খ্যাতিমান নৃত্যশিল্পী ও সমাজকর্মী অলকানন্দা রায় বলেছেন, কারাবন্দীদের পুনর্বাসনের জন্য সমাজকে সংবেদনশীল হতে হবে। জেল থেকে বের হয়ে কাজ না পেলে অনেক কয়েদি নতুন করে অপরাধে জড়িয়ে পড়ে। কিন্তু সমাজ যদি তাদের সুযোগ দেয়, দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে তাহলে তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসা সম্ভব।
মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে 'তোমাদের ভুলিনি-কারাবন্দীদের পুনর্বাসনের উপায়' শীর্ষক দুই দিনব্যাপী এক কর্মশালা উপলক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জার্মান ডেভেলপমেন্ট কো-অপারেশন (জিআইজেড) যৌথভাবে এ কর্মশালার আয়োজন করেছে। সাংবাদিক সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শওকত মোস্তফা, জিআইজেড এর প্রধান উপদেষ্টা রিচার্ড মাইলস, আইজি প্রিজন ব্রিগে. জে. সৈয়দ ইফতেখার উদ্দিন প্রমুখ। এর আগে দুই দিন কর্মশালার উদ্বোধন করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আগামী দুই-তিন বছরের মধ্যে কারাগারগুলোর সমস্যা দূর হবে। কারাবন্দীরা এ সমাজের মানুষ। আমরা তাদের ভুলতে পারি না। তাদের পুনর্বাসনে প্রশিক্ষণ দেয়াসহ নানা উদ্যোগ নেয়া হয়েছে।
ভারতে কারাবন্দীদের পুনর্বাসনে নিয়োজিত 'নৃত্য থেরাপিস্ট' অলকানন্দ রায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, কেউ অপরাধ করলো কিনা সেটা আইনের বিষয়। কিন্তু মানুষ হিসেবে তারাও যে ভিন্ন কিছু করতে পারে তা সমাজের জানা উচিত। তিনি বলেন, কোনো শিশুই অপরাধী হয়ে জন্ম নেয় না। সমাজ, পরিবেশ-পরিস্থিতিতে সে অপরাধী হয়ে ওঠে। তাই কারাবন্দীদের পুনর্বাসনের বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে। অপরাধের কারণে সে শাস্তি পাচ্ছে আমরা কী বার বার তাদের শাস্তি দেব?
২০০৭ সালে কলকাতার প্রেসিডেন্সি কারাগার পরিদর্শনের সময় অলকানন্দা রায় কারাবন্দীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য নাচ শেখানোর পরিকল্পনা গ্রহণ করেন। পরে জেল কর্তৃপক্ষের সহায়তায় কারাবন্দীদের দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের 'বাল্মিকী প্রতিভা' অবলম্বনে গীতি নাট্য মঞ্চস্থ করেন। অলকানন্দ রায় এসব বন্দীদের নিয়ে মুম্বাই ও ব্যাঙ্গালোরে অনুষ্ঠান করেছেন।
সাংবাদিক সম্মেলনে দেশের কারাগারগুলোর ধারণ ক্ষমতা, খাবারের মান, মাদক সেবন, নিম্ন চিকিত্সা ব্যবস্থাসহ নানা বিষয়ে প্রশ্নের জবাব দেন শওকত মোস্তফা ও সৈয়দ ইফতেখার উদ্দিন। বাংলাদেশে বর্তমানে সরকার ও জিআইজেডের যৌথ উদ্যোগে কারাগারে ধারণ ক্ষমতার অনেক বেশি বন্দী থাকার পরিস্থিতি উন্নয়নে এক প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।
নারায়ণগঞ্জে ৭ খুনের ঘটনায় র্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমান বলেছেন, 'র্যাবের কেউ জড়িত থাকলে তাকে রক্ষার চেষ্টা করব না, বিভাগীয় সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হবে।' তিনি কি এ প্রতিশ্রুতি রক্ষা করতে পারবেন?