বিশ্বকাপ ঘনিয়ে আসার মাঝের সময়টুকুতে দিয়েগো কস্তা ইনজুরি কাটিয়ে চেনা রূপে ফিরবেন বলেই আশা করছেন স্পেনের কোচ ভিসেন্তে দেল বক্স। সেই আশা থেকেই গতকাল শনিবার ঘোষণা করা স্পেনের ২৩ জনের চূড়ান্ত দলে জায়গা করে নেন ব্রাজিল বংশোদ্ভূত এই ফরোয়ার্ড।
স্পেনের সেভিয়াতে গত শুক্রবার বলিভিয়ার বিরুদ্ধে ২-০ গোলের জয়ের পর দল ঘোষণা করেন কোচ দেল বক্স। গতকাল ঘোষিত স্পেন দল থেকে বাদ পড়েছেন দুই স্ট্রাইকার অ্যালভারো নেগ্রোদো ও ফার্নান্দো লরেন্তে। সুযোগ পেয়েছেন চেলসির স্ট্রাইকার ফার্নান্দো তোরেস।
কস্তা লিসবনে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে মাঠে নামলেও নয় মিনিটের মধ্যেই মাঠ ছাড়তে বাধ্য হন। ইনজুরিটা অবশ্য তার পুরনো, চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে পাওয়া।
গত বছরও ব্রাজিলের হয়ে তিনি দুটি প্রীতি ম্যাচ খেলেছিলেন। এ বছরই স্পেনকে নিজের জাতীয় দল হিসাবে বেছে নেন তিনি। চলতি বছরের ৫ মার্চ বিশ্ব চ্যাম্পিয়নদের হয়ে অভিষেকও হয়ে যায় তার। স্পেনের হয়ে দিয়েগো কস্তার অভিজ্ঞতা বলতে ওই একটাই ম্যাচ।
তবে, স্প্যানিশ ফুটবলটা তিনি বেশ ভালই বুঝেন। সর্বশেষ লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদের শিরোপা জয়ের পিছনে তার ভূমিকাটাই ছিল মুখ্য।
এছাড়া ক্লাবকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও নিয়ে গিয়েছিলেন তিনি। তোরেসকে দলে নেয়ার প্রসঙ্গে কোচ দেল বক্স বলেন, 'আমি তোরেসের উপর ভরসা করছি বলেই ওকে দলে রেখেছি। ও যেভাবে পরিশ্রম করছে তাতে আমি সন্তুষ্ট।'
সর্বশেষ বলিভিয়ার বিরুদ্ধে খেলাটিতে পেনাল্টি থেকে গোল করেন তোরেস। অপর গোলটি করেন আন্দ্রেস ইনিয়েস্তা।
এছাড়া ইনজুরির কারণে সুযোগ পাননি জেসাস নাভাস ও থিয়াগো আলকানতারা।
'বি' গ্রুপে বিশ্বকাপে স্পেনের প্রতিপক্ষ হল নেদারল্যান্ডস, চিলি ও অস্ট্রেলিয়া।
স্পেন দল
গোলরক্ষক: ইকার ক্যাসিয়াস (রিয়াল মাদ্রিদ), ডেভিড ডি গিয়া (ম্যানচেস্টার ইউনাইটেড), পেপে রেইনা (ন্যাপোলি)।
রক্ষণভাগ: জর্ডি অ্যালবা (বার্সেলোনা), রাউল অ্যালবিওল (ন্যাপোলি), সিজার আজপিলিকুয়েতা (চেলসি), হুয়ানফ্রান (অ্যাটলেটিকো মাদ্রিদ), জেরার্ড পিকে (বার্সেলোনা), সার্জিও রামোস (রিয়াল মাদ্রিদ)।
মধ্যমাঠ: জাবি অ্যালোনসো (রিয়াল মাদ্রিদ), সার্জিও বুসকেটস (বার্সেলোনা), স্যান্টি ক্যাজোরলা (আর্সেনাল), সেস ফ্যাব্রেগাস (বার্সেলোনা), আন্দ্রেস ইনিয়েস্তা (বার্সেলোনা), কোকে (অ্যাটলেটিকো মাদ্রিদ), জাভি মার্তিনেজ (বায়ার্ন মিউনিখ), হুয়ান মাতা (চেলসি), পেদ্রো রড্রিগেজ (বার্সেলোনা), ডেভিড সিলভা (ম্যানচেস্টার সিটি), জাভি হার্নান্দেজ (বার্সেলোনা)।
আক্রমণভাগ: ডিয়েগো কস্তা (অ্যাটলেটিকো মাদ্রিদ), ফার্নান্দো তোরেস (চেলসি), ডেভিড ভিয়া (অ্যাটলেটিকো মাদ্রিদ)।