The Daily Ittefaq
ঢাকা, বৃহস্পতিবার ১২ জুন ২০১৪, ২৯ জ্যৈষ্ঠ ১৪২১, ১৩ শাবান ১৪৩৫
সর্বশেষ সংবাদ দেশে সংকট নেই, বিএনপিই মহাসংকটে : নাসিম | রাঙ্গামাটির নানিয়ারচরে পাহাড়ি দুই গ্রুপের 'বন্দুকযুদ্ধে' নিহত ২ | হাইকোর্ট বিভাগে স্থায়ী হিসেবে ৫ বিচারপতির শপথ গ্রহণ | দেশে ফিরলেন সোমালিয়ায় অপহৃত ৭ বাংলাদেশি নাবিক

শিলাইদহে রবীন্দ্রনাথ

সোহেল হাবিব কুমারখালি সংবাদদাতা

নাট্যকার লিটন আব্বাসের নির্দেশনা ও পরিচালনায় নির্মিত 'শিলাইদহে রবীন্দ্রনাথ' ভার্চুয়াল ডকুমেন্টরির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের আয়োজনে গত ২ জুন সন্ধ্যায় কুষ্টিয়ার কুমারখালি পাবলিক লাইব্রেরির দ্বিতীয় তলায় এ উপলক্ষে আলোচনা করেন নাট্যকার লিটন আব্বাস, ক্রীড়া ব্যক্তিত্ব আকরাম হোসেন, বীর মুক্তিযোদ্ধা এটিএম আবুল মনছুর মজনু, কুমারখালি কলেজের অধ্যক্ষ শরিফ হোসেন, কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক আনছার হোসেন, কুমারখালি এমএন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক রওশনারা নীলা, জাসদ নেতা সাইমন কণক, কুমারখালি জনকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক জাকারিয়া খান জেমস প্রমুখ।

উল্লেখ্য, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর দীর্ঘদিন বসবাস করেছেন কুমারখালির শিলাইদহ কুঠিবাড়িতে। মূলত জমিদারি দেখাশোনার জন্য শিলাইদহে এলেও কবিগুরু এখানে বসে অনেক গুরুত্বপূর্ণ কবিতা, গান, নাটক রচনা করেছেন। সে কারণে শিলাইদহ কুঠিবাড়িকে বলা হয় 'গীতাঞ্জলির বাতিঘর'। কবিগুরুর বিভিন্ন সময়ের স্মৃতি তুলে ধরতে নির্মিত হয়েছে 'শিলাইদহে রবীন্দ্রনাথ' ভার্চুয়াল ডকুমেন্টরি।

font
অনলাইন জরিপ
আজকের প্রশ্ন
প্রশ্নপত্র ফাঁস রোধে আইন করে কঠোর শাস্তি করার পাশাপাশি তথ্যপ্রযুক্তি বাড়ানোর আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। এই আশ্বাস দ্রুত বাস্তবায়িত হবে কি?
4 + 3 =  
ফলাফল
আজকের নামাজের সময়সূচী
নভেম্বর - ১
ফজর৫:০৪
যোহর১১:৪৮
আসর৩:৩৫
মাগরিব৫:১৪
এশা৬:৩১
সূর্যোদয় - ৬:২৪সূর্যাস্ত - ০৫:০৯
archive
বছর : মাস :
The Daily Ittefaq
ভারপ্রাপ্ত সম্পাদক: তাসমিমা হোসেন। উপদেষ্টা সম্পাদক হাবিবুর রহমান মিলন। ইত্তেফাক গ্রুপ অব পাবলিকেশন্স লিঃ-এর পক্ষে তারিন হোসেন কর্তৃক ৪০, কাওরান বাজার, ঢাকা-১২১৫ থেকে প্রকাশিত ও মুহিবুল আহসান কর্তৃক নিউ নেশন প্রিন্টিং প্রেস, কাজলারপাড়, ডেমরা রোড, ঢাকা-১২৩২ থেকে মুদ্রিত। কাওরান বাজার ফোন: পিএবিএক্স: ৭১২২৬৬০, ৮১৮৯৯৬০, বার্ত ফ্যাক্স: ৮১৮৯০১৭-৮, মফস্বল ফ্যাক্স : ৮১৮৯৩৮৪, বিজ্ঞাপন-ফোন: ৮১৮৯৯৭১, ৭১২২৬৬৪ ফ্যাক্স: ৮১৮৯৯৭২, e-mail: [email protected], সার্কুলেশন ফ্যাক্স: ৮১৮৯৯৭৩। www.ittefaq.com.bd, e-mail: [email protected]
Copyright The Daily Ittefaq © 2014 Developed By :