ফিলিপাইন গতকাল মঙ্গলবার এএফসি মহিলা এশিয়ান কাপের বাছাই পর্বে 'বি' গ্রুপের উদ্বোধনী খেলায় ইরানকে গোল বন্যায় ভাসালো।
অথচ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলাটির শুরুতে ফিলিপাইনের পোস্টের পেছনেই জনা ত্রিশেক ফটো সাংবাদিক বসেছিলেন ছবি তোলার জন্য। দৃশ্যত তাদের ধারণা ছিল এই পোস্টে ইরানই গোল করবে। কিন্তু খেলা শুরুর পর প্রথম আক্রমণেই ঘটল উল্টোটা। ইরান গোল হজম করে বসল ম্যাচের ৫২ সেকেন্ডে। কর্নার থেকে হেডে গোলটি করেন হিদার কুকি (১-০)। খেলার শুরুতে এমনটা ঘটতেই পারে। ব্যাপারটা যে কাকতালীয় নয়, তা বোঝা গেল তৃতীয় মিনিটে ইরানের জালে মেগান জুরাদুর গোলে (২-০)। চতুর্থ মিনিটে ফিলিপাইনের জেসি শুগের গোল (৩-০)।
গোলগুলোর পর স্টেডিয়ামে আসা দর্শকদের মনে প্রশ্ন জাগল এ কেমন ইরান। ফিফার র্যাংকিংয়ে ফিলিপাইন আছে ৮৩ নম্বরে, ইরান ৫২। মাঠের খেলায় বোঝা গেলো না ইরান যে ২৯ ধাপ উপরে। পর্তুগিজ মহিলা কোচ হেলেনা কোস্টার অধীনে ইরানি মেয়েদের নাকাল দশায় হতাশ হতে হয় দর্শকদের। প্রত্যাশা ছিল হিজাব পরিধান করেও ইরানি মেয়েরা টাফ ফুটবল খেলবেন। রাশিয়ায় একটি টুর্নামেন্ট খেলে সেখানে সেমিফাইনালে টাইব্রেকারে হেরেছিল দলটি। ঢাকায় এসে অবশ্য ইরানিরা স্থানীয় দর্শকদের মন ভরাবে কি উল্টো খেলাটি শেষ করলো আরো তিন গোল হজম করে।
ইরান দল ৩৪ মিনিটে আত্মঘাতী গোলে আরো পিছিয়ে পড়ে। বল ঠেকাতে গিয়ে তা জালে জড়িয়ে ফেলেন ডিফেন্ডার সারসিন কামাঙ্গার। ৪১ মিনিটে জোয়ানা হোপলিন পঞ্চম গোল করলে তখন দেখার বিষয় হয়ে দাঁড়ায় যুক্তরাষ্ট্রের এনসিএএ'র প্রথম বিভাগের খেলোয়াড় সমৃদ্ধ ফিলিপাইন আর কত গোল দেয়। কিন্তু বিরতির পর বঙ্গবন্ধু স্টেডিয়ামের দর্শকদের সমর্থন ধন্য ইরানিরা ভাল খেলে। সে কারণেই প্রথমার্ধে পাঁচ গোলে এগিয়ে থাকা সুঠাম দেহের অধিকারী ফিলিপিনোদের শেষ গোলটি আসে ইনজুরি সময়ে। জেসির দ্বিতীয় গোলে ব্যবধান দাঁড়ায় ৬-০।
কঠোর ইসলামী রীতি নীতি মেনে চলা ইরানি দলটি ২০ মিনিটে একবার বল নিয়ে মাঝমাঠ পেরিয়েছিল। অপরদিকে ৪০ মিনিটে প্রথমবার বল ধরেন ফিলিপাইনের গোলকিপার ডি লা ক্রুজ। ইরানের পর্তুগিজ কোচ হেলেনা কস্তা জানালেন, চার মিনিটে তিন হজমের কারণ মাঠে নেমে খেলোয়াড়দের অমনোযোগিতা। ফিলিপাইন কোচ আরনেস্ট থমাস ভিক্টারিয়া বলেছেন, 'আমরা শক্তিশালী দল, আত্মবিশ্বাসী ছিলাম। ধারণা করিনি এতো স্বল্প সময়ে গোল পাবো।'
আগামীকাল বৃহস্পতিবার ফিলিপাইন দ্বিতীয় ম্যাচ খেলবে থাইল্যান্ডের বিরুদ্ধে। একই দিন সন্ধ্যায় ইরান মুখোমুখি হবে বাংলাদেশের।