দেশের সাতটি নার্সিং কলেজে ছাত্র-ছাত্রীদের আমরণ অনশনের দ্বিতীয় দিন গতকাল মঙ্গলবার অনশনরত শিক্ষার্থীদের মধ্যে অর্ধ-শতাধিক অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে ৩৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ঢাকায় ১৯ জন, চট্টগ্রামে ১০ জন ও বরিশালে ৬ জন শিক্ষার্থী রয়েছেন। ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ বেসিক গ্রাজুয়েট স্টুডেন্ট নার্সেস এসোসিয়েশনের (বিবিজিএসএনএ) আহ্বানে গত সোমবার একযোগে সাতটি নার্সিং কলেজের ছাত্র-ছাত্রীরা আমরণ অনশনে বসেন।
গতকাল অনশনরত ছাত্র-ছাত্রীদের নেতৃবৃন্দের সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক হওয়ার কিংবা বিষয়টি নিরসনের চেষ্টা চলছিলো। সন্ধ্যায় ওই চেষ্টা রহস্যজনক কারণে ব্যর্থ হয়। বিবিজিএসএন-এর সভাপতি রাজিব কুমার বিশ্বাস, সহ-সভাপতি আসলাম পারভেজ ও সাধারণ সম্পাদক সালমা আক্তার ইত্তেফাককে বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল সংলগ্ন ঢাকা নার্সিং কলেজ প্রাঙ্গণে অনশনরত ছাত্র-ছাত্রীদের মধ্যে গতকাল ১৯ জন অসুস্থ হয়ে পড়েন। তাদের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ছাত্র-ছাত্রীদের আন্দোলনের কারণে গত ২ মাস ধরে নার্সিং শিক্ষার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ৭টি নার্সিং কলেজে কার্যক্রম ভেঙ্গে পড়েছে। মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সা সেবা ব্যাহত হচ্ছে। আমাদের চট্টগ্রাম অফিস জানায়, চট্টগ্রামে আমরণ অনশনে অসুস্থ হয়ে গতকাল ১০ জন নার্সিং কলেজের শিক্ষার্থী চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম নার্সিং কলেজের শিক্ষার্থীরা অনশন পালন করছে। অনশনকারীরা জানান, গত দু'দিনে প্রায় ২০ জন অসুস্থ হয়ে পড়েছেন।
বরিশাল অফিস জানায়, ৬ দফা দাবি আদায়ের লক্ষে নার্সিং কলেজের শিক্ষার্থীদের আমরণ অনশনের দ্বিতীয় দিনে গতকাল বরিশালে ২৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। এদের মধ্যে ৬ জনকে শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে অনশনকারীরা।