ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার সূচক ও লেনদেন বেড়েছে। আইডিএলসির দৈনন্দিন বাজার বিশ্লেষণে বলা হয়েছে, আজ ডিএসইর সূচক গত চার মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে উঠে এসেছে। একই সঙ্গে গত সাত মাসের মধ্যে ডিএসইর সর্বোচ্চ লেনদেন হয়েছে। গত কয়েক দিনের ধারাবাহিকতায় আজও লেনদেনে সর্বোচ্চ অবদান ছিল জ্বালানি খাত, ওষুধ ও ইঞ্জিনিয়ারিং খাতের। এ তিন খাতে লেনদেন হয়েছে প্রায় সাড়ে তিন শ কোটি টাকা, যা বাজারের মোট লেনদেনের প্রায় ৪৪ ভাগ।
তথ্যে দেখা গেছে, আজ ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ২৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৯০ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ১ পয়েন্ট কমে ১ হাজার ৭২৭ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৭৯৪ কোটি ৯৫ লাখ টাকা, যা আগের দিনের চেয়ে ৮৭ কোটি ৬৫ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ২৯৮টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১৯৫টির, কমেছে ৮০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির শেয়ারের। অপর দিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ৭৯ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ১৯৩ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৫৩ কোটি ৫২ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ২ কোটি ৫৯ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ২২৪টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১৪২টির কমেছে ৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টি কোম্পানির শেয়ারের।
ডিএসই সূত্রে জানা গেছে, চাঙা বাজারে অতিমাত্রায় তেজি হয়ে উঠছে বিভিন্ন কোম্পানির শেয়ার দর। হঠাত্ করে এ সব শেয়ারের বিক্রেতা না থাকায় মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে। আজ বেলা দেড়টায় ৩টি কোম্পানির শেয়ার লেনদেন হল্টেড হয়ে পড়ে। শুরুতে ইউনাইটেড এয়ার এবং পরে পর্যায়ক্রমে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও অগ্নি সিস্টেমস বিক্রেতাশূন্য হয়ে পড়ে। এ দিকে সামপ্রতিক সময়ে অস্বাভাবিকহারে শেয়ার দর বাড়ার পেছনে কোনো সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত অগ্নি সিস্টেম কর্তৃপক্ষ। ডিএসইর পক্ষ থেকে দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, ২৫ আগস্ট পর্যন্ত দুই কার্যদিবসের মধ্যে কোম্পানিটির শেয়ার দর বাড়ে ৪ টাকা বা ১৯ দশমিক ৮০ শতাংশ।
ইঅ/চৌফে/শ২৯৬/০৫:৩৬পিএম