বন্ধু প্রত্যেকের জীবনেই একটা গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু আজকাল যে হারে বন্ধুত্ব দেখা যায় তাই কোনটা আসল বন্ধু আবার কোনটা নকল তা বের করাই সবচেয়ে বড় দায়। বর্তমান সময়ে এমন এক অবস্থার সম্মুখীন আমরা হচ্ছি যে, এখন বন্ধুত্ব করার আগে বন্ধু কী রকম সেটার উপরই যেন প্রাধান্য দিতে হয় সবার আগে। সেখানেও দেখা যায় নানা সমস্যা। পৃথিবীতে কত রকমেরই তো বন্ধুর দেখা মেলে। এখন কী করে বুঝব, কোনটা চালাক বন্ধু, বোকা বন্ধু, হিংসুটে বন্ধু, অপ্রিয় বন্ধুসহ আরও কত রকমের বন্ধু। তার আগে আর যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেখানেও রয়েছে নানা ঝামেলা। এই বন্ধুর রকমই না কত হয়! তবে সব কিছুর আগে যে কথাটা সত্য তা হলো, হাজার রকমের বন্ধু আছে এই দুনিয়ায়। কোনো বন্ধু ভালো করে, কোনো বন্ধু খারাপ করে, কেউ আবার এত ভালো করে যে হিতে বিপরীত হয়। তাই বলি কি বন্ধু ম্যানেজ করতে জানতে হবে। বন্ধু খাবার কিনলে তার অর্ধেকটা নিজের ভেবে খেয়ে নেবো, বন্ধু একটা দামি ঘড়ি, জুতা বা জামা কিনলে নিজের হাত বা পা বাড়িয়ে নিজের সাইজমতো হয় কি না তা দেখে নেবো। বন্ধুর গার্ল ফেন্ডকে নিয়ে সিনেমা দেখতে যাবো আর মার্কেটিংতো আছেই। বন্ধুর কেনা জিনিসগুলো নিজের মনে করে যাচ্ছেতাই ব্যবহার করে রং নষ্ট করে তুলবো। বন্ধু কোনো খাবার কিনলে তা নিজের মনে করে খেয়ে ফেলব। অবশ্যই এসব নয়। কারণ বিপদে যে বন্ধু পাশে এসে দাঁড়ায় গালভরা হাসি নিয়ে বলে, দোস্ত ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড। ভয় পাবি না, আমি তোর পাশেই আছি। বুঝতে হবে এটাই বন্ধুত্ব। এই মানুষটি আপনার প্রিয় বন্ধু।