ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় ক্যাসকাভেল শহরের কারাগারে বিদ্রোহী বন্দিরা চার সহবন্দিকে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। বিদ্রোহীরা কয়েকজন বন্দিকে কারাগার ভবনের ছাদ থেকে নিচে ফেলে দিলে তাদের মধ্যে দু'জন নিহত হন। আরো দু'জনকে শিরশ্ছেদ করা হয়। রবিবার সকাল থেকে শুরু হওয়া এ বিদ্রোহে অন্ততপক্ষে ৭শ' কারাবন্দি যুক্ত ছিলেন। কারাগারটির পরিচালনার ধরন থেকে শুরু করে পরিবেশিত খাবার ও অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে বন্দিরা অসন্তুষ্ট ছিল, যা থেকে বিদ্রোহের সূত্রপাত হয়।
স্থানীয় গণমাধ্যমে সমপ্রচারিত ফুটেজে দেখা গেছে, বিদ্রোহীরা কারাগারের একটি ভবনের ছাদে গলায় দড়ি বাঁধা কয়েকজনকে প্রহার করছেন। বন্দিদের খাবার দেয়ার সময় কারারক্ষীরা দুর্ব্যবহার করলে কারাবন্দিরা ফুঁসে ওঠে। এ সময় প্রায় এক হাজার বন্দি কারাগারের একটি অংশের নিয়ন্ত্রণ নিয়ে ব্যাপক ভাংচুরের পর সে অংশটিতে আগুন ধরিয়ে দেয়। দাঙ্গারত বন্দিরা কাপড় পেঁচিয়ে নিজেদের মুখ ঢেকে রাখে। বিদ্রোহীদের নেতারা অন্ততপক্ষে দু'জন কারারক্ষীকে জিম্মি করে রেখেছে বলে জানা গেছে। বিদ্রোহীরা শিরশ্ছেদ করা এক বন্দির কাটা মাথা দেখিয়ে জিম্মিদের ওপর মানসিক নির্যাতন চালাচ্ছে বলে অভিযোগ করেছেন কারা আইনজীবী জেইরো ফেরেইরা। কারাগারের ভিতর "সন্ত্রাসের রাজত্ব কায়েম হয়েছে" বলে স্থানীয় গ্যাজেটা দ্য পোভো সংবাদপত্রের কাছে মন্তব্য করেছেন তিনি।কারাবন্দি প্রতিদ্বন্দ্বী মাদক সন্ত্রাসীদের মধ্যে এসব সহিংসতার ঘটনা ঘটে থাকতে পারে বলে জানিয়েছেন বিবিসির রিও ডি জেনেইরো প্রতিনিধি।
বিদ্রোহ বন্ধ করতে আলোচনা শুরু করা হয়েছে বলে জানিয়েছে ও গ্লোবো সংবাদপত্র। আলোচনায় নেতৃত্ব দিতে পারানা রাজ্যের নিরাপত্তা সচিব মারিয়া তেরেজা উয়িল্লে গোমেজ কাসকাভেল গেছেন। বিশ্বের চতুর্থ শীর্ষ কারাবন্দির দেশ ব্রাজিল। এখানে কারাগারগুলোতে পাঁচ লাখ বন্দি রাখা হয়েছে। অথচ কারাগারগুলোর ধারণ ক্ষমতা তিন লাখ।