The Daily Ittefaq
ঢাকা, শুক্রবার, ২৪ মে ২০১৩, ১০ জৈষ্ঠ্য ১৪২০, ১৩ রজব ১৪৩৪
সর্বশেষ সংবাদ অচিরেই দেশে আন্দোলন-সংগ্রামের নেতৃত্ব দেবেন তারেক : শামসুজ্জামান দুদু | ঢাকা-চট্টগ্রাম ও বরিশাল বিভাগে অতিভারী বর্ষণের আশঙ্কা | আগামী রবিবার ১৮ দলের সকাল-সন্ধ্যা হরতাল

আওয়ামী লীগের ৯৬-এর রূপরেখাই বিএনপির রূপরেখা :মওদুদ

ইত্তেফাক রিপোর্ট

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন,৯৬ সালে আওয়ামী লীগ যেভাবে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার রূপরেখা দিয়েছিল, সেটিই আমাদের রূপরেখা। এর বাইরে আমরা কোনো রূপরেখা দেব না। গতকাল বৃহস্পতিবার বিকালে জাতীয় প্রেসক্লাবে এক গোলটেবিল আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

'হুমকির মুখে গণতন্ত্র ও মৌলিক অধিকার' শীর্ষক সভার আয়োজন করে ডেমোক্রেটিক মুভমেন্ট নামক একটি সংগঠন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা শাহাদাত হোসেন সেলিম। সভায় মওদুদ বলেন, চলমান আন্দোলনের ব্যাপারে সরকারের সঙ্গে কোনো ধরনের আপস করবেন না বেগম খালেদা জিয়া। বরং স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ, তিনি দেশে বর্তমান পরিস্থিতি তৈরির মাধ্যমে আন্দোলনের কৌশল নির্ধারণে আমাদের আরো সজাগ করে দিয়েছেন।

font
অনলাইন জরিপ
আজকের প্রশ্ন
স্থায়ী কমিটির বিবৃতিতে বিএনপি সরকারকে অনতিবিলম্বে সংলাপ আয়োজনের আহ্বান জানিয়েছে। আপনি কি মনে করেন সংলাপ দ্রুত সময়ের মধ্যে অনুষ্ঠিত হবে?
2 + 9 =  
ফলাফল
আজকের নামাজের সময়সূচী
নভেম্বর - ১০
ফজর৫:০৮
যোহর১১:৫১
আসর৩:৩৭
মাগরিব৫:১৬
এশা৬:৩৩
সূর্যোদয় - ৬:২৯সূর্যাস্ত - ০৫:১১
archive
বছর : মাস :
The Daily Ittefaq
ভারপ্রাপ্ত সম্পাদক: তাসমিমা হোসেন। উপদেষ্টা সম্পাদক হাবিবুর রহমান মিলন। ইত্তেফাক গ্রুপ অব পাবলিকেশন্স লিঃ-এর পক্ষে তারিন হোসেন কর্তৃক ৪০, কাওরান বাজার, ঢাকা-১২১৫ থেকে প্রকাশিত ও মুহিবুল আহসান কর্তৃক নিউ নেশন প্রিন্টিং প্রেস, কাজলারপাড়, ডেমরা রোড, ঢাকা-১২৩২ থেকে মুদ্রিত। কাওরান বাজার ফোন: পিএবিএক্স: ৭১২২৬৬০, ৮১৮৯৯৬০, বার্ত ফ্যাক্স: ৮১৮৯০১৭-৮, মফস্বল ফ্যাক্স : ৮১৮৯৩৮৪, বিজ্ঞাপন-ফোন: ৮১৮৯৯৭১, ৭১২২৬৬৪ ফ্যাক্স: ৮১৮৯৯৭২, e-mail: [email protected], সার্কুলেশন ফ্যাক্স: ৮১৮৯৯৭৩। www.ittefaq.com.bd, e-mail: [email protected]
Copyright The Daily Ittefaq © 2014 Developed By :