মাহমুদুল্লাহ রিয়াদের কীর্তি-কুকীর্তি, ইলিয়াস সানির অল রাউন্ড পারফরম্যান্স, বিসিবি উত্তরাঞ্চলের ৪৫৭-এর পর মাত্র ৮৭ রানে অল আউট হয়ে যাওয়া— মনে রাখার মতো অনেক স্মৃতি রেখে গেল বিসিবি উত্তরাঞ্চল ও ওয়াল্টন মধ্যাঞ্চলের মধ্যকার ম্যাচটি; কিন্তু এতো কাণ্ড-কীর্তির ম্যাচের সবটুকু আলো কেড়ে নিলেন ২২ বছর বয়সী এক তরুণ।
প্রথম ইনিংসে ছয় উইকেটের পর দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট-ম্যাচের নায়ক হবার জন্য এর চেয়ে বেশি কিছু করার দরকার পড়ে না। বিকেএসপির তিন নম্বর মাঠে অনুষ্ঠিত ম্যাচের সেই নায়ক হলেন বাম হাতি অফ স্পিনার তাইজুল ইসলাম। আর তাইজুল গতকাল মঙ্গলবার একাই জিতিয়ে দিলেন বিসিবি উত্তরাঞ্চলকে। ওয়াল্টন মধ্যাঞ্চলের বিপক্ষে ৫১ রানের জয় নিয়ে ফাইনালে পৌঁছে গেল উত্তরাঞ্চল।
বড় একটা ঝড় যে আসতে যাচ্ছে তার আভাস একদিন আগেই পাওয়া গিয়েছিল। দ্বিতীয় ইনিংসে ২৬৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই একটি উইকেট হারিয়ে ফেলে মধ্যাঞ্চল। ওপেনার আব্দুল মজিদকে ফিরিয়ে দেন সেই তাইজুল ইসলাম। সেই ঝড়ের বড় ধাক্কাটায় কাল তছনছ হয়ে গেলে মধ্যাঞ্চল শিবির।
মাত্র ২১৪ রান যোগ করতেই বাকি নয়টি উইকেট হারিয়ে ফেলে মধ্যাঞ্চল। ব্যাটসম্যানদের মধ্যে কেউই বলার মতো রান করতে পারেননি। নাইট ওয়াচম্যান হিসেবে তৃতীয় দিন শেষ বেলা ব্যাট করতে নামা ইলিয়াস সানি করেন সর্বোচ্চ ৬০ রান। সামশুর রহমান শুভ ৩৬, নূরুল হাসান ২৮ ও আসিফ আহমেদ রাতুল ২৩ রান করেন।
রাজশাহীর তাইজুল ইসলামের পাঁচ উইকেট ছাড়াও তিনটি উইকেট পেয়েছেন শুভাশীষ রায়। এছাড়া তিনটি উইকেট পান সাঞ্জামুল ইসলাম। দুই ইনিংস মিলিয়ে ১১ উইকেট পাওয়ার সুবাদে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন তাইজুল ইসলাম।
এই জয়ের ফলে তৃতীয় রাউন্ড শেষে বিসিবি উত্তরাঞ্চলের পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৪। আর আগের দিন ফাইনালের টিকেট পাওয়া প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের পয়েন্ট ৪১। দুই দলের মধ্যে পাঁচদিনের ফাইনাল ম্যাচটি আগামী নয় মে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। গতবছর ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই প্রথম শ্রেণির টুর্নামেন্টটির শিরোপা জিতেছিল ওয়াল্টন মধ্যাঞ্চল।
ওয়াল্টন মধ্যাঞ্চল - বিসিবি উত্তরাঞ্চল
টস: বিসিবি উত্তরাঞ্চল
বিসিবি উত্তরাঞ্চল প্রথম ইনিংস: ১৪৯.২ ওভারে ৪৫৭ অল আউট (ফরহাদ হোসেন ১০৯, তানভির হায়দার ৬৬, জুনায়েদ সিদ্দিক ৬৫, হামিদুল ইসলাম ৬০, ফরহাদ রেজা ৪৯, নাঈম ইসলাম ৩৮; নাসির হোসেন ৩৬; ইলিয়াস সানি ৪/১১১, মাহমুদুল্লাহ রিয়াদ ৩/১২৭, মোশাররফ হোসেন রুবেল ২/৭৩, মার্শাল আইয়ুব ১/২৯) ও দ্বিতীয় ইনিংস ২৭.১ ওভারে ৮৭ অল আউট (ফরহাদ রেজা ৪৯, তাইজুল ইসলাম ১৪, তানভির হায়দার ১০; ইলিয়াস সানি ৫/৪৪, শাহাদাত হোসেন ২/১১, মাহমুদুল্লাহ রিয়াদ ২/১৭)
ওয়াল্টন মধ্যাঞ্চল প্রথম ইনিংস: ৮২ ওভারে ২৭৮ অল আউট (মাহমুদুল্লাহ রিয়াদ ১০৫*, শামসুর রহমান শুভ ৪৪, আসিফ আহমেদ রাতুল ৩৩, আব্দুল মজিদ ৩১, নুরুল হাসান ২৯; তাইজুল ইসলাম ৬/৮৮, তানভির হায়দার ২/৫৪, সাঞ্জামুল ইসলাম ১/৫৫, ফরহাদ রেজা ১/১২) ও দ্বিতীয় ইনিংস: ৫৪ ওভারে ২১৫ অল আউট (ইলিয়াস সানি ৬০, শামসুর রহমান শুভ ৩৬, নুরুল হাসান ২৮, আসিফ আহমেদ রাতুল ২৩; তাইজুল ইসলাম ৫/৮৯, শুভাশীষ রায় ৩/২৫, সাঞ্জামুল ইসলাম ২/৪৩)
ফল: বিসিবি উত্তরাঞ্চল ৫১ রানে জয়ী।
ম্যাচ সেরা: তাইজুল ইসলাম।