সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে ৯টি সংরক্ষিত আসনের মধ্যে ৮টি আসনে ৩৫ জন মহিলা কাউন্সিলর প্রার্থী অংশ নিচ্ছেন। সংরক্ষিত আসন-৬ এ কোনো প্রতিদ্বন্দ্বি না থাকায় শাহানারা বেগম বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
এর মধ্যে প্রার্থীদের সংরক্ষিত আসন-১ এ এবার ২জন মহিলা কাউন্সিলর প্রার্থী অংশ নিচ্ছেন। তাদের মধ্যে কোহিনুর ইয়াসমিন ঝর্ণা 'ফুটবল' এবং সালমা সুলতানা 'হরিণ' প্রতীক পেয়েছেন।
সংরক্ষিত আসন-২ এ ৫ জন মহিলা কাউন্সিলর প্রার্থী অংশ নিচ্ছেন। তাদের মধ্যে আক্তারুন নেছা বেবী 'ফুটবল', কুলসুমা বেগম পপি 'হরিণ', জাহানারা খানম 'বই' এবং স্বপ্না বেগম 'কলস', মরিয়ম বেগম 'সেলাই মেশিন' প্রতীক পেয়েছেন।
সংরক্ষিত আসন-৩ এ ৫ জন মহিলা কাউন্সিলর প্রার্থী অংশ নিচ্ছেন। তাদের মধ্যে জেবুন্নাহার 'টিয়াপাখি', মোছাম্মদ রেবেকা বেগম 'ডাব', ফাহমিদা চৌধুরী 'কলস', এবং রুকসানা খানম 'হরিণ' প্রতীক পেয়েছেন।
সংরক্ষিত আসন-৪ এ ৭ জন মহিলা কাউন্সিলর প্রার্থী অংশ নিচ্ছেন। তাদের মধ্যে রোজিনা আক্তার 'বই', সুফিয়া খানম 'ফুটবল', আমিনা বেগম রুমি 'হরিণ', বদরুন নেছা 'উড়োজাহাজ', মাহমুদা বেগম 'সেলাই মেশিন', মাসুদা সুলতানা 'কলস' এবং রুহেনা খানম মুক্তা ' ডাব' প্রতীক পেয়েছেন।
সংরক্ষিত আসন-৫ এ ৪ জন মহিলা কাউন্সিলর প্রার্থী অংশ নিচ্ছেন। তাদের মধ্যে শাহানারা বেগম শানু 'ডাব', দীবা রানী দে 'বালতি', পাপিয়া চৌধুরী 'সেলাই মেশিন' এবং আইনুর বেগম 'কলস' প্রতীক পেয়েছেন।
সংরক্ষিত আসন-৭ এ ৫ জন মহিলা কাউন্সিলর প্রার্থী অংশ নিচ্ছেন। তাদের মধ্যে নাজনীন আক্তার কনা 'হরিণ', নাসরিন ইসলাম ' উড়োজাহাজ', মুক্তা বেগম 'ফুটবল', শামীমা স্বাধীন 'বালতি' এবং মাহমুদা নাজিম রুবি 'কলস' প্রতীক পেয়েছেন।
সংরক্ষিত আসন-৮ এ ২ জন মহিলা কাউন্সিলর প্রার্থী অংশ নিচ্ছেন। তাদের মধ্যে সালেহ কবির সেপী 'হরিণ' এবং রেবেকা আক্তার লাকি 'ডাব' প্রতীক পেয়েছেন।
সংরক্ষিত আসন-৯ এ ৪ জন মহিলা কাউন্সিলর প্রার্থী অংশ নিচ্ছেন। তাদের মধ্যে নাছিমা চৌধুরী 'বালতি', আছমা বেগম 'হরিণ', অ্যাডভোকেট রোকসানা বেগম 'ডাব' এবং লিজা আক্তার 'কলস', আছমা বেগম 'সেলাই মেশিন' প্রতীক পেয়েছেন।