বাংলা বর্ষবরণ নিয়ে দেশব্যাপী যে মাতম, বহির্বিশ্বে প্রবাসী বাংলাদেশিরাও এই মাতমে স্বপ্রণোদিতভাবে অংশ নেন। জীর্ণতাকে পেছনে ফেলে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্র প্রবাসীরা বরণ করে নেন বাংলা নতুন বছরকে। এবার নতুন বছর ১৪২১-কে বরণ করে নিতে নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে প্রবাসী বাংলাদেশিরা ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন। যতই কর্মব্যস্ততা থাকুক না কেনো এই দিনটিকে বরণ করে নিতে প্রবাসীরা সপরিবারের মেতে ওঠেন প্রাণের উত্সবে। শুধু নববর্ষের দিনটিতে নয়, এ উত্সব চলে সপ্তাহজুড়ে। হূদয়াবেগ আর উচ্ছ্বাসের বন্যায় এক ভিন্ন রূপ নেয় নিউইয়র্ক। দিনভর ঘোরাঘুরি, হৈ চৈ, বৈশাখী মেলা ও নানা অনুষ্ঠানে অংশ নিয়ে আনন্দ-উল্লাস করেন প্রবাসীরা।
প্রতিবছর বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন করে নিউইয়র্কের নাট্য সংগঠন ড্রামা সার্কল। সংগঠনের সভাপতি আবীর আলমগীর ইত্তেফাককে জানান, প্রতিবছরের ধারাবাহিকতায় এবছরও নাট্য সংগঠন ড্রামা সার্কল জমজমাট আয়োজনে উদযাপন করবে বাংলা নতুন বছরের প্রথম দিন। পয়লা বৈশাখ (১৪ এপ্রিল) সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় এস্টোরিয়ার সাউন্ডভিউ মিলনায়তনে শুরু হবে বৈশাখের অনুষ্ঠানমালা। পান্তা-ইলিশ ভোজ, বৈশাখী সাজ, নতুন বছরের শুভেচ্ছা বিনিময়, নৃত্যনাট্য, সংগীতানুষ্ঠান ইত্যাদি নানান আয়োজনে সাজানো হয়েছে এবারের অনুষ্ঠানমালা। শ্রেষ্ঠ বৈশাখী সাজের জন্য পুরস্কৃত করা হবে দর্শকদের মধ্য থেকে কয়েকজনকে। দর্শকদের রঙ-বেরঙের বৈশাখী সাজে বর্ষবরণ অনুষ্ঠানে আসার আমন্ত্রণ জানিয়েছেন আবীর আলমগীর।
প্রবাসী বাংলাদেশিদের ছাতা সংগঠন বাংলাদেশ সোসাইটি এ বছর বাংলা বর্ষবরণ উদযাপনে ব্যাপক প্রস্তুতি নিয়েছে। পান্তা-ইলিশ পরিবেশন ছাড়াও শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি প্রতিবছরের মত বৈশাখী মেলা ছাড়াও আয়োজন করেছে বর্ণাঢ্য বৈশাখী প্যারেড, পিঠা ও সাংস্কৃতিক উত্সবের। সাপ্তাহিক কর্মদিবস হওয়ায় সংগঠনটি বর্ষবরণ উত্সবের আয়োজন করেছে ১৯ এপ্রিল শনিবার। কুইন্সের প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত জ্যামাইকার পিএস-কিউ৮৬ স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ উত্সবের বিশেষ আকর্ষণ পান্তা-ইলিশ আপ্যায়ন, শিশু-কিশোরদের সাংস্কৃতিক প্রতিযোগিতা, পোশাকে বাঙালি সাজো, ফ্যাশন শো, আঞ্চলিক বিতর্ক, রুবান ও সিরাজউদ্দৌলা মঞ্চ নাটক এবং জ্যামাইকা থিয়েটার, শ্রী চিন্ময় শিল্পী গোষ্ঠী ও সুর-বাহারের পরিবেশনা। গতবছর অনুষ্ঠিত বৈশাখী প্যারেজ আমেরিকার মূলধারায় ব্যাপক প্রশংসিত হয়। জ্যাকসন হাইটস বাংলাদেশ ক্লাব ও মেরিট ক্লাব এবারো নববর্ষ আনন্দ-উত্সবের আয়োজন করেছে। তাদের আয়োজনের মূল আকর্ষণ ৭৩ স্ট্রিট থেকে শোভাযাত্রা আয়োজন।
প্রবাসের প্রায় শতাধিক আঞ্চলিক সংগঠন প্রায় দু'সপ্তাহজুড়ে আয়োজন করে বর্ষবরণ অনুষ্ঠানের। সাপ্তাহিক ছুটির দিনে নিউইয়র্কের বিভিন্ন সড়কে আয়োজন করা হয় বৈশাখী মেলার। এছাড়া ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস এবং নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন বাংলা নববর্ষ উপলক্ষে নানান অনুষ্ঠানের আয়োজন করে।
বিশেষ কভারে ব্যবহূত ছবিগুলো তুলেছেন :সুবীর কুমার, সাইফুল ইসলাম, সুজন মন্ডল ও