২৫শে মার্চ কালো রাত স্মরণে গতকাল সূর্যাস্ত হতে ২৬শে মার্চ সূর্যোদয় পর্যন্ত জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে বিভিন্ন কর্মসূচি পালন করে স্কুল অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (সোডা), কলেজ অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (কোডা) এবং ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা)। কর্মসূচির মধ্যে ছিল গণসংগীত, চিত্রাংকন, পথ চিত্রাংকন, মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন স্মৃতিচারণ, পথনাটক, মুক্তিযুদ্ধ বিষয়ক আলোকচিত্র, প্রামাণ্যচিত্র ও চলচ্চিত্র প্রদর্শনী। অনুষ্ঠানে ছাত্র-শিক্ষক, অভিভাবক, কর্মকর্তা, কর্মচারীসহ প্রতিষ্ঠানের প্রায় পাঁচ হাজার সদস্য উপস্থিত ছিল।
২৫শে মার্চ সূর্যাস্তের সাথে সাথে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশে জাতীয় সংসদ ভবনের সামনের চত্বরে কালো পতাকা উত্তোলন এবং জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়। কালো পতাকা উত্তোলন করেন সোডা, কোডা ও ইউডার প্রতিষ্ঠাতা ও সভাপতি প্রফেসর মুজিব খান। জাতীয় পতাকা অর্ধনমিত করেন ইউডার উপাচার্য প্রফেসর ড. এমাজউদ্দিন আহমেদ। পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
সন্ধ্যায় সোডা, কোডা ও ইউডার শিক্ষক, শিক্ষার্থীসহ দেশবরেণ্য শিল্পীদের অংশগ্রহণে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এর মধ্যে ছিল গণসংগীত, দেশের গান, লোক সংগীত ও কবিতা পাঠের আসর। পাশাপাশি শুরু হয় দেশের ৫৫ জন বরেণ্য চিত্রশিল্পীর অংশগ্রহণে ২৫শে মার্চ গণহত্যা স্মরণে চিত্রাংকন এবং ইউডা'র চারুকলা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে সংসদ ভবনের সামনের রাস্তায় পথচিত্রাংকন। এই পথচিত্রাংকনের দৈর্ঘ্য ছিল ৩৫ হাজার বর্গফুট। আয়োজকরা বলেছেন, পথচিত্রাংকনের ক্ষেত্রে বাংলাদেশে এটি একটি মাইল ফলক। রাতব্যাপী অনুষ্ঠান শেষে স্বাধীনতা দিবসের সূর্যোদয়ের সাথে সাথে কালো পতাকা নামিয়ে ফেলা হয় এবং জাতীয় সঙ্গীত পরিবেশনের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে রাতব্যাপী কর্মসূচি সমাপ্ত হয়। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার দৈনিক ইত্তেফাক।