অর্জনটা বেশ চোখে লাগার মতোই; ২৭ বছরে ৩৮টি ট্রফি। আর নিজের শেষ মৌসুমেও জিতলেন ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা। বিশ্বের অন্যতম সেরা কোচ হিসেবেই ক্যারিয়ারের ইতি টানলেন স্যার অ্যালেক্স ফার্গুসন। আর নিজের শেষ ম্যাচের পরেও ফার্গির মুকুটে যুক্ত হলো আরেকটি পালক। সদ্য শেষ হওয়া প্রিমিয়ার লিগের সেরা কোচের পুরস্কার জিতলেন তিনি।
লিগ ম্যানেজার অ্যাসোসিয়েশনের সম্মানসূচক পুরস্কারটি গত সোমবার গ্রহণ করেন তিনি। এ উপলক্ষে আয়োজিত সংবর্ধনায় ৭১ বছর বয়সী এ কোচ বলেন, 'অবসর গ্রহণ উপলক্ষে বিভিন্ন সংবর্ধনা অনুষ্ঠানে এত ভালোবাসা পেয়ে আমি সত্যিই গর্বিত।'
এবারের মৌসুমে প্রিমিয়ার লিগে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির থেকে ১১ পয়েন্ট এগিয়ে থেকে প্রিমিয়ার লিগের শিরোপা জয় করে ম্যানচেস্টার ইউনাইটেড। কোচ ফার্গুসনের অধীনে এটা তাদের ১৩তম লিগ শিরোপা। এছাড়াও বর্ণময় ক্যারিয়ারে ফার্গুসন রেড ডেভিলদের এনে দিয়েছেন পাঁচটি এফএ কাপের শিরোপা। আর দুইবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাও জয় করে ফার্গুসনের শিষ্যরা। ম্যাচটি ছিল কোচ ফার্গুসনের অধীনে রেড ডেভিলদের ১৫০০তম ম্যাচ। এর আগে গত এপ্রিলে অ্যাস্টনভিলার বিপক্ষে ম্যাচেই শিরোপা জয় করে ইউনাইটেড। গত মৌসুমে প্রিমিয়ার লিগের শিরোপা জয় করে ম্যানচেস্টার সিটি।
এ নিয়ে চারবার এ পুরস্কার জয় করলেন এ স্কটিশ। আর গড়লেন আরেক রেকর্ড। আর কোন কোচই তিনবারের বেশি এ পুরস্কার জয় করতে পারেননি। তিনবার এ পুরস্কার জিতেছেন আরেকজন স্কটিশ। হ্যাঁ, ডেভিড মোয়েস। আগামী ১ জুলাই থেকে সাবেক এই এভারটন কোচের অধীনেই নতুন করে যাত্রা শুরু করতে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। ক্যারিয়ারের শেষে এসেও পুরস্কার দিয়ে ঠিকই নতুন কোচকে টপকে গেলেন ফার্গি। বেশ কিছুদিন আগেই অবসরের ঘোষণা দিয়ে রেখেছিলেন ফার্গুসন। আর শেষ ম্যাচটিও ছিল যথেষ্ট উত্তেজনাময়। অ্যাওয়ে ম্যাচে ওয়েস্ট ব্রুমউইচ অ্যালবিয়নের সাথে ৫-৫ গোলে ড্র করে স্যার ফার্গুসনের দল। সেদিন ম্যাচ শেষে ফার্গুসন বলেন, 'প্রতিপক্ষ ক্লাবটি অসাধারণ খেলেছে। গতকাল (রবিবার) ওয়েস্টব্রুমের ওই খেলার কারণে আমি তাদের সাধুবাদ জানাই। আমার মনে হয় ওয়েস্টব্রুমের ম্যানেজার স্টিভ ক্লার্কও ওই ম্যাচের জন্য পুরস্কার পেতে পারেন। কারণ ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ৫ গোল করাটা চাট্টিখানি কথা নয়।'