আওয়ামী লীগের প্রবীণ নেতা ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বাস্তবতা বুঝতে পেরে আন্দোলনের নরম কর্মসূচি দিয়েছেন। গতকাল বুধবার ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতীয় শোক দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত 'ইতিহাস কথা কয়' শীর্ষক আলোক চিত্র প্রদর্শনীর উদ্বোধনকালে তিনি আরো বলেন, খালেদা জিয়া উপলব্ধি করতে সক্ষম হয়েছেন যে, আন্দোলনের অস্ত্র তিনি নিজেই ভোঁতা করে ফেলেছেন।
১৫ আগস্ট জাতীয় শোক দিবসে জন্মদিন পালন করায় খালেদা জিয়ার সমালোচনা করে তোফায়েল আহমেদ বলেন, বঙ্গবন্ধুর হত্যার দিনে কেক কেটে মিথ্যা জন্মদিন পালনের মাধ্যমে আসলে তারা ওই দিন ফূর্তি করে, আনন্দ করে। যারা সত্যিকারের মানুষ, যাদের মানবিকতা রয়েছে, তারা তো সেই দিন জন্মদিন হলেও পালন করতো না। তাই তাদের প্রতি আমি ধিক্কার জানাই। তিনি বলেন, শুধু সভা-সেমিনারে বঙ্গবন্ধুকে স্মরণ করলেই দায়মুক্ত হওয়া যায় না। বঙ্গবন্ধুকে চিন্তা-চেতনায় ও মননে ধারণ করে তার স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
তোফায়েল আহমেদ বলেন, পাকিস্তানিরা বঙ্গবন্ধুকে হত্যা না করতে পারলেও একাত্তরের পরাজিত শক্তি দেশি ও বিদেশি চক্র ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। খুনীরা চেয়েছিল এ দেশে বঙ্গবন্ধুর রক্তের কেউ যেন রাষ্ট্র ক্ষমতায় না আসে। তাই তারা হাওয়া ভবন তৈরি করে ২১ আগস্ট শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল। তিনি বলেন, ৫ জানুয়ারির নির্বাচনকে বানচাল করতে খালেদা জিয়া উগ্র জঙ্গীবাদীদের সাথে নিয়ে সর্বাত্মক চেষ্টা করেও ব্যর্থ হন।
স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওছারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল আজিম আরিফ, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ এমপি প্রমুখ। আগামী ১৫ আগস্ট পর্যন্ত বঙ্গবন্ধু ভবনে আলোক চিত্র প্রদর্শনী চলবে।