শেয়ারবাজারে তালিকাভুক্ত জীবন বিমা কোম্পানির তহবিলের প্রবৃদ্ধি সংকোচনে এ খাতের শেয়ারদরে পতন হয়েছে। সম্প্রতি কয়েকটি জীবন বিমা প্রতিষ্ঠানের প্রান্তিক প্রতিবেদনে বিমা তহবিলের প্রবৃদ্ধি সংকোচনের খবরে এ খাতে এ প্রভাব পড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। চলতি মাসে মেঘনা লাইফ, প্রগ্রেসিফ লাইফ ও সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের জানুয়ারি-মার্চ প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়। এর মধ্যে মেঘনা লাইফ ও প্রগ্রেসিভ লাইফের বিমা তহবিলের প্রবৃদ্ধি অনেক কমেছে। এ ছাড়া, এ খাতের বড় মূলধনি দুই কোম্পানি ন্যাশনাল লাইফ ও ডেল্টা লাইফের দরপতনে গোটা খাতের বাজার মূলধনে নেতিবাচক প্রভাব পড়েছে।
বিশ্লেষণে দেখা গেছে, গত সপ্তাহে জীবন বিমা খাতের ১২টি কোম্পানির বাজার মূলধন ১০ দশমিক ৬১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫ হাজার ২৭২ কোটি টাকায়। মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের বিমা তহবিলের প্রবৃদ্ধি চলতি হিসাব বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে ২২ শতাংশ কমেছে। প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির তহবিল ২২ কোটি ২৯ লাখ ৪০ হাজার টাকা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৩০ কোটি ৭৫ লাখ ৩০ হাজার টাকা। তবে এর আগের হিসাব বছরের একই সময়ে তহবিল ২৮ কোটি ৫৭ লাখ ৯০ হাজার টাকা বেড়ে দাঁড়ায় ১ হাজার ৭৫ কোটি ৭২ লাখ টাকা। প্রগ্রেসিভ লাইফের জানুয়ারি-মার্চ প্রান্তিকে বিমা তহবিলের প্রবৃদ্ধি আগের বছরের একই সময়ের তুলনায় কমেছে ৮৫ দশমিক ৯৪ শতাংশ। প্রতিবেদন অনুসারে, কোম্পানিটির বিমা তহবিলের পরিমাণ ১ কোটি ৫৪ লাখ ৩০ হাজার টাকা বেড়ে দাঁড়িয়েছে ৩৯৩ কোটি ৫৫ লাখ ৩০ হাজার টাকা। তবে এর আগের বছরের এ তিন মাসে এ তহবিলের পরিমাণ ১০ কোটি ৯৭ লাখ ৮০ হাজার টাকা বেড়ে দাঁড়ায় ৩৭৫ কোটি ৬৭ লাখ টাকা।
গেল সপ্তাহে সবচেয়ে বেশি দর হারায় ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সে। মূলত রেকর্ড ডেটে দর সমন্বয়ে এ শেয়ারের দর হারায়। এ প্রতিষ্ঠানের দর কমে ২৮ দশমিক ৩৩ শতাংশ। সপ্তাহের শুরুতে শেয়ারটির দর ছিল ৩২০ টাকা, যা সপ্তাহশেষে দাঁড়ায় ২২৯ টাকা ৫০ পয়সায়। এ খাতের সবচেয়ে বড় বাজার মূলধনি কোম্পানি ডেল্টা লাইফের শেয়ারের দর লেনদেন পাঁচ কার্যদিবসেই কমেছে। সপ্তাহের শুরুতে এ শেয়ারের দর ছিল ১৪১ টাকা, যা সপ্তাহশেষে দাঁড়ায় ১৩১ টাকা ৭০ পয়সা। এ শেয়ারের দর কমেছে ৬ দশমিক ৬ শতাংশ।
ইঅ/চৌফে/শ৩২১