রাজধানীতে গণজাগরণ মঞ্চের এক অংশের এক কর্মী দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হয়েছেন। আহত হাসিব শিশির (৩০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত শিশির মঞ্চের কামাল পাশা অংশের কর্মী বলে জানা গেছে। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর বাংলামোটর এলাকায় এ ঘটনা ঘটে।
কামাল পাশা জানান, গতকাল দুপুর আড়াইটার দিকে বসুন্ধরা শপিং মল থেকে শাহবাগে ফিরছিলেন শিশির। বাংলা ভিশন টিভি অফিসের সামনের রাস্তায় একটি সাদা প্রাইভেটকারযোগে ৮-১০ ব্যক্তি তার পথরোধ করে ঘিরে ফেলে। ধারাল ছুরির ভয় দেখিয়ে তাকে গাড়িতে ওঠানোর চেষ্টা করে। উভয়পক্ষে ধস্তাধস্তি শুরু হলে আশপাশের পথচারীরা ছুটে আসে। দুর্বৃত্তরা গাড়ি নিয়ে দ্রুত ঐ স্থান ত্যাগ করে। পরে পথচারীরা তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। ছুরিকাঘাতে ও ধস্তাধস্তির সময় শিশিরের শরীরের বিভিন্ন অংশ গুরুতর জখম হয়। তার হাতের রগ কেটে দেয়ারও চেষ্টা করে দুর্বৃত্তরা।
এ অংশের আরেক নেতা হাবিবুল্লাহ মেসবাহ জানান, শিশির গণজাগরণ মঞ্চের কর্মী। ইমরান এইচ সরকারের স্বেচ্ছাচারিতার ও অনিয়মের প্রতিবাদে সে অনেকের মতই পৃথকভাবে আন্দোলন করছে। গত ৩ এপ্রিল শাহবাগে তার উপর ইমরান এইচ সরকারের কয়েকজন অনুসারী হামলা করেছিল।
কামাল পাশা জানান, ইমরানের অনিয়মের বিরুদ্ধে শিশির অপেক্ষাকৃত বেশী সরব। এ হামলা ইমরানের অনুসারীরা করতে পারে। অন্যরাও করতে পারে। বিষয়টি খতিয়ে দেখার চেষ্টা করছি। এ বিষয়ে জানতে ইমরান এইচ সরকারকে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল জানান, তিনি এ ঘটনার একটি অভিযোগ শুনেছেন। কিন্তু ঘটনাস্থলে খোঁজ নিয়ে এমন কোনো ঘটনার প্রমান পাননি। কেউ থানায় লিখিতভাবে অভিযোগও করেনি।
এদিকে গত সোমবার সকালে কাদের মোল্লার নির্যাতিত মিরপুরের আলোকদী গ্রামের বাসিন্দাদের সাথে বৈশাখী শুভেচ্ছা বিনিময় করেন ইমরান এইচ সরকারের নেতৃত্বে মঞ্চের একটি দল। বিকালে সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনীর পাশে 'নববর্ষের অঙ্গীকার, নিপাত যাক রাজাকার' স্লোগানে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।