সাপ্তাহিক ছুটির দিনটিকে কাজে লাগাতে শত কর্মব্যস্ততার মাঝেও বাংলা নববর্ষকে বরণ করে নিতে নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিরা স্থানীয় সময় রবিবার নানান আয়োজনে মেতে ওঠেন। এসব আয়াজনের মধ্যে ছিল পিঠা উত্সব ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
রবিবার দিবাগত রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গে নিউইয়র্কে বাংলা নববর্ষকে বরণ করে নেয় প্রবাসের বাংলাদেশিদের সার্বজনীন সংগঠন বাংলাদেশ সোসাইটি। উডসাইডের কুইন্স প্যালেসে অনুষ্ঠিত মধ্যরাতের এই উত্সবে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি স্বতস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় তাদের বাংলার সুস্বাদু পিঠা দিয়ে আপ্যায়ন করেন সংগঠনের কর্মকর্তারা। অনুষ্ঠানে নতুন বছরে প্রবাসে থেকে দেশ ও দশের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
পয়লা বৈশাখকে স্বাগত জানাতে নিউইয়র্কের সাংস্কৃতিক শিক্ষা প্রতিষ্ঠান সুর ও ছন্দ বিকালে জ্যাকসন হাইটসে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে ছোট্ট শিশুরা মনোমুগ্ধকর নৃত্য, গান ও যন্¿ সঙ্গীত পরিবেশন করে। অনুষ্ঠানে অতিথিদের বাংলা নববর্ষের ঐতিহ্য পান্তা-ইলিশ পরিবেশন করা হয়।
এদিকে পয়লা বৈশাখ উপলক্ষে উডসাইডের কুইন্স প্যালেসে প্রতিবছরের মত অনুষ্ঠিত হয় পিঠা উত্সব। বাংলার লোকজ সংস্কৃতিকে প্রবাসে ধরে রাখতে প্যারেন্টস ক্লাব এই উত্সবের আয়োজন করে। এ উত্সবে শতাধিক রকম রঙ বেরঙের মজাদার পিঠা প্রদর্শিত হয়। বিকালে পিঠা উত্সবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রবাসের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বাংলা নববর্ষকে বরণ করে নিতে বিকালে এক অনুষ্ঠানের আয়োজন করে নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট। অনুষ্ঠানে অতিথিদের ঐতিহ্যবাহী পান্তা ইলিশসহ সুস্বাদু খাবার পরিবেশন করা হয়। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, আবৃত্তি ও নাটক পরিবেশিত হয়। প্রবাসের গণমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এদিকে বাংলা নববর্ষ উপলক্ষে নিউইয়র্কে সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে বিভিন্ন সংগঠন।