The Daily Ittefaq
ঢাকা, শুক্রবার, ১৪ জুন ২০১৩, ৩১ জ্যৈষ্ঠ ১৪২০ এবং ৪ শাবান ১৪৩৪
সর্বশেষ সংবাদ শনিবার একযোগে চার সিটি নির্বাচনে ভোট গ্রহণ | নোয়াখালীর চরে গণপিটুনিতে পাঁচ জলদস্যু নিহত | হোটেল থেকে ১০ বুয়েট শিক্ষার্থীসহ ২০ জন আটক | বরিশালে পুলিশ দিয়ে বিএনপি নেতাকর্মীদের হয়রানির অভিযোগ | নির্বাচনে জালিয়াতি হলে সরকারের প্রতি অনাস্থা:মওদুদ | কেন্দ্রগুলোতে যাচ্ছে ভোটের সরঞ্জাম

চার সিটির সব ব্যাংক বন্ধ কাল

ইত্তেফাক রিপোর্ট

চার সিটি কর্পোরেশনে সাধারণ নির্বাচন উপলক্ষ্যে আগামীকাল তফসিলি ব্যাংকগুলোর শাখা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল বৃহস্পতিবার অফ সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে বানিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি কর্পোরেশনের সাধারণ নির্বাচন উপলক্ষ্যে ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের ভোট দেয়া ও ভোট গ্রহণের সুবিধার জন্য শনিবার নির্বাচনী এলাকাধীন সব বানিজ্যিক ব্যাংকের শাখা বন্ধ রাখতে হবে।

প্রসঙ্গত, বিভিন্ন ব্যাংকের অনুমোদিত ডিলার (এডি) শাখাগুলো শনিবার খোলা থাকে। এছাড়া এছাড়া বিমান বন্দর (ঢাকা ও চট্টগ্রাম), সমুদ্র বন্দর (চট্টগ্রাম ও মংলা) এবং স্থল বন্দর (বেনাপোল, সোনামসজিদ, হিলি ও কমলাপুর এর আইসিডি) এলাকায় অবস্থিত বাণিজ্যিক ব্যাংকগুলোর আমদানি-রফতানি বাণিজ্য লেনদেন সংশ্লিষ্ট বৈদেশিক মুদ্রা লেনদেনকারী সব শাখা (অথরাইজড ডিলার) প্রতি শুক্রবার ও শনিবার (অফিস লেনদেন সময়সূচী সংশ্লিষ্ট ব্যাংকগুলোর নিজস্ব নির্ধারিত সময় পর্যন্ত) খোলা থাকে। এজন্য সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্বেও শনিবার ব্যাংক বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে ব্যাংলাদেশ ব্যাংক।

font
অনলাইন জরিপ
আজকের প্রশ্ন
চার সিটি নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানিয়েছে বিএনপি। আপনি কি মনে করেন এই দাবি যৌক্তিক?
1 + 5 =  
ফলাফল
আজকের নামাজের সময়সূচী
জুন - ৪
ফজর৩:৪৪
যোহর১১:৫৭
আসর৪:৩৭
মাগরিব৬:৪৬
এশা৮:০৯
সূর্যোদয় - ৫:১০সূর্যাস্ত - ০৬:৪১
archive
বছর : মাস :
The Daily Ittefaq
ভারপ্রাপ্ত সম্পাদক: তাসমিমা হোসেন। উপদেষ্টা সম্পাদক হাবিবুর রহমান মিলন। ইত্তেফাক গ্রুপ অব পাবলিকেশন্স লিঃ-এর পক্ষে তারিন হোসেন কর্তৃক ৪০, কাওরান বাজার, ঢাকা-১২১৫ থেকে প্রকাশিত ও মুহিবুল আহসান কর্তৃক নিউ নেশন প্রিন্টিং প্রেস, কাজলারপাড়, ডেমরা রোড, ঢাকা-১২৩২ থেকে মুদ্রিত। কাওরান বাজার ফোন: পিএবিএক্স: ৭১২২৬৬০, ৮১৮৯৯৬০, বার্ত ফ্যাক্স: ৮১৮৯০১৭-৮, মফস্বল ফ্যাক্স : ৮১৮৯৩৮৪, বিজ্ঞাপন-ফোন: ৮১৮৯৯৭১, ৭১২২৬৬৪ ফ্যাক্স: ৮১৮৯৯৭২, e-mail: [email protected], সার্কুলেশন ফ্যাক্স: ৮১৮৯৯৭৩। www.ittefaq.com.bd, e-mail: [email protected]
Copyright The Daily Ittefaq © 2014 Developed By :