১.
মন্ত্রী বল, এমপি বল, কাউকে আমি চিনিনা
তাদের সুপারিশে আমি কোন টিকিট কিনিনা।
পিএস কিংবা এপিএস নেই তো পরিচিত যে
কাটব টিকিট ভাবতে গেলেই হইযে বিচলিত যে
উচ্চপদের আমলা-সচিব নেই তো চেনা ইউএনও
নেই তো চেনা ছাত্রনেতা, সরকারের এক পিওনও।
নেই দাপুটে বন্ধু-স্বজন কে আমাকে ডরাবে
টিকিট দিয়ে উলুবনে মুক্তোটাকে ছড়াবে !
আমি শুধু দেশের ভোটার, এতটুকুই শোভা যে
যার কিছু নেই সেই তো থাকে চুপটি করে বোবা যে।
আমার কোন নেই ক্ষমতা, কাটতে টিকিট কহ যে
লঞ্চে-ট্রেনে-বাসের টিকিট যায়না কাটা সহজে।
ঈদ ছুটিতে বাড়ি যাব আমার টিকিট মেলে না
এই গরিবের জন্য হে দেশ, এগিয়ে তুমি এলেনা !
২.
ট্রেন বাবাজি ট্রেন বাবাজি সঙ্গে আমায় নিবি
তোর কোলেতে একটুখানি জায়গা আমায় দিবি ?
মা যে আমার চেয়ে আছে আসবে খোকা বাড়ি
ফোন করেছে বাবা আমায়, ‘আসিস তাড়াতাড়ি’
বোনটা আমার অপেক্ষাতে, সেই দেখেছি কবে
আমি বাড়ি গেলেই তবে ঈদের মজা হবে।
ট্রেন বাবাজি ট্রেন বাবাজি সঙ্গে আমায় নিবি
বসতে না দিস, দাঁড়িয়ে যাব, একটু জায়গা দিবি ?
পা-দানিতে রাখবো পা-টা, হ্যান্ডেলেতে হাত
বাদুড় হয়ে ঝুলবো ট্রেনে আমরা বীরের জাত !
ট্রেন বাবাজি, তোর না আছে লম্বা খোলা ছাদ
তোর ছাদেতে বসতে দিবি, দেখব ঈদের চাঁদ !
৩.
ঈদ এলে সব যাচ্ছি বাড়ি আপন ঠিকানাতে
যেতে যেতে বিড়ম্বনা, দুর্দশা রয় সাথে।
গর্ত ভরা মহাসড়ক, কাদামাটি জলে
দূর পাল্লার বাস কি তখন তার গতিতে চলে ?
আটকে থাকে বাসের বহর আটকে থাকে ফেরি
ঈদ ছুটিতে বাড়ি যেতে পথে হলো দেরি
পথের জ্যামে চাঁদ দেখেছি খুশির সীমা নাই
পথের জ্যামে বাসে বসে ঈদের সেমাই খাই।