আপনার বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে বলুন—
অনেকগুলো চলচ্চিত্রের কাজ করছি। আগামী ১৪ তারিখে আমার অভিনীত 'পোড়ামন' ছবিটি মুক্তি পাবে। এটি নিয়ে একটু ব্যস্ত সময় কাটছে। আর ঠিক এই মুহূর্তে 'আমি তুমি সে' ছবিটির শুটিং করছি। এর শুটিং সেরে ব্যাংককে যাব 'অগ্নি' ছবির শুটিং করতে। তারপর শুটিং করতে হবে 'দবির সাহেবের সংসার'। এ ছাড়াও আরেকটি ছবির শুটিং খুব শীঘ্রই শুরু করব, এটির নাম এখনও ঠিক হয়নি। এই তো, শুটিং নিয়ে ভালোই ব্যস্ত সময় কাটছে।
এ দেশের চলচ্চিত্রের একজন নতুন নায়িকা হিসেবে দর্শকরা আপনাকে গ্রহণ করা শুরু করেছিল। ঠিক তখনই আপনি শাকিব খানের সঙ্গে একটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। যখন শাকিব খানকে নিয়ে চলচ্চিত্রে এত সমালোচনা। বিষয়টি আপনি কীভাবে দেখছেন?
আমার কাছে মনে হয় যে, আমি এক জায়গায় ফিক্সড না থেকে সবার সঙ্গে কাজ করব। শাকিব ভাইয়ার সমালোচনা কী নিয়ে আমি জানি না। তবে এটুকু বলব যে, তিনি খুব বেশি পরিমাণে চলচ্চিত্রে কাজ করেছেন, তাই দর্শকরা একই মুখ বারবার দেখতে দেখতে একটু বিরক্ত হয়ে গিয়েছিল। কিন্তু এখন তিনি নিজেই সেই জায়গা থেকে সরে এসেছেন। নিজেরই একটি ছবি থেকে আরেকটি ছবি মুক্তি দিচ্ছেন অনেক গ্যাপ সৃষ্টি করে। আমরা এখন যেই ছবিটি করছি এতেও শাকিব ভাইকে একেবারে নতুনভাবে দর্শকরা দেখতে পাবেন। আর তাকে নিয়ে কে কী সমালোচনা করল সেটা দেখার বিষয় বলে আমি মনে করি না। একমাত্র শাকিব খানের জন্যই আমাদের ইন্ডাস্ট্রি টিকে আছে। নয়তো গত কয়েক বছরে এই ইন্ডাস্ট্রির হাল ধরে রাখার মতো কেউই ছিলেন না। আর স্বয়ং শাকিবই যখন নিজের পথ থেকে একটু ভিন্নভাবে হাঁটছেন তখন তো আর সমস্যা থাকার কথা নয়।
আপনি এখন যেক'টি ছবিতে অভিনয় করছেন এগুলো কি আসলেই সময়োপযোগী হচ্ছে? এমনকি আপনার ছবিগুলোর গল্প নকল এমন কথাও উঠেছে?
দর্শকরা যেন মজা পান, সে ধরনের ছবিতেই আমি কাজ করছি। পরিচালকেরা একটি নির্দিষ্ট বাজেটের মধ্যে চলচ্চিত্র নির্মাণের চেষ্টা করেন। 'ভালোবাসার রং' কিন্তু সপ্তাহর পর সপ্তাহ বিভিন্ন হলে চলেছে, ছবিটি দর্শক গ্রহণ করেছে। ছবিটির উপস্থাপনার আঙ্গিকটাও একটু ভিন্ন ছিল। সবকিছু মিলিয়ে দর্শকরা পছন্দ করেছে। তারপরও আমি বলব, আমাদের চলচ্চিত্রের গল্প যারা লিখছেন তারা যেন লেখার সময় চিন্তাধারার একটু পরিবর্তন আনবেন। আর নির্মাতারা যেন একই লেখকের কাছ থেকে স্ক্রিপ্ট না নিয়ে, বিভিন্ন জায়গা থেকে, প্রয়োজনে নতুন জায়গা থেকে গল্প সংগ্রহ করেন। মোটামুটি এগুলোর পরবর্তনও হচ্ছে। আর সবকিছুর পরিবর্তন তো একদিনে সম্ভব নয়। ধীরে ধীরে হবে। 'পোড়ামন' আসছে, আমি আশা করি এটাও দর্শকরা গ্রহণ ভালোভাবে গ্রহণ করবে।