প্রতিনিয়ত পাল্টে যাচ্ছে বৈশ্বিক প্রেক্ষাপট। এতে আমাদের অর্থনীতির আকার দিন দিন প্রসারিত হচ্ছে। ফলে চাহিদা বেড়েছে ব্যবসায় ও বাণিজ্যসংক্রান্ত পড়ালেখার। আর এক্ষেত্রে চাহিদায় এগিয়ে রয়েছে এমবিএ। প্রশাসন ও ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট সব যোগ্যতা অর্জিত হয় এই ডিগ্রি গ্রহণের মাধ্যমে।
এমবিএ হলো মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। বাণিজ্য অনুষদের অধীনে এমবিএ পড়ানো হলেও এটি মূলত মাল্টিডিসিপ্লিনারি একটি কোর্স। ব্যবসায় বা প্রতিষ্ঠান পরিচালনার জন্য যা যা প্রয়োজন, তার সবকিছুই পড়ানো হয় এতে। যে বিষয়গুলোয় এমবিএ করা যায় তার মধ্যে আছে—ফিন্যান্স, ব্যাংকিং, বিপণন, ব্যবস্থাপনা, হিসাবরক্ষণ, মানবসম্পদ ব্যবস্থাপনা, পর্যটন ও হোটেল ব্যবস্থাপনা ইত্যাদি। এ ক্ষেত্রে সাধারণত একটি বিষয়কে মেজর বা প্রধান হিসেবে বেছে নিতে হয়। এমবিএ পড়ার জন্য সাধারণত তিন ধরনের প্রোগ্রাম আছে। যেমন—রেগুলার এমবিএ, এক্সিকিউটিভ এমবিএ ও সান্ধ্যকালীন এমবিএ। নিয়মিত শিক্ষার্থীদের জন্য রেগুলার এমবিএ ও চাকরিজীবীদের জন্য সান্ধ্যকালীন এমবিএর কোর্স ডিজাইন করা হয়। সান্ধ্যকালীন এমবিএতে সাধারণত ৬০ ক্রেডিট ক্রেডিট সম্পন্ন করতে হয়।
সঠিক দিকনির্দেশনার মাধ্যমে দক্ষ মানবসম্পদ সৃষ্টি করার প্রত্যয় নিয়ে ইস্টার্ন ইউনিভার্সিটির অগ্রযাত্রা শুরু হয়েছিল ২০১৩ সালে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুুরী কমিশন ও শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত এ ইউনিভার্সিটির প্রধান ক্যাম্পাস কাওরানবাজারে অবস্থিত। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ ও সিনিয়র অধ্যাপকদের পরিচালনার ফলে শিক্ষার্থীদের কাছে সোনারগাঁও ইউনিভার্সিটি অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে সমাদৃত হয়েছে।
সোনারগাঁও ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ডিনের দায়িত্বে আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সাবেক অধ্যাপক এম আব্দুর রাজ্জাক। এ ছাড়া এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ক্লাস নিয়ে থাকেন। এখানে রয়েছে বিষয় সংশ্লিষ্ট পাঠ্য বইয়ে সমৃদ্ধ লাইব্রেরি, এসি ক্লাস রুম, ডিবেটিং ক্লাব, কালচারাল ক্লাব, স্পোর্টস ক্লাব প্রভৃতি কার্যক্রম।
এসএসসি ও এইচএসসি (চতুর্থ বিষয় ছাড়া) উভয় পরীক্ষায় শিক্ষার্থীরা জিপিএ ১০ পেলে টিউশন ফিতে ৮০ শতাংশ ছাড়, জিপিএ ৯-৯.৯৯ পেলে ৫০ শতাংশ ছাড়, জিপিএ ৮-৮.৯৯ পেলে ২৫ শতাংশ ছাড় এবং জিপিএ ৭-৭.৯৯ পেলে ১০ শতাংশ ছাড় রয়েছে।
খরচ :দুই বছর মেয়াদি সান্ধ্যকালীন এমবিএ কোর্সের মোট খরচ এক লাখ ৬২ হাজার টাকা। ফল, স্প্রিং ও সামার এই তিনটি সেশনে ভর্তি হওয়া যায়।
যোগাযোগ :৭১, কারওয়ানবাজার, তেজগাঁও, ঢাকা।
ফোন :০১৭৬৭৭৭৭২২২।