খুলনার তিন ওয়ার্ডেরকাউন্সিলর প্রার্থীদের যত প্রতিশ্রুতি
খুলনা অফিস
ভাঙাচোরা রাস্তা, বর্ষা মৌসুমে বৃষ্টির পানিতে ড্রেন তলিয়ে যাওয়া, কোন কোন এলাকায় বৈদ্যুতিক লাইন না পৌঁছানোসহ প্রায় একই ধরনের সমস্যার কথা বললেও নির্বাচিত হলে ভিন্ন ভিন্ন দৃষ্টিতে উন্নয়ন কাজ করার কথা ব্যক্ত করেছেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরা।
১ নম্বর সাধারণ ওয়ার্ড ঃ আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার টার্গেট করে ১৫ জুনের কেসিসি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন এ ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান খান খোকন। বিগত তিনটি নির্বাচনে কাউন্সিলর পদে জিতে তিনি কেসিসি'র প্যানেল মেয়রের দায়িত্ব পালন করেছেন। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের এ নেতার নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কারণেই হয়ত ১ নম্বর ওয়ার্ডে এবার দলীয় প্রার্থীর সংখ্যা বেড়ে গেছে। যে কারণে আওয়ামী লীগও এবার এ ওয়ার্ডে তাদের সমর্থিত প্রার্থী দিতে পারেনি। ৬ প্রার্থীর মধ্যে ৪ জনই আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত থাকায় এ ওয়ার্ডটি উম্মুক্ত রাখা হয়েছে দলের পক্ষ থেকে।
ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি এ.জে.এম ইফতাদুল হোসেন মোল্লা ফুলের টব নিয়ে নির্বাচনে বিজয়ী হতে চান। তিনি বললেন, তার ওয়ার্ডের প্রধান সমস্যা ভাঙা-চোরা রাস্তা, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ইত্যাদি। নির্বাচিত হলে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত ওয়ার্ড গড়বেন এমন প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, এরপর পর্যায়ক্রমে নাগরিক সমস্যা সমাধানে এগিয়ে যাবেন তিনি। একই দলের অপর প্রার্থী মোঃ শাহাদাত্ মিনা লড়ছেন মোরগ প্রতীক নিয়ে। এ ওয়ার্ডের রাস্তাঘাটের করুণ দশা, খাবার পানির অভাব, মশার যন্ত্রণায় ওয়ার্ডবাসী অতিষ্ঠ এসব সমস্যার কথা তুলে ধরে তিনি বলেন, নির্বাচিত হতে পারলে আগে জলাবদ্ধতা নিরসনের চেষ্টা করাই হবে তার প্রধান কাজ। ঘুড়ি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেয়া আওয়ামী লীগের অপর প্রার্থী শেখ আব্দুর রাজ্জাক বলেন, ওয়ার্ডের পশ্চিম এলাকায় খাবার পানির প্রচণ্ড সংকট রয়েছে। এসবের পাশাপাশি শিক্ষা প্রসারে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
আওয়ামী পরিবারের সাথে সম্পৃক্ত অপর প্রার্থী মমতাজ বেগম চাঁদ প্রতীক পছন্দ করেই নির্বাচনী যুদ্ধে নেমেছেন। জলাবদ্ধতা প্রধান সমস্যা তার কাছেও। এছাড়া রাস্তা চলাচলের অযোগ্যসহ নানা সমস্যার কথা তুলে ধরে তিনি বলেন, নির্বাচিত হলে তিনি সচেতনতামূলক কাজের মাধ্যমে নারীদের সম্পৃক্ত করবেন উন্নয়নমূলক কাজে। দুর্নীতি-সন্ত্রাসমুক্ত ওয়ার্ড গড়াও হবে তার অন্যতম প্রধান কাজ।
অপরদিকে, বিএনপি সমর্থিত প্রার্থী মোঃ আবুল কালাম হাতি প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। (চলবে)