স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, আগামী সোমবার থেকে বাজেট অধিবেশন শুরু হচ্ছে। সে কারণে স্পিকার হিসাবে আমার বিনীত আবেদন থাকবে বিরোধী দলের আটক নেতাকর্মীদের বিষয়টি আদালত আইনি প্রক্রিয়ায় বিবেচনা করবেন। তারপরও আমি মনে করি বিরোধী দলের আটক নেতাদের মুক্তির বিষয়টি সম্পূর্ণ আদালতেরই এখতিয়ার। আইনি প্রক্রিয়ার মাধ্যমেই এর সমাধান হবে।
আজ শনিবার তিনি প্রধান অতিথি হিসাবে সোনারগাঁও হোটেলে 'লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল' ৩১৫-এর ২৬তম জেলা মাল্টিপল বার্ষিক কনভেনশন উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল-এর মাল্টিপল চেয়ারম্যান নাজমুন নেসা আলী। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ডা. সৈয়দ মোদাচ্ছের আলী প্রমুখ।
স্পিকার বলেন, আমি আশা করছি আগামী সোমবার থেকে শুরু হওয়া বাজেট অধিবেশনে বিরোধী দল অংশগ্রহণ করবে। তারা সংসদে যোগদান করার পর যেসব বিষয় নিয়ে কথা বলতে চান তা বিবেচনার সুযোগ থাকবে। সংসদে প্রশ্নোত্তর পর্ব, জনগুরুত্বপূর্ণ মনযোগ আকর্ষণী নোটিশ, সিদ্ধান্ত প্রস্তাব, মূলতবি প্রস্তাবসহ আরও অন্যান্য বিষয় রয়েছে। কোনগুলো গ্রহণ করা হবে, আর হবে না সে বিষয়টি তখন বিবেচনা করব। বিরোধী দল যেন সংসদে কথা বলার সুযোগ পায় সেদিকে স্পিকার হিসাবে আমার নজর থাকবে। সংসদের পরিবেশ যেন সুন্দর থাকে এবং বিরোধী দল যেন বক্তব্য রাখার সুযোগ পায় অবশ্যই তা দেখা হবে। কারণ স্পিকার পদটি নিরপেক্ষ।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পিকার বলেন, বাজেট অধিবেশনে বিরোধী দল যোগদান করতে চেয়েছে। তবে দলের পক্ষ থেকে আটক দুই এমপির মুক্তির দাবি উত্থাপন করা হয়েছে। বর্তমানে কারাগারে আটক রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার ও যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ বুলু।
সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় বিরোধী দলের অপর সংসদ সদস্যদের মতো কারাগারে আটক দুই এমপিকে বাজেট অধিবেশনে যোগদান করতে হবে।
অপর এক প্রশ্নের জবাবে স্পিকার বলেন, সংসদের অভ্যন্তরে যে কোনো বিষয়ে আলোচনা হতেই পারে। তাছাড়া সংসদ হচ্ছে সকল আলোচনার কেন্দ্রবিন্দু। সেখানে আমি মুক্ত ভূমিকা নিতে পারি। আর সংসদের বাইরে কোনো সংলাপ করতে হলে সরকার ও বিরোধী দলকেই উদ্যোগ নিতে হবে।
মূল অনুষ্ঠান
এর আগে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল-এর বার্ষিক কনভেনশন উদ্বোধন করে স্পিকার লায়ন্সদের প্রতি দেশের দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। কনভেনশনে এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ উপস্থিত ছিলেন। লায়নদের শপথ বাক্য পাঠ করান ফারহান খান সুধা। এছাড়াও অনুষ্ঠানে জেলার লায়নরা উপস্থিত ছিলেন।