'আমি ফিরে এসেছি! ইনজুরিটা ছিল স্রেফ একটা অতীত।' ম্যাচ শেষে যখন সংবাদ মাধ্যমের সামনে কথাগুলো বলছিলেন, তখন ঠিকরে বের হয়ে আসছিল আত্মবিশ্বাস। একের পর এক ব্যর্থতা আর ইনজুরির বাধা পেরিয়ে জ্বলে ওঠার স্বস্তি ছড়ানো এক হাসি তো ছিল।
তিনি গোল করবেন, দু' হাত মেলে ধরে উল্লাস করবেন। দল ও কোচের ভরসার প্রতীক হয়ে উঠবেন। দলের সকল পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে থাকবেন তিনি। ট্রফি জয় করবেন। গোটা বিশ্বজুড়ে উচ্চারিত হবে তারই নাম— ক্রিস্টিয়ানো রোনালদো!
এর সব কিছুই দেখা গেল কার্ডিফে। গত মঙ্গলবার রাতের ঘটনা। বিশ্বকাপের আগে যে অবস্থানে রেখে গিয়েছিলেন নিজেকে, ঠিক সে অবস্থান থেকে শুরু করলেন আবারও। আবার তিনি হয়ে উঠলেন রোনালদো। ঠিক নিজের মত করেই তিনি আবারও ফিরে আসলেন।
দুটি গোল করলেন। রিয়াল মাদ্রিদকে জেতালেন উয়েফা সুপার কাপের শিরোপা। যেমন ঠিক বিশ্বকাপের আগেই জিতিয়েছিলেন লা দেসিমা। ম্যাচ শেষে তাই এমন ভুবন ভোলানো স্বস্তির হাসি তো তাকেই সবচেয়ে ভাল মানায়।
হাসি ধরে রেখে কথা বলতে শুরু করলেন তিনি, 'আমার ক্যারিয়ারে এটা খু্ব স্মরণীয় একটি মুহূর্ত। আমি সত্যি ট্রফিটার জন্য মুুখিয়ে ছিলাম। এর আগে কখনওই এই ট্রফির দেখা পাইনি আমি। দলও খুব ভাল খেলেছে। তাদের সবাইকে অভিনন্দন। এই ট্রফিটা সামনের মৌসুমের জন্য আমাদের অনেক আত্মবিশ্বাস যোগাবে। এর চেয়ে ভাল সূচনা আর হতে পারে না।'
বিজয়ীর বেশে ফিরে আসার মধ্য দিয়ে রোনালদো নিশ্চিতভাবেই ভুলে গেলেন ব্যর্থতার এক ইতিহাসকে। মুছে ফেললেন বিশ্বকাপের না ভোলার স্মৃতিকে। তার অবিশ্বাস্য পারফরম্যান্সেই সুইডেনকে প্লে অফের ম্যাচে ছিটকে দিয়ে ফুটবলের সবচেয়ে বড় মঞ্চের টিকেট পেয়ে যায় পর্তুগিজরা। বিশ্বকাপেও দলটার মূল ভরসা ছিলেন সেই রোনালদোই।
উরুর ইনজুরি নিয়ে তিনি চেষ্টা করেছিলেন নিজের সামর্থ্যের শেষ বিন্দু পর্যন্ত। কিন্তু পারেননি। প্রথম রাউন্ড থেকেই লজ্জা নিয়ে ফিরতে হয়েছে রোনালদোদের। কিন্তু এক ম্যাচ দিয়েই সে স্মৃতি ভুলিয়ে দিলেন সি আর সেভেন। এই প্রসঙ্গে তিনি বলেন, 'আসলে অতীত সব সময়ই অতীত। শেষ মৌসুমে ইনজুরি আমাকে অনেক ভুগিয়েছে। ভুগিয়েছে বিশ্বকাপেও। কিন্তু এখন এটা স্রেফ অতীত। এখন আমি ফিরে এসেছি। দুটি গুরুত্বপূর্ণ গোল করেছি। সমর্থকদের বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। কারণ, তারা সব সময় আমাদের সাথে ছিলেন।'
ইনজুরি নিয়ে খানিকটা দুশ্চিন্তা থাকলেও ম্যাচে রোনালদো ছিলেন ঠিক আগের মতই ক্ষীপ্র। তবে, এখানেই শেষ নয়। নিজের পারফরম্যান্সে আরও উন্নতি আনার জন্য আরও মনোযোগ দেয়ার কথাই জানালেন তিনি, 'এখন হয়তো অনেকেই বলবে আমি আমার সেরাটা দেখিয়ে দিয়েছি। এর চেয়ে বেশি হয়তো কেউ আশাও করে না আমার কাছ থেকে। সেদিক থেকে এখন নিজেকে অনেক ভারমুক্ত লাগছে। কিন্তু সামনে গোটা একটা মৌসুম অপেক্ষা করছে। আমি বিশ্বাস করি আমি এখনও আমার সেরা খেলাটা দেখাতে পারিনি। সেজন্য আরও পরিশ্রম করতে হবে। অপেক্ষা করুন।'
তাহলে মৌসুমটাও কি রোনালদোর নামে লেখা হয়ে গেল!