবচন নির্দেশ করা যায়।- এর উদাহরণ কোনটি ?
ক) একজন লোক খ) একটি বই
গ) একজন শিক্ষক সবগুলোই
১০। কোনটি সঠিক বহুবচন ?
লাঠিগাছা খ) ফুলদল
গ) ঘটনাবলি ঘ) তরুশ্রেণি
১১। কোটি বিশেষ্যের একবচন নির্দেশ করে ?
ক) গুলি খ) পাল টি ঘ) রা
১২। কেবল অপ্রাণিবাচক বহুবচনের প্রত্যয় কোনটি ?
ক) সমাজ খ) কুল
গ) মালা ঘ) মন্ডল
১৩। অপ্রাণি বা ইতর প্রাণিবাচক শব্দের বহুবচনে কোন বিভক্তি যুক্ত হয় না ?
ক) গুলি খ) পাল গ) টি রা
১৪। অনেক সময় বিশেষ্য ও বিশেষণ পদের দ্বিত্ব প্রয়োগে কী সাধিত হয় ?
বহুবচন খ) সন্ধি
গ) লিঙ্গ ঘ) সবকয়টি
১৫। কোন বহুবচন-বোধক শব্দগুলো কেবল অপ্রাণিবাচক শব্দে ব্যবহূত হয় ?
ক) বর্গ, বৃন্দ, মালা
খ) কুল, নিচয়, সকল
আবলি, পুঞ্জ, রাশি
ঘ) কুল, সমূহ, বুন্দ
১৬। 'কমল' শব্দটির শেষে কোন বহুবচনবোধক শব্দটি বসবে ?
ক) নিয়ে খ) দাম গ) রাজি নিকর
১৭। 'ইতর' প্রাণিবাচক শব্দের বহুবচনে কী যুক্ত হবে ?
গুলো খ) রাশি গ) রা ঘ) এবং
১৮। 'পাখি' শব্দটির শেষে কোন বহুবচনবোধের শব্দটি বসবে ?
ক) ফুল খ) নিকর সব ঘ) মালা
১৯। 'বৃন্দ' প্রতীকটির সঠিক প্রয়োগ হবে কোন শব্দে ?
ক) সময় খ) ঘড়ি গ) টাকা ছাত্রী
২০। কোন রীতির বহুবচনে রা, এরা, গুলো এসব প্রত্যয় হয় ?
চলিত রীতির বহুবচনে খ) বহুবচনে
গ) একবচনে ঘ) সবকয়টি
২১। কোনটি প্রাণি এবং অপ্রাণিবাচক শব্দে ব্যবহূত হয় ?
ক) টাকা খ) দাম সমূহ ঘ) নিচয়
২২। পুঞ্জ, মালা, রাজি, রাশি, নিকর কোন বাচক শব্দে ব্যবহূত হয় ?
ক) উন্নত প্রাণিবাচক খ) প্রাণি বাচক
অপ্রাণিবাচক ঘ) ইতর প্রাণিবাচক
২৩। কেনগুলো একবচন নির্দেশ করতে ব্যবহূত হয় ?
ক) মালা, রাজি খানা, খানি
গ) দের, গুলো ঘ) সকল, সব
২৪। এক শব্দ দুবার ব্যবহার করে কী বোঝানো হয়?
ক) একবচন বহুবচন
গ) উপসর্গ ঘ) প্রত্যয়
২৫। কেবল অপ্রাণিবাচক শব্দের বহুবচন বোঝাতে কোনগুলো ব্যবহূত হয় ?
ক) মণ্ডলী, আবলি, সব
নিকর, পুঞ্জ, দাম, মালা, রাজি
গ) কুল, নিচয়, সমূহ
ঘ) গণ, বৃন্দ, বর্গ
২৬। জন্তুর ক্ষেত্রে ব্যবহূত বহুবচনবোধক শব্দ কোন গুলো ?
পাল, যূথ খ) গণ, বর্গ
গ) দুচ্ছ, পুঞ্জ ঘ) সমূহ, সকল
২৭। বহুবচনে কয়টি সংখ্যা নির্দেশ
করে ?
ক) পাঁচটি খ) ছয়টি
একাধিক ঘ) একটি
২৮। অপ্রাণি বা ইতর প্রাণিবাচক বহুবচনে কোনটি যুক্ত হয় ?
ক) দের গুলি গ) দিগের ঘ) রা
২৯। পদের শেষে বহুত্বজ্ঞাপক বিভক্তি বা প্রত্যয় যোগ করে বহুবচন কোঝানো যায়।— এর উদাহরন কোনটি ?
ছাত্ররা খ) ধনরাজি
গ) বীরবৃন্দ ঘ) তরঙ্গমালা
৩০। বহুত্বজ্ঞাপক বা সমষ্টিবাচক পদ বিশেষণরূপে শব্দের পূর্বে বসিয়ে বহুবচন করা হয়েছে কোন শব্দে ?
ক) জলরাশি খ) সুধীমণ্ডলী
কত বই ঘ) রচনাবলি
৩১। কোনটি সঠিক বহুবচনবোধক শব্দের উদাহরণ ?
ক) পক্ষীবৃন্দ খ) জলরাশি
গ) মনুষ্যযুথ তরঙ্গমালা
৩২। বহুবচন প্রকাশে কোন সমষ্টিবাচক শব্দটি ব্যবহূত হয় ?
আবলি খ) খানা গ) টি ঘ) রা
৩৪। 'গ্রন্থ' শব্দের সঠিক বহুবচন কোনটি ?
ক) রচনাবলি গ্রন্থাবলি
গ) গ্রন্থমালা ঘ) গ্রন্থরাজি
৩৫। 'রচনা' শব্দটির বহুবচন কোনটি ?
রচনাবলি খ) রচনাবৃন্দ
গ) রচনাসকল ঘ) রচনারাজি
২০৭। 'দেব' শব্দের সঠিক বহুবচন কোনটি ?
ক) দেবশ্রেণি খ) দেবদল
গ) দেবপাল দেবগণ
৩৬। কোনটি সঠিক বহুবচন ?
ক) ছাত্রাবলি খ) ছাত্রগুলো
সবছাত্র ঘ) ছাত্রমালা
৩৭। কোনটি সঠিক বহুবচন ?
ক) পুষ্পরাশি খ) পাখিপাল
গ) কেশমালা বন্ধুবর্গ
|
|
|
|
|
|
অনলাইন জরিপ আজকের প্রশ্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 'জঙ্গিবাদে বিশ্বাসীদের কোনো ধর্ম নেই, সীমানা নেই।' আপনি কি তার সাথে একমত? ফলাফল
আজকের নামাজের সময়সূচী নভেম্বর - ৭ ফজর | ৫:০৭ | যোহর | ১১:৫০ | আসর | ৩:৩৬ | মাগরিব | ৫:১৫ | এশা | ৬:৩২ |
সূর্যোদয় - ৬:২৭সূর্যাস্ত - ০৫:১০
বছর |
:
|
|
মাস |
:
|
|
|