
ফিলিস্তিনের গাজায় অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক বিমান হামলা শুরু করেছে ইসরাইল। ইসলামপন্থি রাজনৈতিক দল হামাসের রকেট হামলার জবাবে গত মঙ্গলবার রাতে ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে ২৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। হামাস দাবি করেছে, ইসরাইল রবিবার বিনা উস্কানিতে বিমান হামলা চালিয়ে তাদের ছয় সদস্যকে হত্যা করে। তাদের ছয়জন যোদ্ধাকে হত্যা এবং 'ইহুদিবাদী আগ্রাসনের' জবাবেই হামাস দক্ষিণ ইসরাইলে রকেট ছুঁড়েছে। এই অভিযোগ অস্বীকার করে ইসরাইল বলেছে, গাজা থেকে রকেট হামলা ঠেকাতেই মঙ্গলবার অনির্দিষ্টকালের জন্য এই বিমান হামলা শুরু করেছে তারা। হামলায় চার নারী ও তিন শিশুসহ কমপক্ষে ২৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আরো শতাধিক মানুষের আহত হওয়ার খবর পাওয়া গেছে। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস অবিলম্বে এই হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার রাতে ফিলিস্তিনি টেলিভিশন চ্যানেলে দেয়া এক ভাষণে তিনি আন্তর্জাতিক সহযোগিতার জন্যও আবেদন করেছেন। তবে ইসরাইলি কর্তৃপক্ষ আব্বাসের আহবানে সাড়া না দিয়ে আগামীতে এই অভিযানের আওতা আরও বাড়ানো হবে বলে জানিয়েছে। ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী মোশে ইয়ালুন এক বিবৃতিতে বলেছেন, 'আমরা হামাসের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত। এই যুদ্ধ কয়েকদিনে শেষ হবে না।'
ইসরাইলি কর্মকর্তারা জানিয়েছেন, গাজা উপত্যকায় মঙ্গলবার ২৭৩ বারেরও বেশি বিমান হামলা চালানো হয়েছে। এর পাশাপাশি সম্ভাব্য স্থল অভিযানের প্রস্তুতিস্বরূপ ৪০ হাজার রিজার্ভ সেনা মোতায়েনের অনুমোদন দিয়েছে ইসরাইলি মন্ত্রিসভা। এরই মধ্যে গাজার আশপাশে দেড় হাজার সেনা মোতায়েন করা হয়েছে।
এদিকে, গাজা সীমান্তের ৪০ কিলোমিটারের মধ্যে থাকা শহরগুলোর স্কুল ও গ্রীষ্মকালীন শিবির বন্ধের নির্দেশ দিয়েছে ইসরাইল।
সম্প্রতি তিন ইসরাইলি ও এক ফিলিস্তিনি কিশোরকে হত্যার ঘটনাকে কেন্দ্র করে এই পাল্টাপাল্টি হামলা শুরু হয়। এর আগে সোমবার ৬০ বারেরও বেশি ইসরাইলি বিমান হামলায় নয় ফিলিস্তিনি নিহত হয়। ওইদিন হামাসের সামরিক শাখা যোদ্ধারা ইসরাইলি লক্ষ্যবস্তুতে ৮০টিরও বেশি রকেট হামলা চালায়।