২০১৩ সালে গ্লোবাল লিডারশিপ অ্যাওয়ার্ড পেয়েছেন কে?
সিএম মিরাজুল ইসলাম
লেখক : নলেজপিডিয়া
.
১. জাতিসংঘে বাংলাদেশের প্রথম স্থায়ী প্রতিনিধি কে ছিলেন?
ক. সৈয়দ আনোয়ারুল করিম খ. সৈয়দ মোয়াজ্জেম হোসেন
গ. ড. এ.কে.এম আব্দুল মোমেন ঘ. ইসমাত জাহান
২. জাতিসংঘ গঠনের প্রস্তাবকারী দেশ কয়টি? ক. ৫টি খ. ৬টি গ. ৪টি ঘ. ৩টি
৩.MIGA কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক. ২৫ জুন ১৯৪৬
খ. ১৯ এপ্রিল ১৯৪৫
গ. ৭ এপ্রিল ১৯৪৮ ঘ. ১২ এপ্রিল ১৯৫৬
৪. ২০১৩ সালে গ্লোবাল লিডারশিপ অ্যাওয়ার্ড পেয়েছেন কে?
ক. হিলারি ক্লিনটন খ. মালালা ইউসুফ জাই
গ. রেশমা ঘ. লিডিয়া ডেভিস
৫. নিচের কোনটি প্রযুক্তি প্রতিযোগিতার টুর্নামেন্ট?
ক. ইমাজিন কাপ খ. COP
গ. CeBit ঘ. সার্চ
৬. বিশ্বব্যাংকের কোন সংস্থাটি Soft loan window নামে খ্যাত?
ক. IBRD খ. IFC গ. MIGA ঘ. IDA
৭. বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?
ক. ১৩৫তম খ. ১৩৬তম
গ.১৩৭তম ঘ. ১৩৮তম
৮. ESCAP-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. ব্যাংকক খ. নিউইয়র্ক
গ. রোম ঘ. ভিয়েনা
৯. জাতিসংঘে বর্তমানে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে?
ক. ইসমত জাহান খ. ড. ইফতেখার আহম্মেদ চৌধুরী
গ. হুমায়ুন রশীদ চৌধুরী ঘ. ড.এ.কে এম আব্দুল মোমেন
১০.আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর অবস্থিত -
ক. হেগে খ. নিউইয়র্কে
গ. জেনেভায় ঘ. লন্ডনে
১১.বাংলাদেশ জাতিসংঘের শান্তি মিশন কার্যক্রমে প্রথম অংশ গ্রহণ করে—
ক. ১৯৭৭ সালে খ. ১৯৮৮ সালে
গ. ১৯৮৯ সালে ঘ. ১৯৯২ সালে
১২.১৯৪৫ সালে জাতিসংঘের কার্যক্রম শুরু হয় কতটি দেশ নিয়ে?
ক. ৫০টি খ. ৫১টি গ. ৫২টি ঘ. ৫৬টি
১৩.বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভ করে কবে?
ক. ১৭ অক্টোবর ১৯৭২ খ. ১৭ সেপ্টেম্বর ১৯৭৪
গ. ১৭ সেপ্টেম্বর ১৯৭২ ঘ. ২৫ সেপ্টেম্বর ১৯৭৪
১৪.জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয় কোন সম্মেলনে?
ক. লন্ডন সম্মেলনে খ. ইয়াল্টা সম্মেলনে
গ. সানফ্রান্সিকো সম্মেলনে ঘ. তেহরান সম্মেলনে
১৫.জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত?
ক. ৫ খ. ১০ গ. ১৫ ঘ. ২০
১৬.জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় মারা যান?
ক. ট্রিগভেলী খ. দ্যাগ হেমারশোল্ড
গ. উ-থান্ট ঘ. কুর্ট ওয়ার্ল্ড হেইম
১৭.বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশনে বাংলায় ভাষণ দেন?
ক. ৩০তম খ. ৩২তম গ. ২৯তম ঘ. ৩৬তম
১৮.নিম্নের কোন স্বাধীন দেশটি জাতিসংঘের সদস্য নয়?
ক. তাইওয়ান খ. কসোভো
গ. ফিলিস্তিন ঘ. সবগুলি
১৯.জাতিসংঘ দিবস-
ক. ১৭ সেপ্টেম্বর খ. ২৪ অক্টোবর
গ. ১০ জানুয়ারি ঘ. ২১ আগস্ট
২০. ২০১৮ সালে বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে?
ক. ব্রাজিল খ. রাশিয়া
গ. কাতার ঘ. ইংল্যান্ড
উত্তর ১.ক.২.গ ৩.ঘ ৪.খ ৫.ক ৬.ঘ ৭.খ৮.ক৯ঘ.১০.ক১১.খ১২.খ১৩.খ১৪.গ১৫.গ১৬.খ১৭.গ১৮.খ.১৯.খ.
২০.খ.