ইসলামী ছাত্রশিবিরের হরতালের সমর্থনে গতকাল রাজধানীর পল্টন ও দৈনিক বাংলা মোড় এলাকায় শিবির কর্মীরা বিক্ষোভ মিছিল ও গাড়ি ভাংচুর করেছে। মগবাজার এলাকায় রাস্তায় আগুন জ্বালিয়ে শিবির কর্মীরা মিছিল করে।
পল্টন থানা পুলিশ জানায়, দুপুর ১ টার দিকে পল্টনে সুরমা টাওয়ারের পাশ থেকে শিবির কর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। এসময় শিবির কর্মীরা ইটপাটকেল ছুঁড়ে কয়েকটি যানবাহন ভাংচুর করে। শিবিরের এই হামলায় আশপাশের পথচারীদের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। মিছিল নিয়ে বায়তুল মোকাররম উত্তর গেটের কাছে পৌঁছলে পুলিশ বাধা দেয়। পুলিশ এসময় ধাওয়া দিলে শিবির কর্মীরা পালিয়ে যায়।
এদিকে, একই সময়ে মগবাজারে শিবির কর্মীরা হরতাল সমর্থনে একটি বিক্ষোভ মিছিল বের করে। শিবির কর্মীরা রাস্তায় কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে পথচারীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ গেলে শিবির কর্মীরা পালিয়ে যায়। এছাড়া কুমিল্লা, চাঁপাইনবাবগঞ্জ ও বগুড়ায় বিক্ষোভ করে শিবির কর্মীরা। এ সময় পুলিশের সঙ্গেও সংঘর্ষ ঘটে তাদের।
কুমিল্লা প্রতিনিধি জানান, কুমিল্লা মহানগরীর কান্দিরপাড় লিবার্টি মোড়ে ছাত্রশিবির ও পুলিশের মধ্যে সংঘর্ষে পুলিশের ৪ কনস্টেবল ও এক সংবাদকর্মীসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। এসময় ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২৩ রাউন্ড রাবার বুলেট ও এক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে। গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। বিকাল সাড়ে ৫টা পর্যন্ত এ ঘটনায় পুলিশ ৫ জনকে আটক করেছে।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, চাঁপাইনবাবগঞ্জে গতকাল মঙ্গলবার সকালে পুলিশের সাথে শিবির কর্মীদের সংঘর্ষে পুলিশসহ অন্তত ৯ জন আহত হয়েছে। এসময় শিবির কর্মীরা প্রায় ১৫ টি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে শহর জুড়ে আতংক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ৫ শিবির কর্মীকে আটক করা হয়েছে।
বগুড়া প্রতিনিধি জানান, আজকের হরতালের সমর্থনে গতকাল মঙ্গলবার বিকালে বগুড়ায় ঝটিকা মিছিল করেছে ইসলামী ছাত্র শিবির। এসময় তারা পুলিশের গাড়ি লক্ষ্য করে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পুলিশ শিবির কর্মীদের ছত্রভঙ্গ করতে বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ছুঁড়ে।
রাজশাহী অফিস জানায়, রাজশাহী মহানগরীতে মঙ্গলবার সন্ধ্যায় শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় তিন ফটোসাংবাদিক গুলিবিদ্ধ ও পুলিশসহ ১০ জন আহত হয়েছেন। আজকের হরতালের সমর্থনে শিবির নেতাকর্মীরা ঝটিকা মিছিল করলে পুলিশ বাধা দেয়। এসময় শিবির কর্মীরা পুলিশের উপর ইটপাটকেল ও ককটেল নিক্ষেপ করলে উভয়পক্ষে সংঘর্ষের ঘটনা ঘটে।