দীর্ঘ সংযম সাধনার পর ঈদ আসে অন্যরকম এক আনন্দের বার্তা নিয়ে। সেই আনন্দ মন ছুঁয়ে যায় ধনী-গরিব সব মানুষের। বিনিময় হয় আনন্দের। অন্তত বছরের এই একটি সময় ভোগের চেয়ে ত্যাগ, বিরোধের চেয়ে মিলনের আকাঙ্ক্ষাই সবকিছুকে ছাপিয়ে ওঠে। আর তার তোড়ে সাময়িকভাবে হলেও ভেসে যায় আমাদের প্রাত্যহিক ধূলিমলিন জীবনের ঘেরাটোপে বাঁধা অনেক সংকীর্ণতা ও স্বার্থপরতা। ঔদার্য ও মিলনের আবাহনে প্রাণবন্ত হয়ে ওঠে আমাদের চারপাশ। দারিদ্র্য, সংঘাতসংকুল ও অসহিষ্ণু সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে এই আন্তর আলোর স্পর্শের গুরুত্ব ও প্রয়োজনীয়তা কতটা ব্যাপক তা বলার অপেক্ষা রাখে না। বছর জুড়েই সংযম, সহিষ্ণুতা ও পরার্থপরতার এ আলো এ আনন্দ আমাদের ঘিরে থাকুক।
কখনো বৃষ্টি, কখনো রোদ। প্রায় মাস জুড়েই ছিল আকাশে মেঘের খেলা। এরই মধ্যে ধর্মপ্রাণ মানুষ রোজা রেখেছেন। পালন করেছেন সংযম। বিশ্বকাপ ফুটবল এবার তাতে যোগ করেছিল নতুন মাত্রা। ইতিমধ্যে বিশ্বকাপের বর্ণাঢ্য আয়োজনের সমাপ্তি ঘটেছে। দরোজায় কড়া নাড়ছে ঈদ।
প্রতি বছরের মতো এবারও সর্বজনীন এ আনন্দযজ্ঞে ইত্তেফাক শরিক হয়েছে ঈদসংখ্যার বিশেষ উপহার নিয়ে। দুই বাংলার সেরা লেখকদের সেরা লেখা নিয়ে সাজানো হয়েছে এবারের ঈদ আয়োজনটি। সব ধরনের পাঠকের জন্যে এতে রয়েছে আনন্দের ও ভাবনার কিছু না কিছু উপকরণ। এ ঈদসংখ্যাটি পাঠকদের ঈদের অবকাশকে আরও আনন্দময় করে তুলবে বলে আমাদের বিশ্বাস।
সবাইকে ঈদের শুভেচ্ছা।
তাসমিমা হোসেন
ভারপ্রাপ্ত সম্পাদক
দৈনিক ইত্তেফাক