দিদিয়ের দ্রগবার স্বপ্নীল প্রত্যাবর্তন হলো চেলসিতে।
আইভরি কোস্টের খেলোয়াড়টি এক বছরের চুক্তিতে আবার তার পুরনো ক্লাবটিতে যোগ দিলেন। কোচ হোসে মরিনহো অবশ্য আগেই জানিয়েছিলেন দ্রগবা ক্লাবটিরই অংশ এবং তিনি তাকে পুনরায় সই করানোর কথা বিবেচনা করছেন।
দ্রগবাও জানিয়েছেন, পর্তুগীজ কোচটির সাথে আবার কাজ করার সুযোগ তিনি উপেক্ষা করতে পারেননি। চেলসির হয়ে ২০০৪ থেকে ২০১২ সাল পর্যন্ত ১০টি শিরোপা জেতা ৩৬ বছর বয়সী এই স্ট্রাইকার বলেন,'এটা ছিল খুবই সহজ একটা সিদ্ধান্ত। হোসের সাথে আবার কাজ করার সুযোগটা আমি ফেরাতে পারিনি। এই ক্লাবের সাথে আমার বিশেষ সম্পর্ক থাকার কথা সবাই জানে। এটা আমার কাছে সবসময়েই নিজের বাড়ির মতো মনে হয়েছে।'
তিনি আরো বলেন,'জয়ের জন্য আমার আগ্রহটা এখনো আগের মতোই আছে এবং তাই আমি ক্লাবটিকে সাহায্য করার সুযোগটি কাজে লাগাতে মুখিয়ে আছি। আমি নিজের ক্যারিয়ারের পরবর্তী অধ্যায়ের কথা ভেবে শিহরিত।'
কারো কারো মতে দ্রগবা হয়তো তার পুরনো সুনামের সাথে মানানসই কিছু করে দেখাতে পারবেন না। কিন্তু মরিনহো মনে করেন আইভরিয়ানটি এখনো বিশ্বের সেরা স্ট্রাইকারদের একজন। এ প্রসঙ্গে চেলসি কোচের বক্তব্য-'সে আসছে, কারণ সে হলো ইউরোপের সেরা স্ট্রাইকারদের একজন। সে বরং আসছে আরো ইতিহাস গড়ার মানসিকতা নিয়ে।'
তার যোগদানে চেলসির আক্রমণভাগ এখন আরো শক্তিশালী হবে। যদিও দিয়েগো কস্তার স্পেন ছেড়ে এসে স্টামফোর্ড ব্রিজে যোগদানের পর শোনা যাচ্ছে দুই স্ট্রাইকার ফার্নান্দো টোরেস ও রোমেলু লুকাকু দল ছেড়ে যেতে পারেন।
আগের দফায় দ্রগবা আট বছর খেলেছিলেন ক্লাবটিতে। এই ক্লাবের হয়ে তার সর্বশেষ অংশগ্রহণ ছিল চ্যাম্পিয়ন্স লিগ জয়ী খেলাটিতে করা জয়সূচক পেনাল্টিটি। মরিনহো এমন এক সময়ে দ্রগবাকে চেলসিতে নিয়ে এলেন যখন দুই বড় ফুটবলার ফ্র্যাংক ল্যাম্পার্ড ও অ্যাশলি কোল ক্লাবটি ছেড়ে গেছেন।
ল্যাম্পার্ড যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগ (এমএলএস) এর দল নিউইয়র্ক সিটিতে যোগ দিয়েছেন। অপরদিকে কোল গেছেন ইতালির রোমায়। এমনকি চেলসির আরেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় গোলরক্ষক পিটার চেকও দল ছেড়ে যাবেন বলে শোনা যাচ্ছে। এর মানে হলো মরিনহোর মূল দলের কেবল জন টেরিই থাকছেন। এ দলটিই ২০০৫ ও ২০০৬ সালে টানা দুইবার ইংলিশ প্রিমিয়ার লিগ জিতেছিল।
চেলসি ছেড়ে যাওয়ার পর দ্রগবা কিছু সময় চীনের সুপার লিগের ক্লাব সাংহাই শেনহুয়ায় খেলে এরপর ২০১৩ সালের জানুয়ারীতে তুরস্কের ক্লাব গ্যালাতাসারায়ের সাথে যোগ দেন। ক্লাবটির সাথে ১৮ মাসের চুক্তি শেষে তিনি এখন মুক্ত খেলোয়াড় হিসেবেই যোগ দিলেন পুরনো ক্লাবে যেখানে সমর্থকরা ২০১২ সালে তাকে ক্লাবটির এ যাবত্কালের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত করেছিল।
দ্রগবাকে নিয়ে এরকম আরো কজন জনপ্রিয় খেলোয়াড় তাদের পুরনো ক্লাবে ফিরে ইতিহাস হয়ে আছেন। এরা হলেন লিভারপুলের ইয়ান রাশ, টটেনহ্যাম হটস্পারের রবি কিন, টেডি শেরিংহ্যাম ও পিটার ক্রাউচ, ম্যানচেষ্টার ইউনাইটেডের মার্ক হিউজেস এবং আর্সেনালের থিয়েরি অরি। এদের মধ্যে ক্রাউচই কেবল সাফল্য দেখাতে পারেননি।
সব মিলিয়ে এখন দ্রগবার পালা। -মেইলঅনলাইন।