The Daily Ittefaq
ঢাকা, শুক্রবার, ২৪ মে ২০১৩, ১০ জৈষ্ঠ্য ১৪২০, ১৩ রজব ১৪৩৪
সর্বশেষ সংবাদ অচিরেই দেশে আন্দোলন-সংগ্রামের নেতৃত্ব দেবেন তারেক : শামসুজ্জামান দুদু | ঢাকা-চট্টগ্রাম ও বরিশাল বিভাগে অতিভারী বর্ষণের আশঙ্কা | আগামী রবিবার ১৮ দলের সকাল-সন্ধ্যা হরতাল

আসছে অর্থবছরে সকল উন্নয়ন প্রকল্প এডিপিভুক্ত হচ্ছে

প্রস্তাবিত এডিপির আকার ৭৩ হাজার ৯৬৮ কোটি টাকা

ইত্তেফাক রিপোর্ট

আগামী ২০১৩-২০১৪ অর্থবছর থেকে পেট্রোবাংলা, রাজউক, বিআইডব্লিউটিএ, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষসহ বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান পরিচালিত উন্নয়ন প্রকল্প বার্ষিক উন্নয়ন কর্মসূচীর (এডিপি) আওতায় আসছে। এর আগে চলতি অর্থবছর পর্যন্ত বাজেটগুলোতে ওইসব উন্নয়ন কাজ এডিপি'র বাইরে থাকত। পরিকল্পনা কমিশন সূত্রে জানা যায়, সবমিলে নতুন বছরের জন্য প্রস্তাবিত এডিপির আকার ধরা হয়েছে ৭৩ হাজার ৯৬৮ কোটি টাকা। এরমধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ৪১ হাজার ৩০৭ কোটি টাকা এবং বৈদেশিক সহায়তা বাবদ ২৪ হাজার ৫৬৩ কোটি টাকা ব্যয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে স্বায়ত্তশাসিত সংস্থাগুলোর নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত প্রকল্পগুলোর জন্য মোট আট হাজার ৯৮ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

সমপ্রতি পরিকল্পনা কমিশনের বিশেষ বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সংশ্লিষ্টরা জানান, এখনো পর্যন্ত স্বায়ত্তশাসিত সংস্থাগুলো নিজস্ব অর্থায়নে যেসব প্রকল্প বাস্তবায়ন করতো তা দেশের সামগ্রিক উন্নয়নের হিসেবে আসতো না। আগামী বাজেট থেকে তা যুক্ত করা হবে। তবে এসব প্রতিষ্ঠানের প্রকল্প গ্রহণ ও ব্যয় নিজেরাই ব্যবস্থাপনা করবেন এবং এডিপি বাস্তবায়নের হিসেবে তা যুক্ত হবে।

সূত্র জানায়, নতুন এডিপিতে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে পরিবহন খাত। বিদ্যুত্ খাতে দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ দেয়া হয়েছে। উল্লেখ্য, চলতি ২০১২-১৩ অর্থবছরের শুরুতে ৫৫ হাজার কোটি টাকার এডিপি গ্রহণ করা হয়। যা পরবর্তীতে সংশোধন করে ৫২ হাজার ৩৬৬ কোটি টাকায় নামিয়ে আনা হয়। গত মার্চ মাস পর্যন্ত নয় মাসে চলতি অর্থবছরের বরাদ্দ থেকে মোট ২৭ হাজার ২১৯ কোটি টাকা বা মাত্র ৪৯ শতাংশ অর্থ ব্যয় করতে পেরেছে বাস্তবায়নকারী সংস্থা ও বিভাগগুলো।

font
অনলাইন জরিপ
আজকের প্রশ্ন
স্থায়ী কমিটির বিবৃতিতে বিএনপি সরকারকে অনতিবিলম্বে সংলাপ আয়োজনের আহ্বান জানিয়েছে। আপনি কি মনে করেন সংলাপ দ্রুত সময়ের মধ্যে অনুষ্ঠিত হবে?
8 + 8 =  
ফলাফল
আজকের নামাজের সময়সূচী
জুন - ৪
ফজর৩:৪৪
যোহর১১:৫৭
আসর৪:৩৭
মাগরিব৬:৪৬
এশা৮:০৯
সূর্যোদয় - ৫:১০সূর্যাস্ত - ০৬:৪১
archive
বছর : মাস :
The Daily Ittefaq
ভারপ্রাপ্ত সম্পাদক: তাসমিমা হোসেন। উপদেষ্টা সম্পাদক হাবিবুর রহমান মিলন। ইত্তেফাক গ্রুপ অব পাবলিকেশন্স লিঃ-এর পক্ষে তারিন হোসেন কর্তৃক ৪০, কাওরান বাজার, ঢাকা-১২১৫ থেকে প্রকাশিত ও মুহিবুল আহসান কর্তৃক নিউ নেশন প্রিন্টিং প্রেস, কাজলারপাড়, ডেমরা রোড, ঢাকা-১২৩২ থেকে মুদ্রিত। কাওরান বাজার ফোন: পিএবিএক্স: ৭১২২৬৬০, ৮১৮৯৯৬০, বার্ত ফ্যাক্স: ৮১৮৯০১৭-৮, মফস্বল ফ্যাক্স : ৮১৮৯৩৮৪, বিজ্ঞাপন-ফোন: ৮১৮৯৯৭১, ৭১২২৬৬৪ ফ্যাক্স: ৮১৮৯৯৭২, e-mail: [email protected], সার্কুলেশন ফ্যাক্স: ৮১৮৯৯৭৩। www.ittefaq.com.bd, e-mail: [email protected]
Copyright The Daily Ittefaq © 2014 Developed By :